আসা করি সবাই ভাল আছেন ...। আমাদের সকলের ফেইসবুক একাউন্ট আছে । সবাই আমরা Mozilla Firefox বা Internet Explorer দিয়ে ফেইসবুক ব্যবহার করি । আপনারা চাইলে এই ছোট সফটওয়্যারটি দিয়ে খুব সহজে ফেইসবুক ব্যবহার করতে পারবেন । এটি ব্যবহার করা অতি সহজ এবং জামেলা মুক্ত । সবাই হয়ত ভাববেন এটার Security কি । যদি আপনার ফেইসবুক account hack হয়ে জায় । চিন্তা করার কিছু নাই এটি আপনার ফেইসবুক একাউন্ট কে আরো বেসি security প্রধান করবে । আর hack হয়ার কোন কারন নেই ।
আমি তানজিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো সেই ব্রাউজই করবে। তবে কিছু ক্লায়েন্ট আছে যেগুলা দিয়ে ব্রাউজ করতে হবে না, কিন্তু আপডেট পাওয়া য়াবে। তেমনই একটা হচ্ছে Gwibber Social Client. এটা দিয়ে বেশিরভাগ সোশাল নেটওয়ার্কেরই আপডেট পাওয়া যায়। আর একই উইন্ডোতে একাধিক একাউন্টও আরামসে ব্যবহার করা যায়।