প্রথমেই ক্ষমা চাচ্ছি একটা টেকনোলোজি এর বাইরের Topic লেখার জন্য। কিন্তু অনেকেরই ভালো লাগবে।
প্রিয় মানুষের জন্মদিন। আপনি অনেক টাকা দিয়ে একটি কার্ড কিনতে পারেন, যাকে দিবেন সে খুশি হবে, কিন্তু যদি একটি কার্ড যা আপনি বানিয়ে দেন, তিনি কখনো আপনাকে ভুলবে না।
এটি বানাতে আপানআর যা যা লাগবে,
১। আর্ট পেপার
২। কালার পেপার
৩। কলম, পেন্সিল
৪। চাকু বা কেচি
৫। গ্লু/ আঠা
সময় লাগবে ২০-৩০ মিনিট। নিচের ৯ মিনিটের ভিডিও টা দেখে নিন। কোন প্রব্লেম থাকলে টিউমেন্ট করুন। আরো এমন ক্রাফটস এর আইডিয়া পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
মাত্র ২০ মিনিতে তৈরী করুন বার্থডে কার্ড
this is the video of 9 min and 5 steps. it takes only 15 min to make one beautiful and creative cards. you can buy a card, your near and dear one will be happy, but if you give one card which is made by you, he/she will never forget you.
প্রথমে আপনাকে একটা সাদা আর্ট পেপার ২০ সেমি বাই ১৪ সেমি আকারে কাটতে হবে
তারপর এর চেয়ে এক সেমি ছোট করে নীল বা হাল্কা আকাশি একটা কাগজ পেস্ট করুন
২য় ধাপে কিছু বেলুন কেটে নিন
তারপর তা পেস্ট করুন, কম্পজিশন টা যেন ভালো হয়।
নিচের ভিডিও লিঙ্কে বিস্তারিত দেয়া আছে, ৯ মিনিটের ভিডিও মাত্র। আপনিও পারবেন, চেষ্টা করে দেখুন।
ধন্যবাদ
প্রথমে আপনাকে একটা সাদা আর্ট পেপার ২০ সেমি বাই ১৪ সেমি আকারে কাটতে হবে
তারপর এর চেয়ে এক সেমি ছোট করে নীল বা হাল্কা আকাশি একটা কাগজ পেস্ট করুন
২য় ধাপে কিছু বেলুন কেটে নিন
তারপর তা পেস্ট করুন, কম্পজিশন টা যেন ভালো হয়।
নিচের ভিডিও লিঙ্কে বিস্তারিত দেয়া আছে, ৯ মিনিটের ভিডিও মাত্র। আপনিও পারবেন, চেষ্টা করে দেখুন।
ধন্যবাদ
আমি ম্যাভরিক ০৫। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek sundor post