পেন ড্রাইভ কে রাখুন সম্পুর্ন নিজের নিয়ন্ত্রনে

প্রিয় ভাই-বোন,
আমার একটা খারাপ সংবাদ আছে ।আমার মোবাইল পকেট মার এর কবলে পড়েছে।তাই ১ টা দিন লাগবে আমার সিম ২ টা তুলতে ।আপনাদের কেউ যদি এর মাঝে যোগাযোগ করতে চান তবে আমাকে মেইল করতে পারেন।
আমার ই-মেইলঃ [email protected]

আসুন এবার পেন ড্রাইভ এর সমস্যা সমাধান করি। আমাদের অনেকের এমন অনেক পেন ড্রাইভ রয়েছে যে গুলো তে কোন ফাইল কপি বা সেন্ড করা যায় না। বলে যে write protected.এটা খুবই বিরক্তিকর একটা বিষয়।।তবে এ ঝামেলা থেকে আজ ই আপনারা মুক্তি পাবেন। কি ?খুশি খুশি লাগছে ?? আমার তো লাগছে না ।আমার মোবাইল টা গেল !! হাহাহাহঃ
আসুন শুরু করি । প্রথমেই একটি notepad ওপেন করুন এবং নিচের লিখা টি লিখুন.এরপর এটিকে সেভ করুন Bangladesh.reg নামে।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000000

আমার মত অলস হলে আপনি ডাউনলোড করে নিতে পারেন।হাহাহহাহঃ ।মজা করা কে কেউ অন্যভাবে নিবেন না প্লিজ।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন ডাউনলোড করতে

আবার অনেক সময় পেন ড্রাইভ ডাবল ক্লিক এ খুলতে না চায় না। কন চিন্তা নাই। আপনি নিচের Dos program টি
একটি notepad এ লিখুন এবং সেভ করুন techtunes.bat নামে। এরপর ফাইল টি কে ডাবল ক্লিক করুন

I:

cd\

del *.exe /ah /s /q /f

del *.inf /ah /s /q /f

del "New Folder.exe" /s /q /f

del *.bat /ah /s /f /q

del *.cmd /ah /s /q /f

explorer I:

আমার usb drive "I" .আপনি এখানে আপনার usb drive/ pen drive এর ড্রাইভ লেটার বসিয়ে নিন।

ডাউনলোড লিঙ্কঃএখানে ক্লিক করুন ডাউনলোড করতে
ভালো থাকুন,অনেক ভাল।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমার পেন ড্রাইভ এ ফরমেট করতে বলে কিনতু ফরমেট করলে ফরমেট হয় না । সমাঢান দিতে পারেন ?

    ভাই মুজিব, আপনি my computer এ right click করে manage এ যান। এরপর disk management এ ক্লিক করুন।
    এরপর আপনার পেন্ড্রাইভ select করে format করুন। আশা করি ভাল ফল পাবেন।

রোমেল ভাই কাজের টিইন ধন্যবাদ

হুম… কাজের জিনিস,কাছের জিনিস.cell phone হারাছে তাতে কী হয়েছে আপনার-আমার সবার বন্ধু আব্বা হুজুর আছে না…

    আব্বু এর কাছ থেকে আমি ২ বছর আগে থেকে কোন টাকা নেয়া বাদ দিয়েছি। নিজের একাডেমী থেকে প্রোগ্রামিং শিখায়ে এবং একটা প্রাইভেট জব করে ভালই চলছে।ধন্যবাদ

Level 0

romel bhai thanks for the nice tune. Bro do u know any tricks about recovering data’s from corrupted usb pen drive?

এখন আমার কাজে লাগছেনা। তো একদিন লাগবেই। অনেক ধন্যবাদ প্রোগ্রামার রোমেল ভাই।

ধন্যবাদ। দরকারী একখান জিনিস।

ধন্যবাদ। দরকারী একখান টিউন।

কষ্টে মইরা যাই, রোমেল ভাইএর মোবাইল হারাইয়া গেছে। আমার ৩ টা মোবাইল । ১ টা দিব নাকি ?

( উল্লেখ্য ২ টা মোবাইলই নষ্ট ! )

    আমাকে ফেসবুক এর এক ফ্রেন্ড একটি মোবাইল দিয়েছে।আমি আসলেই ভাগ্যবান ,আমি অনেকের ভালবাসা পেয়েছি।
    আমার তাই এখন মোবাইল লাগবে না।

    Vhi apni koi thakan ? ato mobile ki virous a mara gasa?

দেখি কাজে লাগাতে পারি কিনা ।

ভাই আমার একটা পেনড্রাইভ write protected. আপনার কথা মত কাজ করলাম but কাজ হয় না .

romel vai anek nice tune hoice…ami apnar kase 1ta soft er crack/patch/serial key er janno help chassi..
soft er name “enounce my speed”
er suvida hlo anek kom bandwith diyeo streem free online tv/live match dekha jai.. 7 diner trail use kore ami er fan hoye gesi bt crack/patch/serial key kothaw passi na. jodi thake dile upokar hoi. my email [email protected]

Level 0

ধন্যবাদ রমেল ভাই আপনাকে টিউনের জন্য । আমার একটি সফট দরকার যে সফট দিয়ে সিডি রাইট করলে আমি সারা আর কেও এই সিডি থেকে কপি করতে পারবেনা । যদি কারো কাছে থাকে তা হলে আমাকে দিবেন প্লিজ আমার মেইল আইডি [email protected]

    ধন্যবাদ ।এরকম একটি কোড আমার কাছে ছিল। কিন্তু কম্পিউটার ফরম্যাট মারার পর সেটি আর খুজে পাই না।পেলে আপনাকে জানাবো।

কাজে আসবে রেখে দিলাম ধন্যবাদ আপনাকে।

সুন্দর টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
কিন্তু বার বার একই প্রশ্ন করতে হচ্ছে দুঃখিত দয়া করে বিরক্ত হবেন্না।
ইহা কি সেভেনে/এক্সপি নাকি দুইটাতেই কাজ করবে।
কষ্ট করে যদি টিউনে উল্যেখ করে দেন নিম্নের টিপসটি কোন অপারেটিং সিষ্টেমে কাজ করবে তাহলে আরো ভাল হয়।

darun holo bozzzzzzzz