মাত্র ২ মিনিটের টিউন
আমাদের প্রায় সবারই স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা, চার্জ কেন এত কম সময় থাকে!!!
আপনি হয়তো গেম খেলছেন না বা ডাটা ও ইউজ করছেন না, তারপর ও চার্জ কেন থাকে না...।
আপনি হয়তো জানেন না যে নিচের পয়েন্ট গুলো কাজে লাগতে পারে
১। ফোনের চার্জ ৫০-৮০% রাখুন, ফোন ও ব্যাটারি দুইটাই ভালো থাকবে। লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো এই চারজ এ সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়।
২। wi fi, Location, Blutooth অফ রাখুন, এগুলো সাধারণত নির্দিষ্ট কোন কাজ ছাড়া দরকার পরে না, কিন্তু ব্যাটারি খায়।
৩। স্ক্রিন অফ টাইম বা স্লিপ এর টাইম কমিয়ে দিন
৪। মোবাইল ডাটা ইউজ না করলে অফ রাখুন। এতে পুশ নোটিফিকেশনের জন্য অনেক চারজ যায়।
৫। ওয়াইফাই আর মোবাইল ডাটা দুটোই থাকলে, wi fi use করুন
৬। Auto Rotation বন্ধ করুন
৭। Brightness কমিয়ে রাখুন, অটো মুডের চেয়ে ডিরেক্টলি ব্রাইটনেস ঠইক করুন
৮।অ্যাপস নোটিফিকেশন বন্ধ রাখুন। কিভাবে করে জানতে নিচের ৩ মিনিটের ভিডিও টী দেখুন
৯। ফোনের চার্জ কখনো জিরো পারসেন্ট এ নিয়ে যাবেন না, ব্যাটারির খুব ক্ষতি হয়
১০। চার্জ দেয়ার সময় ফোন বন্ধ রাখুন, অন্তত Flight Mode এ দিয়ে রাখুন। ব্যাটারি ভালো থাকবে।
কীভাবে আন্ড্রয়েড ফোনের নোটিফিকেশন বন্ধ রাখবেন নিচের ভিডিও টিউটরিয়াল দেখুন
10 easy things to do for your smartphone to save your power and battery
ধন্যবাদ। আশা করি আগামিতে আরো ভালো ভাল এবং দরকারি টিপস দিতে পাড়বো। সবার জন্য শুভ কামনাই।
আমি ম্যাভরিক ০৫। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।