সফটওয়্যার ছাড়া Kaspersky Internet Security 2011 আপডেট করুন অফলাইনে (নেট কানেকশন যাদের নেই তাদের জন্য)

সবাই কে সালাম দিয়ে শুরু করলাম । কেমন আছেন সবাই , আশাকরি সবাই ভাল আছেন । আমাদের প্রিয় টিউনার আকাশ ভাই শিখিয়ে ছিল , সফটওয়্যার দিয়ে কিভাবে Kaspersky Internet Security 2011 আপডেট দিতে হয়।আমি আজ আপনাদের   সাথে শেয়ার করবো কিভাবে সফটওয়্যার ছাড়া Kaspersky Internet Security 2011 আপডেট করা যায় । তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক...............................................................

ধরুন আপনার কম্পিউটার এ Internet আছে , R আপনার বন্দুর কম্পিউটারে Internet নাই । তাহলে আপনার কম্পিউটারে Kaspersky update সম্পূর্ন করে নিন।

এবার  ছবি দেখে কাজ শুরু করুন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

প্রথমে  আপনার c drive open করে Menu >tools>folder>View>Show hidden ক্লিক করুন।

এরপর c drive program data এ ক্লিক করুন

এরপর kaspersky lab এ ক্লিক করুন

এরপর  avp 11 এ ক্লিক করুন

এরপর data এ ক্লিক করুন

এরপর updater এ ক্লিক  করুন

এরপর   temporary files কপি করুন পেন ড্রাইভে

আপনার কাজ প্রায় শেষ পথে  , এবার আপনার বন্দুর কম্পিউটার (যেটতে নেটের লাইন নাই )এ kaspersky 2011 open করুন এবং setting  এ ক্লিক করুন তারপর update setting>update source>setting>এ ক্লিক করুন

এরপর kaspersky lab update servers থেকে টিক টি তুলে দিন তারপর add এ ক্লিক করুন

এবার আপনার পেন ড্রাইবের temporary fills দেখিয়ে দিন

এবার আপনার কাজ শেষ তারপর kaspersky থেকে update এ ক্লিক করুন

আপনাদের মতামত দিবেন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আল্লাহ হাফেজ।

Level 0

আমি আই, এইচ, কমল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 873 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এমন অনেক কিছুই হবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, যা কেউ ভাবেনি আগে [email protected],,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Facebook=http://www.facebook.com/home.php?#!/profile.php?id=100000584904924,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Mobile=01676 44 80 00 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;সুন্দর হচ্ছে ভালবাসা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

THANKS…………….

কমল ভাই একেবারে কোমলভাবে বুজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ আউয়াল ভাই…………..আপনার ছবিটা সুন্দর।

ধন্যবাদ

    Level 0

    আপনাকে ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,

ধন্যবাদ ভাই টিউনটি খুব সন্দুর হয়েছে

    Level 0

    ধন্যবাদ আপনাকে,,,,,,,,,,,,,

ধন্যবাদ কমল ভাইয়াকে।
কমল ভাইয়াকে একটা অনুরোধ করতে চাই রাখবেন কি??
যদি রাখেন তাহলে
আপনি আপনার কম্পিউটার থেকে ডাটাবেজগুলি একজায়গায় করে একটি রার ফাইল বানিয়ে মিডিয়া ফায়ারে আপলোড করে দেন।
আর আপলোড করার পর আমাকে লিংকটা দেবেন যাতে আমি ডাটাবেজটি ডাউনলোড করতে পারি।
কারণ এই ডাটাবেজ আমার কম্পিউটার থেকে আপডেট করতে গিয়ে ৫০০ মেগাবাইট এর ধরা খাইছি।
কেমন করে জানেন?? কারণটা হল ৮০% গিয়ে কারেন্ট যায় + কোন কোন সময় মডেম অটোমেটিক চুপচাপ হয়ে যায় তখন আবার কানেক্ট করতে হয়।
এইভাবে । তাই আমার অনুরোধটা রাখলে উপকৃত হতাম।

