আপনার ফেসবুক প্রোফাইল ট্র্যাক করছে কারা তা দেখার এবং ব্লক করার উপায়

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধু ও পরিবারের সংস্পর্শে থাকার জন্য খুবই ভালো মাধ্যম কিন্তু নানা বিজ্ঞাপন অবশ্যই বিরক্তিকর অনেক ব্যবহারকারির কাছে তাছাড়া আপনি নিশ্চয়ই আপনার ব্যক্তিগত ডেটা অন্যের হাতে দিতে চাইবেন না। বিজ্ঞাপনদাতারা তাদের ব্যবসার জন্য প্রতিনিয়ত আপনার ফেসবুক প্রোফাইল ট্র্যাক করছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধু ও পরিবারের সংস্পর্শে থাকার জন্য খুবই ভালো মাধ্যম কিন্তু নানা বিজ্ঞাপন অবশ্যই বিরক্তিকর অনেক ব্যবহারকারির কাছে তাছাড়া আপনি নিশ্চয়ই আপনার ব্যক্তিগত ডেটা অন্যের হাতে দিতে চাইবেন না। বিজ্ঞাপনদাতারা তাদের ব্যবসার জন্য প্রতিনিয়ত আপনার ফেসবুক প্রোফাইল ট্র্যাক করছে।

ব্যবহারকারিরা অনেক সময় যে কাজটি করে থাকে তাহলো ফেসবুক লগ ইন করে নানা অ্যাপ ডাউনলোড করে থাকে এবং ফেসবুক দিয়েই অন্যান্য ওয়েবসাইট ভিজিট করে। ফলে নানা প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহারকারির ডেটা তার প্রোফাইল থেকে নিয়ে থাকে। তবে ফেসবুক অ্যাপ ডেভলপার এবং ফেসবুক অ্যাড টেক পার্টনাররা ব্যবহারকারির নাম, ফোন নাম্বার এসকল তথ্য দেখতে পায়না। কেননা গোপনীয়তা রক্ষার্থে ফেসবুক এসব ডেটা এনক্রিপ্ট এবং অ্যাননিমাইজ করে রাখে।

তবে আপনি যদি আপনার গোপনীয়তা নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে দুটি কাজ করতে পারেন

১ অ্যাড ট্র্যাকিং বন্ধ করতে পারেন

২ ইতোমধ্যে যেসকল প্রতিষ্ঠান আপনার প্রোফাইল ট্র্যাক করেছে সেগুলোর তালিকা দেখতে পারেন এবং এডিট করতে পারেন।

ফেসবুক সম্প্রতি তাদের এই সেটিংস এ পরিবর্তন করেছে। পদ্ধতিটি নিচে দেয়া হল-

রাইট এরো ক্লিক করুন

এখান থেকে সেটিংস অপশনে যান

অ্যাডস বাটনে ক্লিক করুন

 এবার এডিট এ ক্লিক করুন

এখানে উদাহরণ হিসাবে জ্যাসপার মার্কেট দেয়া আছে

এখান থেকে নো ওয়ান নির্বাচন করুন

 

 এখন অ্যাপের জন্য ডান পাশের লক চিহ্নে ক্লিক করুন

 এবার প্রাইভেসি চেকআপ অথবা মোর সেটিংস এ যান

 এবার অ্যাপস বাটনে ক্লিক করুন

 এবার লগড ইন উইথ ফেসবুক এ অ্যাপের তালিকা আসবে

 এই তালিকার পাশেই এডিট অপশন রয়েছে যেখান থেকে আপনি এডিট করে তথ্যগুলো হাইড করে দিতে পারবেন

 ট্রিপ অ্যাডভাইজর থেকেও নানা তথ্য কাস্টোমাইজ করে দিতে পারেন

 

তথ্য সূত্র :টেক কালার বিডি

কিছু জনপ্রিয় টিউন...

যেসকল টেক মিথ বিশ্বাস করা উচিত নয়

ল্যাপটপ কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো বর্তমানে মাথায় রাখা উচিৎ

পাঁচ কারণে স্মার্টফোনে পর্নো নয়

গুগল অ্যাডসেন্স এপ্রুভাল নিয়ে জানা - অজানা ৪০ টা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিন।

AMD vs INTEL দেখুন কোনটি আপনার জন্য Parfect

জাল টাকা চেনার সহজ ৯টি উপায়

১০০ টাকায় খুলেনিন আপনার ব্যাংক Account বয়স ১৮ এর কম হলেও হবে। সাথে থাকছে ফ্রি Master Debit Card।

Youtube থেকে ভিডিও ডাউনলোড করুন Youtube app দিয়ে

অ্যান্ড্রয়েড মোবাইলে গেস্ট অ্যাকাউন্ট তৈরি করুন

ভবিষ্যতে আমাদের হাতে আসছে অণু পরমাণু দিয়ে চালিত ডিভাইস

সেরা গেম ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’

ক্রেডিট কার্ড হ্যাকিং : প্রযুক্তির এক আশংকাজনক অপব্যবহার

Level 0

আমি নেওয়াজ মোর্শেদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস