আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সবাই অনেক ভাল আছেন। বিজয় দিবসের শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের টিউনটি। একটু আগেই এই জাতীয় একটি টিউন আপনারা দেখেছেন , তাই হয়ত এবার বিরক্ত হতে পারেন। আমাদের দেশে প্রায় সবাই পাইরেটেড সফ্টওয়্যার ব্যবহার করি তা সবার জানা আছে। তবে আমি এই সফ্টওয়্যারটি শেয়ার না করে পারলাম না। অনেক ধরণের উইন্ডোজ ৭ এ্যাক্টিভেটর / লোডার হয়ত আপনাদের সংগ্রহে আছে যা ব্যবহারও করছেন। কিন্তু আমার এই সফ্টওয়্যারের সাহায্য শুধু এ্যাক্টিভেটই হবে না অনেকটা জেনুইন হয়ে যাবে আর মাইক্রোসফ্ট নিয়মিত আপডেটও দিতে থাকবে। নিশ্চিন্তে উইন্ডোজ ৭ আল্টিমেট ব্যবহারের জন্য এর বিকল্প আছে বলে মনে হয় না। এর নাম CW . এটি খুব বেশি কার্যকর হওয়ায় প্রায় সব শেয়ারিং সাইট থেকে ডিলিট করা হয়েছে। কিন্তু আমার কাছে থাকায় আমি নিজেই এটি আপলোড করলাম আপনাদের জন্য। তাই আবারও যদি ডিলিট করা হয় তবে আমাকে ইমেইল করলে আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করব। তাহলে আসুন জেনে নেই এটি কিভাবে কাজ করাবেন। প্রথমে এই সফ্টওয়্যারটি ডাউনলোড করুন।
মাত্র ৯ মেগা বাইটের এই সফ্টওয়্যার নিমেষেই আপনার কপিটি লিগ্যাল করে দেবে।
নিচের স্ক্রীনসট ফলো করুন।
১. ডাউনলোড কৃত ফাইলটি রান করুন।
২. এপ্লাই করুন
৩. এবার যা করার সফ্টওয়্যারই করবে। পিসিকে রিস্টার্ট হতে দিন। এবার দেখুন আপনার কম্পিউটারের প্রোপারটিজ।
আশা করি যাদের এটি নেই তাদের কাজে আসবে। অন্যান্য লোডার দিয়ে যদি কাজ না হলে এটি ট্রাই করে দেখুন। আশা করি এটি আপনাকে হতাশ করবেনা। এমন কি আপনার ডেস্কটপে You must be a victim of software counterfeiting .......ask for genuine windows এই জাতীয় মেসেজ দেখানোর পরেও নতুন করে ওএস সেটাপ না করে শুধু এই ফাইলটি চালানোর মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারবেন আর একজন জেনুইন ইউজারের মত সকল সুবিধাই ভোগ করতে পারবেন।
জানিনা কেমন লাগল? এ ধরণের সফ্টওয়্যার নিয়ে অনেক টিউনই হয়েছে তাই বিরক্ত হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রহস্যময় অভিযাত্রী vai ধরা খাওয়ার ভাল বুদ্ধি দিয়েছেন , আপনার এই পোস্ট ঠিকই আছে কিন্তু এর পরও আরও কাজ আছে যা দেখার জন্য এখানে যান rmcforum.com এ ”উদ্ধার করুন পাইরেটেড হয়ে যাওয়া উইনডোজ 7” এই পোস্ট টি ।