ক্যামেরা ছাড়া কম্পিউটারের ছবি তুলুন !!!!

সবাই অবাক হচ্ছেন তাই না । এটা কেমন করে সম্ভব !! ক্যামেরা ছাড়া ছবি তোলা আসলে মস্ভব। চলুন দেখি কেমন করে কাজটি করা যায়।
আপনি আপনা কম্পিউটারের ডেকস্টপ এর যে আংশটি ছবি তুলতে চান তা নির্বাচন করুন। এরপর আপনার কীবোডের print screen sysrq বাটনে ক্লিক করুন। এরপর start—programs—paint এ যান এখন
paint অপশন টি open করে ctrl+v চাপুন। এখন দেখেন আপনার desktop এর অংশটি ছবি আকারে চলে এসেছে। এখন তা আপনার মন মত ড্রাইভে সেভ করুন।

Level 0

আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ছোট বেলা থেকে কম্পিউটার শেখার অগ্রহ একটু বেশি ছিল আমি মাদ্রাসা ক্লাস ৭ম থেকে কম্পিউটার শেখার প্রতি অগ্রহ বাড়িয়ে দিই। আমাদের বাড়ি থেকে বাজার ১ কিলমিটার হবে। প্রথমে আমি আমার কাকার বই লাইব্রেরী তে থাকি তার পর লাইব্রেরীর সামনে একটি নতুন কম্পিউটারের দোকান তৈরী হয়। আমি পড়ালেখা প্রায় বাদ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ya good , 4 all th xu , can u give me call recorder soft with ot beep , any information

Level 0

ভাই কামের post কইরেন । সময়ের অনেক দাম আছে

শিমুল ভাই , আপনি লোগো পিকচারটা (সিরোনামের ছবি) কিভাবে করেছেন । এটা জদি সেয়ার করতেন ! ধন্যবাদ আপনাকে ।

এবছর আগের টিউন মাইরা দিলেন……………………
:’)

Level 0

4 year agy jantam… but thankx for it…

Level 3

বেশী বেশী করে টিউন করবেন… কারণ আপনারা টিউন না করলে ভাল খারাপ টিউনারদের মধ্যে পাথক্য বোঝা যাবেনা।

টিউন করতে পারলেই হলো কি যে লিখলাম তা বোঝার দরকার নেই এরকম অবস্থা , আরে এটা তো আমার ৫ বছরের ভাগিনা্ও পারে। এই সব ফালতু টিউন বন্ধ করেন

আমার টিউনটি দেখতে পারেন-
https://www.techtunes.io/download/tune-id/45165/

start—programs—paint অপশন কোথায় ?

    হা হা হা…

    মাঝখানে যে Accessories আছে সেইটা আর লিখতে পারে নাই আর কি?

    Level 3

    আইটি গুরু ভাই জটিল একটা জিনিস ধরছে। :))

    এটা তো আমি মাখন ভাইর কাছ থেকেই জাইনা লইছি।

    হা হা হা…

মন খারাপ করবেন না।আরও ভাল টিউন করলে দেখবেন সব ঠিক হয়ে যাবে।

এরকম নিচু মানসিকতা নিয়ে আপনারা ব্লগিং করতে আসেন কেন? দ্বিতীয় কমেন্টটা কি দেখেছেন? একজন অন্তত উপকৃত হয়েছেন, সেটা কি কম? কেউ একটু খারাপ লিখতেই পারে, তাই বলে তাকে এভাবে অপমানসূচক কথা বলতে হবে? যাঁরা এখানে কমেন্টগুলো করলেন তাঁরা কয়টা পোস্ট লিখেছেন? ভালো লিখে ব্লগকে সমৃদ্ধ করুন। আপনারা ভালো লিখলে সবাই ভালো বিষয়ে লিখতে উৎসাহিত হবে। নিজে লিখে দেখান। শুভকামনা।

