Ξভিডিও টিউনΞ কিভাবে আপনার প্রেমিক / প্রেমিকার মোবাইলের Call History দেখবেন তার সহজ পদ্ধতি

সবাইকে জানাই অগিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমাদের আনেক সময় প্রয়জন হয় প্রিয় মানুষটি কখন কার সাথে ফোনে কথা বলছে সেটা জানার। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার প্রিয় মানুষটির মোবাইলের কল লগ দেখতে পারবেন তার সহজ একটি পদ্ধতি।এটি করার জন্য আপনার প্রিয় মানুষটির মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপসটির নাম হচ্ছে এয়ারডাইড।

এটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

এই অ্যাপসটি ইনস্টল শেষে মেইল ও পাসওয়াড দিয়ে লগইন করতে হবে। তারপর সেটিং থেকে শো নোটিফিকেশান আফ করতে হবে। সবশেষে অ্যাপস হাইড সফটওয়ার দিয়ে অ্যাপসটি হাইড করতে হবে।

এরপর আপনার মোবাইলে বা কম্পিউটার এ এয়ারডাইড সফটওয়ার/অ্যাপস ইনস্টল করতে হবে। তারপর আগের ঐ মেইল ও পাসওয়াড দিয়ে লগইন করতে হবে।এরপর আপনার প্রিয় মানুষটি যখন অনলাইনে থাকবে তখন তার কল লগ ট্রাকিং করতে হবে।তখন তার মোবাইলের কল লগ সব দেখতে পারবেন। একটি শর্ত কিন্তু অবশ্যই মানতে হবে যখন মোবাইলটি অনলাইনে থাকবে ঠিক তখন ট্রাকিং করতে হবে তা না হলে পাওয়া যাবে না। এটি খুব সহজ যখন সে ফেসবুকে আছে তখন সে অনলাইনে আছে। এটা দেখে করলে ও হবে।

এটা যাতে সহজইে সকলে করতে পারে এজন্য আমি আপনাদরে জন্য একটি ভডিওি তৈরি করছি

https://www.youtube.com/watch?v=lTgs_oM6Lx8

কোন প্রকার ভুল ত্রুটি হলে আসাকরি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আর দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে নুতন নুতন কিছু নিয়ে হাজির হতে পারি।

Level 3

আমি মো মনজুর মোরশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউন ভাল হয়েছে। তবে… যে লুকায়ে আরও কারো সাথে রিলেশন রাখে তার মত লোক আমার দরকার নাই। ধন্যবাদ টিক্স টা শেয়ার করার জন্য।

vi post er vitor youtube link embed korar system amar jana nai.
bolben ki: kivabe embed korte hoy?