আমরা অনেকেই ভাল ইংরেজী জানি কিন্তু লিখতে গেলে জড়তা চলে আসে। চিন্তায় পরে যাই বানান, ব্যাকরণ, বাক্য ঠিক হলো কিনা। তখন পরিচিত ইংলিশ ভাল জানা একজনকে স্মরণ করি যদি সে একটু সহযোগিতা করতো!!
তাই আজ আমি আপনাদেরকে সহজ একটি সাইটের কথা বলব যেখানে আপনি একজন অভিজ্ঞ পেয়ে যাবেন যে অপেক্ষায় আছে আপনাকে সাহায্য করার জন্য।আপনি মনের ভাব টাকে মোটামটি ইংলিশ ব্যবহার করে মনের ভাব বুঝাতে পারলেই হল। আপনি আপনার মনের ভাব পাঠিয়ে দিবেন সাইটে, বিশ্বের অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছে আপনার লেখাটিকে সঠিক ভাবে লিখে দেওয়ার জন্য। ৫-৬ মিনিটে আপনার লেখা সঠিক করে পাঠিয়ে দিবে আপনাকে। একবার দেখতে পারেন আসা করি ভাল লাগবে।আমিও কৌতুহল বসত ব্যবহার করেছিলাম। ভাল লেগেছে।
আমি আগে অনেক সফটওয়্যার ব্যবহার করেছি সঠিক ইংলিশ লেখার জন্য কিন্ত সেগুলো ছোট লেখা লেখির জন্য ঠিক আছে, বড় কোন লেখা হলেই কাজ সেরেছে, শব্দার্থ টিক থাকে কিন্তু ভাবার্থ ঠিক বুজতে অনেক কষ্ট হয়। আমার মনে ভাব হয় না, হয় রবোটিক ভাব। অনেক খোঁজা খুঁজির পর একটা সাইট পেলাম যেখানে ইংলিশ লিখে দিলে তাদের বিশ্বের অভিজ্ঞ ব্যক্তিরা সেই লেখার ভুল গুলো সঠিক করে দেয়। তারা আমাদের ভাবগুলোকে পুনবার লিখে দেয়, সঠিক বানান, ব্যাকরণ ও টিক করে দেয়। ভাল লাগলো তাদের সাইটা ব্যবহার করে। তাই সবার সাথে শেয়ার করলাম। আসা করি নিচের লিঙ্কটা কাজে দিবে।
আমি babupm14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।