আজ আপনাদের শিখাব কিভাবে আপনার নাম ইংরেজীতে একটি শব্দ ব্যবহার করে অর্থাৎ ফার্স্ট নেম হিসেবে ব্যবহার করবেন।
অর্থাৎ ডিসপ্লে-তে শুধু আপনার ফার্স্ট নেম দেখা যাবে। বাকি টুকু দেখা যাবে না বা প্রয়োজন হবে না।
তাহলে আর দেরি কেন, এখনই নিচের দেওয়া স্টেপ গুলো ব্যবহার করে দেখতে পারেন।
তবে যদি শিখতে পারেন, তাহলে দয়া করে লাইক/টিউমেন্ট/শেয়ার করে পরবর্তী টিউন-এর অনুপ্রেরনা যোগাতে সহায়তা করবেন।
আমি এখানে কম্পিউটার ব্যবহার করে করেছি।
১) প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে আপনার ফেসবুক একাউন্টে লগ-ইন করুন।
২) এবার আপনার অ্যাকাউন্টের সেটিংস-এ (Settings) আসুন।
৩) এবার General থেকে ভাষা হিসেবে নির্বাচন করুন Bahasa Indonesia এবং Save Changes-এ ক্লিক করুন।
৪) আপনার ফেসবুক একাউন্টের ভাষা পরিবর্তন হয়ে যাবে।
৫) এবার মজিলা ফায়ার ফক্স-এর Open Menu থেকে Options-এ আসুন।
৬) তার পর Advanced থেকে Network সিলেক্ট করুন। Connection থেকে Settings-এ যান। এখানে Menual Proxy configuration থেকে আইপি দিন (To Find IP See Video)
৭) মজিলা আবার চালু করুন এবং লগিন করুন।
৮) Setting >> general
৯) এখন আপনার নাম যেখানে দেখা যাচ্ছে, সেখানে Sunting-এ ক্লিক করুন।
১০) আপনার নাম-এর Last Name/ Belakang মুছে দিয়ে First Name /Depan হিসেবে যেটা দিবেন, সেটাই আপনার নাম হিসেবে দেখাবে।
১১) এবার Tinjau Perubahan-এ ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করুন।
কোনো problem হলে ভিডিও তে comment করুন
ভালো লাগলে লাইক এবং Subscribe করুন।
আমি বিশ্বনাথ কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।