    Level 3

    মুক্ত ভাই আপনে এই কথা বলছেন?? এই টিউন দেখলে অনেকে পিসি কি ভাবে চালাতে বন্ধ হয় সেই ধরনের টিউন করা শুরু করবে।

    একমত মুক্ত ভাই। এই ধরণের কমেন্ট পেলে টিউন করার ইচ্ছা সারা জীবনের জন্য ছুটে যায়। টিউনার যেন ভবিষ্যতে আরও ভালো টিউন করতে পারে সেই জন্য উৎসাহ দেওয়া উচিৎ।

    সহমত

    ভাই Sujon, আপনি কি করেন (পেশায় কি) জানার খুব শখ। কেউ যদি পিসি চালানোর পদ্ধতি নিয়ে টিউন করে আর তাতে যদি আরেকজন উপকৃত হয়, অসুবিধা কোথায়? আর যারা নতুন তারা কি শুরুতেই বড় বড় বিষয়ে লিখতে পারবে? বড় বিষয়ে যাঁরা লিখতে পারেন তাঁরা তো বেল ল্যাব কিংবা সিলিকনে থাকবেন।

    Level 0

    sujon vhai ar shate akmot karon ata kanar vhai boba o pare.

    Level 0

    ভাই আমি আপনার সাথে একমত । আর সুজন ভাই সবাই আপনার মত সব জানে না তাই মানুষকে মনে দুঃখ না দিয়ে কথা বলার চেষ্টা করবেন । ভালো থাইকেন 🙂 tata

মুক্ত ভাইয়ের সাথে সহমত।

Level 0

সহমত ।কেউ ভুল করলে বুঝিয়ে বলা উচিত ।এত কঠোর, হিংসাত্নক মনোভাব নিয়ে কথা বলা ঠিক না ।কাউতে অপমান করলে নিজেকে ও অপমানিত হয়াওয়ার জন্য প্রস্তুত রাখেন ।

Level 0

Agey jantam tao thanks try korar jonno 🙂 better luck next time. আর ভাই ওপরের ভাইদের কথা শুনে মন খারাপ কইরেন্না মানুষতো তাই আমাগো চান্দী হুদাই গরম হয়ে যায় । 😀

Level 0

শিমুল ভাই, আমার ভীষন উপকার হয়েছে।আমি কম্পিউটার ইউজার হিসাবে একেবারে নতুন।
কিছু কিছু টিউনার আছে যারা নিজেদের খুব পন্ডিত মনে করে।আমি যতটুকু জানি যারা অনেক কিছু জানে তারা আচার আচরনে খুবই বিনয়ি হয়।আপনি চালিয়ে যান।
ধন্যবাদ।

একটা কথা সবাইকে স্বীকার করতে হবে যে প্রথম প্রথম এই ধরনের টিপস থেকে আস্তে আস্তে সবার এই পর্যন্ত আসা। তাই যেই ব্যক্তি আজ থেকে কম্পিউটার শিখার সিদ্ধান্ত নিল তার জন্য এই ধরনের টিপস অনেক বড় পাওয়ার নয় কি? তা হলে কি আমরা শুধু নিজের মধ্যে শিখাকে সিমাবদ্ধ রাখতে চাই। নতুন কাউকে শিখতে উৎস দেয়া উচিত নয় কি। সবাইকে বলবো তর্ক না করে এই ব্লগ থেকে শিখার রাস্তা সবার জন্য উন্মুক্ত করুন।

Hummm

ফাউল।

শিমুল মিয়া ঘাবরানোর কিছু নাই,
ভাল ভাল টিউন কইরা দেখাইয়া দেন ছোট থেকেই একদিন সবাই বড় হয়।

Level 0

একটা টিপস বানান যা আনেকটা আলাদা সবার থেকে ।

গাজা খেয়ে টিউন করছেননি ভাই।

Level New

thank you dear tuner because when i was 4 day in computer then i know that