উইন্ডোজ ৭ আল্টিমেট এ্যাক্টিভেট করার জন্য ১০০% কার্যকর একটি লোডার! (যাদের প্রয়োজন শুধু তারাই দেখুন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সবাই অনেক ভাল আছেন। বিজয় দিবসের শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের টিউনটি। একটু আগেই এই জাতীয় একটি টিউন আপনারা দেখেছেন , তাই হয়ত এবার বিরক্ত হতে পারেন। আমাদের দেশে প্রায় সবাই পাইরেটেড সফ্‌টওয়্যার ব্যবহার করি তা সবার জানা আছে। তবে আমি এই সফ্‌টওয়্যারটি শেয়ার না করে পারলাম না। অনেক ধরণের উইন্ডোজ ৭ এ্যাক্টিভেটর / লোডার হয়ত আপনাদের সংগ্রহে আছে যা ব্যবহারও করছেন। কিন্তু আমার এই সফ্‌টওয়্যারের সাহায্য শুধু এ্যাক্টিভেটই হবে না অনেকটা জেনুইন হয়ে যাবে আর মাইক্রোসফ্‌ট নিয়মিত আপডেটও দিতে থাকবে। নিশ্চিন্তে উইন্ডোজ ৭ আল্টিমেট ব্যবহারের জন্য এর বিকল্প আছে বলে মনে হয় না। এর নাম CW . এটি খুব বেশি কার্যকর হওয়ায় প্রায় সব শেয়ারিং সাইট থেকে ডিলিট করা হয়েছে। কিন্তু আমার কাছে থাকায় আমি নিজেই এটি আপলোড করলাম আপনাদের জন্য। তাই আবারও যদি ডিলিট করা হয় তবে আমাকে ইমেইল করলে আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করব। তাহলে আসুন জেনে নেই এটি কিভাবে কাজ করাবেন। প্রথমে এই সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন।

[অনেকেই আমাকে ইমেইল করেছেন এটির ডিলিট হয়েছে জানিয়ে, নতুন করে আপলোড করে দেওয়া হল, আশা করি আপনাদের কাজে লাগবে]

এখানে ক্লিক করুন।

মাত্র ৯ মেগা বাইটের এই সফ্‌টওয়্যার নিমেষেই আপনার কপিটি লিগ্যাল করে দেবে।

নিচের স্ক্রীনসট ফলো করুন।

১. ডাউনলোড কৃত ফাইলটি রান করুন।

২. এপ্লাই করুন

৩. এবার যা করার সফ্‌টওয়্যারই করবে। পিসিকে রিস্টার্ট হতে দিন। এবার দেখুন আপনার কম্পিউটারের প্রোপারটিজ।

আশা করি যাদের এটি নেই তাদের কাজে আসবে। অন্যান্য লোডার দিয়ে যদি কাজ না হলে এটি ট্রাই করে দেখুন। আশা করি এটি আপনাকে হতাশ করবেনা। এমন কি আপনার ডেস্কটপে You must be a victim of software counterfeiting .......ask for genuine windows এই জাতীয় মেসেজ দেখানোর পরেও নতুন করে ওএস সেটাপ না করে শুধু এই ফাইলটি চালানোর মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারবেন আর একজন জেনুইন ইউজারের মত সকল সুবিধাই ভোগ করতে পারবেন।

জানিনা কেমন লাগল? এ ধরণের সফ্‌টওয়্যার নিয়ে অনেক টিউনই হয়েছে তাই বিরক্ত হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রহস্যময় অভিযাত্রী vai ধরা খাওয়ার ভাল বুদ্ধি দিয়েছেন , আপনার এই পোস্ট ঠিকই আছে কিন্তু এর পরও আরও কাজ আছে যা দেখার জন্য এখানে যান rmcforum.com এ ”উদ্ধার করুন পাইরেটেড হয়ে যাওয়া উইনডোজ 7” এই পোস্ট টি ।

    প্রথমেই আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের ব্লগটি ভিজিট করেছি। আরেকটা কথা আমি যেটা শেয়ার করেছি আর যা বলেছি সেটা একটু ব্যবহার করে দেখেন তারপর বলেন ঘটনাটা কি? কারন এটি এ্যাক্টিভেট করার পর আপনি মাইক্রো সফ্‌ট এর কাছ থেকে আপডেট পাবেন আর নিশ্চিন্তে ব্যবহারও করতে পারবেন। আরেকটা কথা আমি এটা বলব আপনার সফ্‌টওয়্যারটা ধরা খাওয়ার পরই এটি চালান আর মজা দেখেন। সাথে আরেকটি কথা সেটা হল আপনি যদি উইন্ডোজ আপডেট সম্পুর্ন ভাবে বন্ধ করে দেন তবে আর কোন সফ্‌টওয়্যার না ব্যবহার করলেও চলবে। কারন পাইরেটেড যে ৭ ওএস গুলো বাজারে বিক্রী হয় তার প্রায় সবই প্রি-এ্যাক্টিভেটেড থাকে কিংবা ক্র্যাক ফাইল দেওয়া থাকে। আবারও ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে, আমার জন্য এটা ইজি মনে হল। লোড দিলাম…………।।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

কিছুই তো হলো না, Last এ একটা লাল screen এ লেখা আসলো failed!!!!!!!!!!!!!!

Level 0

রহস্যময় অভিযাত্রী কে অনেক ধন্যবাদ , আমি বলতে চেয়েছি যে আপনার নিয়মে উইন 7 জেনুইন করা যাবে কিন্তু পরের কাজ গুলো অবস্শয় করতে হবে কারণ chew-w সফ্টওয়্যার টি শুধু 33 এর জায়গার ঠিক উঠিয়ে দেই , পড়ে ওকে hide-ও করতে হবে , না হলে ধরা খবেন ।

    Level 0

    ভাই, chew-w সফ্টওয়্যার 33 এর জায়গার ঠিক উঠিয়ে দেয়ার পরে ওগুলি হাইড করার নিয়মটা কি?
    আসলে আমি জানিনা যে কোন কোন ৩৩ জয়গায় ঠিক তুলে দিবে৤

রহস্যময় অভিযাত্রী file ta delete kore daya hoyacha please amake mail korle khose hobo
[email protected]

মেইল পেয়েছি অনেক ধন্যবাদ।

Level 0

Bhaia,
ami file ta download korar por
rohossomoyovijatri ai nam e .rar format a paisi.
unzip korar por cw namer installer ti asche o 2nd screensot ar moto apply disi, pc o restart nise.
Ami kibhave bujbo je software ta proper install hoise ar Bhaia amar wallpaper change korte parchi na. aktu help koiren.

Level 0

Bhaia
apnar original file ta amake kindly mail koiren.
[email protected]