সাধারণত কোন প্রোগ্রামের টাইটেলবারে তিনটি বাটন থাকে। এগুলো হচ্ছে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ/রিস্টোর বাটন এবং ক্লোজ বাটন। এই টাইটেলবারে যদি সিস্টেম ট্রেতে মিনিমাইজ করার বাটন, সব সময়ে উপরে রাখার বাটন, প্রোগ্রাম লুকানোর বাটন, প্রোগ্রামটি সচ্ছ করার বাটন ইত্যাদি যুক্ত করা যায় তাহলে কেমন হয়!
এমনই সুবিধা দিচ্ছে এক্সট্রাবাটন সফটওয়্যার। মাত্র ১ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি http://www.xtrabuttons.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে টাইটেলবারে নয়টি বাটন আসবে। এগুলো হচ্ছে Minimize to Tray, Minimize to Common Tray, Minimize to Box, Roll-up/Unroll, Always on top, Push to Background, Transparency Present, Tune Transparency এবং Run Application to copy| এছাড়াও কোন বাটন বাদ দিতে চাইলে সিস্টেম ট্রেতে থাকা এক্সট্রা বাটনের প্রোপার্টিসে গিয়ে করা যাবে। আর টাস্কবারের চলতি প্রোগ্রামের উপরে মাউসের ডান বাটন চাপলে সকল বাটনের অপশনই আসবে। সফটওয়্যারটির ফলে সহজেই চলতি প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা যাবে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2532
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
specially thanks