    Level 0

    ধন্যবাদ আপনাকে , আপনার e-mail ID টা দিবেন। আমি আপনাকে মেইলে লিংক পাঠাইয়া দিবো ।

    এই প্রব্লেম টা আমার ও হয়েছিল রাতের বেলা ডাউনলোড দিয়ে ঘুমাইছি সকাল বেলা উঠে দেখি ৫১০ মেগাবাইট খেয়ে ফেলেছে
    লিঙ্ক টা আমাকে ও দিন না প্লিজ [email protected]

    Level 0

    লিংক=http://hotfile.com/dl/90948518/a9caa92/Temporary_Files.zip.html

ধন্যবাদ। এটা আমার খুব দরকার ছিল।

    Level 0

    ধন্যবাদ ভাইজান । এটা টি টি নিয়ম এখানে আপনি মনে মনে যাহা আশা করবেন তাহা পাবেন , তার মানি আমি পেয়েছি তাই বললাম। হে……… হে………….আবার মাইন্ড খাবেন না।

ধন্যবাদ কমল ভাই, ফাটিয়ে দিলেন তো!! দেখি কাজ হয় কিনা

    Level 0

    আরে আকাশ ভাই যে কেমন আছেন , ধন্যবাদ আপনাকে । কাজ না হলে বা হলে জানাবেন।

Level 0

ধন্যবাদ টউনটি শেয়ার করার জন্য।

    Level 0

    ধন্যবাদ ভাইজান , ছবি দেখে পরিচিত লাগছে।

কমল ভাই মিডিয়া ফায়ারে আপলোড করে দিন। ভাল হত।ধন্যবাদ

    Level 0

    আরে আরিফ ভাই যে কেমন আছেন , ([email protected]) একটা মেইল করেন লিংক টা পাঠাইয়া দিবো,,,,,,,,,,,,,,,,,,,,আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ কোমল ভাই, যাদের নেট নাই তাদের উপকার করা যাবে

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ।

Kaspersky Internet Security নিয়ে কিছু বলার নেই খুব ভাল একটা Internet Security এইটা,
তবে আপনার টিউনটা খুবই সুন্দর ও সাবলীল হইছে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ আতাউর রহমান ভাই।

আপনি ত একদম ফাটিয়ে দিয়ছেন সুজা প্রিয়তে রাখলাম

    Level 0

    ধন্যবাদ আপনাকে,,,,,,,,,,,,,,,,,,

Level 0

কে বলছে আপনি পাপী মানুষ , আপনি ভাল মানুষ,,,,,,,,,,,,,,,আপনাকে ধন্যবাদ।লিংক দিলাম http://hotfile.com/dl/90948518/a9caa92/Temporary_Files.zip.html

Level 0

কেউ hotfile থেকে ডাউনলোড করতে না পারলে আওয়াজ দিয়েন,,,,,,,,,,,,,& mail দিয়েন।

Level 0

ভাই কাজ হয়নাতো !!!!

কাজ হল না, “Update files are corrupted” লেখা আসে। এর সমাধান কি?

Level 0

ভাই কান্দোন আইতাছে ! ! ! ! ! চৌখ মোছার টিসু শ্যাষ অইয়া গ্যাছে ! ! ! ! !

Level 0

কমেন্ট দেখতে ভাল লাগে,কিন্তু কাজ না হইলে মনটা খারাপ হইয়া যায়।আর সমাধান না পাইলে …………..!!!!!!!!!

Menu >tools>folder>View>Show hidden ক্লিক করার পর programData Folder টি আসে না। please কীভাবে আসবে জানাবেন কমল ভাই।

যদিও tune টা অনেক পুরনো তবুও কাজের। কমল ভাই কি আমার মত late লতিফদের জন্য আরো একাবার midfire upload korben, please