বর্তমান সময় এর সব চাইতে কমন Epson Printer হল L130। প্রিন্টার টির রিসেটার নেটে অনেক খুজে ও পাওয়া যায় না। প্রায় সব রিসেটার ই পেইড।কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক
একটি রিসেটার আসে যা দিয়ে আপনি একটি প্রিন্টার মাত্র এক বার রিসেট করতে পারবেন এবং রিসেট করার সময় নেট কানেকশন থাকতে হবে।
রিসেটার টি হল WIC Reset Utility
বুঝতে সমস্যা হলে ভিডিও দেখুন অথবা নিচে আমার নাম্বার এবং FB link দেয়া আছে যোগাযোগ করতে পারেন
আর ২য় পদ্ধতি হল Epson L130 Adjustment Programme এবং এটি স্থায়ী পদ্ধতি এবং নেট কানেকশনের প্রয়োজন নেই
২য় সফটওয়্যার টি কিভাবে কাজ করে কথা না বাড়িয়ে ছবি দিলাম
১)
২)
৩)
Particular adjustment Mode এ ক্লিক করার পর। নিচের মত উইন্ডো অপেন হবে।
তার পর মডেল দিন, Destination দিতে হবে না, Port Auto Selection অথবা সিলেক্ট করে দিতে পারেন।
৪)
waste ink pad counter এ ক্লিক করুন। এবং Ok সিলেক্ট করুন।
৫)
Main Pad Counter এ টিক দিন এবং Initialize এ ক্লিক করুন এবং এর পর প্রিন্টার টি একবার অফ করেন। এবং ১ মিনিট পর অন করেন। ইনশাআল্লাহ সবুজ বাতি আশা করি জ্বলে উঠবে।
(বিঃদ্রঃ ২য় সফটওয়্যার টি পেইড কারো প্রয়োজন হলে ০১৭১১-০২০৩০২ / ০১৬১১-০২০৩০২ নাম্বার এ যোগাযোগ করতে পারেন, ঢাকা - ০১৭৮৭-৭৫০৮০৫)
FB তে আমাকে নক করুন >>> Click Here <<<
আমি রুপম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.techvission.com
ধন্যবাদ মানিকগঞ্জের মানিক কে শেয়ার করার জন্য। স্টুডিও যাদের আছে তাদের খুব কাজে দিবে। \