এক ক্লিকেই তৈরি করুন PDF ফাইল খুব সহজ

PDF ফাইল খুব সহজ

একটা সময় ছিল যখন আপনি একটা ফাইল কে পিডিএফ ফরমেটে নিতে কত কিছু করতে হচ্ছে। এডোবি এক্রোবেট সহ হাজারো প্লাগিন। কিন্তু এখন আর দরকার নেই এসব। ওয়ার্ড অথবা এক্সেল অথবা অন্য যেকোনো লেখা  , যে কোন ফাইল থেকেই করা যাবে পিডিএফ। এবং কাজতা খুব সহজে করতে পারবেন।
কিভাবে করবেন? ফলো করুন নিছের ধাপগুলো।
১। প্রথমে আপনি যে লেখাটা PDF করতে চান সেটায় যান। এখন মাউস এর বাম বুতামে ক্লিক করুন
২। প্রিন্ট নামে যে অপশন টা আছে সেটা সিলেক্ট  করুন।
৩। একটা বার আসবে।  এখন এখানে থেকে "Change" নামের অপশন টা  ক্লিক করুন
৪। এখান থেক "Save as PDF" অপশন টা সিলেক্ট করুন
৫। এখন Save এ ক্লিক করুন।। কাজ শেষ।।
আপনার পছন্দ মত ফোল্ডার ঠিক করে সেভ করে নিন। আর সব হয়ে গেলে দেখুন আপনার তৈরি করা PDF ফাইল।
হয়ে গেল আপনার PDF ফাইল
নিচের ভিডিও টা ভালো ভাবে দেখুন। তাহলে আশা করি আরও ভালভাবে বুজতে পারবেন।

Level 1

আমি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস