অনেক দিন পর টিটি তে লিখছি, আশা করি সবাই ভাল আছেন।
কম্পিউটার এর অপারেটিং সিস্টেম এ অনেক সময় বিভিন্ন রকমের error আসে, তাদের মধ্য. dill সবচেয়ে কমন error। অনেক সময় নতুন কোন সফটওয়ার ইন্সটল করতে গেলে এ ধরনের error ম্যাসেজ আসে যার মধ্য 'Msvcp110.dll is missing from your computer' খুব ই কমন। অনেক সময় পিসি অফ এবং অন করার সময় ও এধরনের ম্যাসেজ এসে থাকে, আজ এ সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
যে কারনে সমস্যাটি হয়ে থাকে?
১. রেজিস্ট্রি জনিত সমস্যা হয়ে থাকলে প্রায় ই দেখা যায়
২. ফাইল করাপ্ট হয়ে গেলে এ ধরনের সমস্যা দেখা যায়
৩. ভাইরাজ জনিত সমস্যা হলে এ ধরনের সমস্যা দেখা যায়
৪. হার্ডওয়ার ত্রুটি ঘটলে্ও এ ধরনের সমস্যা এর মুখে পরতে পারেন।
যেভাবে সমস্যাটির সমাধান করবেন?
সমাধান ১: প্রথমে মাইক্রোসফট অফিস থেকে Visual Basic
C++ ডাউনলোড করে ইন্সটল করুন, অনেক সময় এটা ইন্সটল করলেই করাপ্ট. dill ফাইল্টা রিপ্লেস করে নেয়। এর মাধ্যমে সহজেই সমস্যাটির সমাধান করা যায়। অনেক সময় ভিজুইয়াল বেসিক না থাকার কারনেও এ সমস্যা দেখা যায়, তাই ইন্সটল করে রান করুন আশা করি সমস্যা হতে মুক্তি পাবেন।
সমাধান ২ : যদি উপরের পদ্ধতিতে সমাধান না হয়, তাহলে রেজিস্ট্রি জনিত জটিলতা হতে সমস্যাটি ঘটতে পারে, রেজিস্টি জনিও কোন ফাইল মুছে গেলে এ ধরনের সমস্যা মুখে পরা টা স্বাভাবিক ব্যাপার। তাই আপনি রেজিস্ট্রি ক্লিনিং
সফটওয়ারের সাহায্য নিতে পারেন। এটি ইন্সটল করে রান করলেই অটোমেটিক তারা সমস্যা খুজে নিবে। বিভিন্ন ধরনের রেজিস্ট্রি ক্লিনিং সফটওয়ার পাওয়া যায়, পেইড অথবা ফ্রিওয়ার আবার .dill রিমুভার ও ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারবেন। সেরা সফট্বওয়ার টি ব্যবহার করবেন সমাধান এর জন্য, এর মাধমে সহজেই সমস্যা থেকে মুক্তি পাবেন।
সমাধান ৩ : এ দুটোই প্রধান কৌশল এ সমস্যা হতে মুক্তি পাবার, যদি তারপর ও না হয় তাহলে আপনি
ভাইরাস স্ক্যানিং করে দেখতে পারেন, অবশ্যই ভাল এন্টিভাইরাস সফটওয়্যার দ্বারা কাজটি করবেন, মেলওয়ার বাইট ব্যবহার করেও দেখতে পারেন, ভাইরাস জটিলতার কারনেও এ সমস্যা হয়ে থাকে। স্ক্যানিং এর মাধ্যমে মেলওয়ার গুলো রিমুভ করার পর সমস্যাটি থেকে মুক্তি লাভ পাবেন বলে আশা করছি।
সমাধান ৪ : সর্বশেষ যদি উপরের একটিতেও সমাধা না হয়, যদি কপাল একেবারেই মন্দ থাকে তাহলে উইন্ডোজ রি-ইন্সটলের মাধ্যমে সমাধান করতে হবে। তবে আশা করছি রি-ইন্সটল করার আগেই সমস্যাটি থেকে মুক্তি লাভ করবেন।
আজ এ পর্যন্তই, সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি tamim ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।