আসসালামু আলাইকুম।
আমি এখন একেবারেই সিম্পল, সাধারণ একটা ট্রিক শেয়ার করবো। সেরকম কোন ট্রিক শেয়ার করবো না। এটা কোন অফার না গ্রামীণফোনের। জাস্ট ফ্লেক্সিপ্ল্যানের প্যাকেজ। যারা এখনো এই অফার দেখে ৬ টাকা ২০ পয়সার মত দিয়ে(ভ্যাট ২০.৭৫%) টাকায় ১০০ এসএমএস কিনছেন, তাও মাত্র তিন দিনের জন্য তাদের জন্য শেয়ার করলাম। প্রাচীন যুগের মত এখন আর চিঠি আদান প্রদান হয় না সত্য, কিন্তু এসএমএসের প্রয়োজনীয়তা কমেনি। তাই যাদের নিয়মিত এসএমএস কিনতে হয় তাদের জন্য এটা সাহায্যপূর্ণ হবে। তাহলে শুরু করি। এটা কিনতে নেট কানেকশন লাগবে, তবে একবার ডাউনলোড করে নিলে ব্রাউজিং চার্জ ফ্রি।
১। ভিজিট করুন ফ্লেক্সিপ্ল্যান অথবা ডাউনলোড করুন অ্যাপ।
২.১। মেয়াদ সিলেক্ট করুন ৩০ দিন, এসএমএস ১০, বাকি সব ০। খরচ হবে ০.৬১ টাকা। ১০ এসএমএস ৩০ দিন ০.৬১ টাকা মাত্র। তাও ভ্যাট সহ। দুইবার এই প্যাক কেনা, আর একবারে ২০ এসএমএস কেনায় সমান চার্জ।
অথবা,
২.২। মেয়াদ সিলেক্ট করুন ৩০ দিন, এসএমএস ৫০, বাকি সব ০। খরচ হবে ২.৪৪ টাকা। ১০ এসএমএস ৩০ দিন ২.৪৪ টাকা মাত্র। ২.১ এর তুলনায় আরো ২০% টাকা সেভ হবে।
অথবা,
২.৩। অনুরূপে ১০০ এসএমএস কিনলে ২.২ এর চেয়েও ২৫% বেশি সেভ হবে। ৩.৭৫ টাকা মাত্র।
অথবা,
২.৪। ২০০ এসএমএস একবারে কিনলে সবচেয়ে বেশি ফায়দা। মাত্র ৪.৮৭ টাকা খরচ। ৫০০ এসএমএসে গুণতে হবে ১২.১৮ টাকা।
৩। এখন Buy Now বাটনে ক্লিক করুন।
৪। আপনার ফোন নাম্বার লিখুন।
৫। ফোনে একটা কোড যাবে কোড দিন।
৬। মেসেজ পেলে বুঝবেন ক্রয় হয়ে গেছে!
৭। মেয়াদ বাড়াতে চান? একই নিয়মে আবার ১০ এসএমএস কিনে ফেলুন।
এই ট্রিকটি ভালো লেগেছে কি? তাহলে শেয়ার করুন আর ঘুরে আসুন আমাদের ব্লগে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
sundor