ফেসবুকের ভিন্নভাষী বন্ধুর ভাষা অনুবাদ করুন সহজেই

সবাই কেমন আছেন ? অনেকদিন পর টিউন করছি।টেকটিউনে আমার লগইন করার পাসওয়ার্ডই ভুলে গিয়েছিলাম।পাসওয়ার্ড ইমেইল দিয়েও কাজ হচ্ছিলো না।আমি যে ইমেইল দিয়ে টেকটিউন ব্যবহার করি সেটিও ভুল দেখানো হচ্ছে।জানি না কেন এরকম হলো।আর আমি এমন কোন টিউন করেছি বলে মনে হয় না যার জন্য টেকটিউন থেকে আমাকে ব্যান করবে।ভালো মন্দ কিছু সংখ্যক টিউন করেছি আগে,এখন সেই টিউনগুলোর সাথে  আর টিউন যোগ করতে পারবো না এটা মেনে নিতে পারছিলাম না।এভাবে প্রায়ই লগইন ব্যর্থ চেষ্টা করেছি।আজ কিভাবে যেন অবশেষে ঢুকে পড়লাম।আপাতত সামান্য একটা টিউন দিয়ে আমার পুর্নযাত্রা শুরু করি।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সাথে বন্ধুত্ব করি।কিন্তু অনেক সময় ভিনদেশী বন্ধুরা ফেসবুকে তাদের মাতুভাষা ব্যবহার করে।যার ফলে আমরা তাদের প্রোফাইল তথ্য,স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না।জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যে কোন ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন।এজন্য আপনার লাগবে Facebook Translate নামের একটি এ্যাডঅন।এ্যাডঅনটি  http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/

ঠিকানা থেকে নামিয়ে নিন।

এরপর ফায়ারফক্স রির্স্টাট দিন ।এখন ফেসবুকে লগইন করুন।খেয়াল করুন ফেসবুকে সকল স্ট্যাটাস,ওয়াল,ম্যাসেজ ইত্যাদির সাথে translate নামে একটি অপশন এসেছে।এই অপশনে ক্লীক করলে ভিন্ন ভাষার যেকোন লেখা   ইংরেজীতে অনুবাদ হয়ে যাবে।

টিউনটি ভালো লাগলে/খারাপ লাগলে কমেন্ট করবেন।আর টিউনটি আগে হয়ে থাকলে আমার বলার কিছু নাই।

যার যা আছে তাই নিয়ে অন্তত একজন শীতার্ত মানুষের পাশে দাড়ান।আর যারা শাহরুখের কনসার্টে টিকিট কেটে উপস্থিত ছিলেন তারা এরচেয়ে কম টাকা দিয়েই না হয় শীতার্তদের পাশে দাড়ান।নিশ্চিত  থাকুন এতে কনসার্টের চেয়ে  দ্বিগুন আনন্দ পাবেন।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“যার যা আছে তাই নিয়ে অন্তত একজন শীতার্ত মানুষের পাশে দাড়ান।আর যারা শাহরুখের কনসার্টে টিকিট কেটে উপস্থিত ছিলেন তারা এরচেয়ে কম টাকা দিয়েই না হয় শীতার্তদের পাশে দাড়ান।নিশ্চিত থাকুন এতে কনসার্টের চেয়ে দ্বিগুন আনন্দ পাবেন।”

বেশ ভালো বলেছেন। ধন্যবাদ।

………..যার যা আছে তাই নিয়ে অন্তত একজন শীতার্ত মানুষের পাশে দাড়ান।আর যারা শাহরুখের কনসার্টে টিকিট কেটে উপস্থিত ছিলেন তারা এরচেয়ে কম টাকা দিয়েই না হয় শীতার্তদের পাশে দাড়ান।নিশ্চিত থাকুন এতে কনসার্টের চেয়ে দ্বিগুন আনন্দ পাবেন।……………………………….আপনার সাথে আমিও একমত।

ধুর ! সবজায়গায় শুধু শাহরুখ আর শাহরুখ।
নিজের কাছে আমরাও সবাই স্টার। নিজেকে কখনেই একজন স্টারের চেয়ে কম মনে করবেন না।
আপনার দেওয়া এড-ওন টি অত্যান্ত ভাল লাগল।
অনেক ধন্যবাদ।

Last এর ADD আরো ভালো লাগলো।দারুন Tune করছেন।আর হ্যাঁ নতুনদের জন্য একটি Tune করবেন facebook এর Resistion থেকে শুরু করে কিভাবে Chating করতে হয় তার প্রক্রিয়াটি।অথবা যেকাউকে বলছি যদি Techtunes-এ ধরনের Tune করা থাকে তবে তার Link টি জানাবেন

    ফেসবুক জনিত কোন সমস্যায় পড়লে জানাতে কার্পন্য করবেন না । শুধু মাত্র ফেসবুক এর কোন চিটিংবাজি জনিত কিছুর ব্যাপারে অনুরোধ করবেন না। [email protected] অথবা
    http://www.facebook.com/group.php?gid=108942359653&v=info&ref=ts এখানে আপনাদের সমস্যার ব্যাপারে অবহিত করুন।

shahruk khan ka 100 koti taka dia na aina desha invesment korla onak manushar pokar hoto!

সু্ন্দর টিউন কাজে লাগবে……..ধন্যবাদ……

থন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য ।