জিপির মডেম দিয়ে চেক করুন আপনার ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যন্ডউইথ।

আমরা অনেকেই জিপির মডেম এবং সংযোগ ইউজ  করি। আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব। গ্রামীন ফোন আমাদের দেশের অন্যতম রক্তচোশা কোম্পানী।বিভিন্য ফালতু অফার এর মাধ্যমে আমাদের রক্ত জল করা পয়সা তারা শুশে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যাই হোক তারা আমাদের মহান ইন্টারনেট সেবা প্রদান করে থাকেন,সেই সাথে তারা আমাদের একটি সুদৃশ্য মডেম কিনতে বাধ্য করেন। যাই হোক মডেম না হয় কিনলাম, কিন্তু ব্যলান্স এবং ব্যন্ডউইথ চেক করতে আমাদের ঘাম ছুটে যায়। সিম মোবাইলে ভরে তারপর চেক করতে হয়। কার্ডের মাধ্যমে রিচার্জ করা যায় না ইত্যাদি ইত্যাদি সমস্যা।,কিন্তু তাদের এই সুদৃশ্য মডেমটিতে কিন্তু সব  আধুনিক ফিচার আছে নিউ জেনারেশন মডেম বলা হলেও আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় রাখা হয়েছে,রাখা হয়েছে মানে কি, জিপি করে রেখেছে। জিপির স্বভাব আর কি! এত কম মুল্যে তারা আধুনিক ফিচার সমৃদ্ধ মডেম আমাদের দেবে না। কিছুদিন আগে এক ভাইয়ার কাছে পেলাম একটা জটিল প্লাগইনস যার দ্বারা মডেম এর ব্যলেন্স এবং ব্যন্ডউইথ জানার অপশন আনলক হয়। তাছাড়া আপনি কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। তাই কথা না বলে চলুন ঝটপট ডাউনলোড করে ফেলি ছোট্ট প্লাগইনসটি।

১. প্লাগইনসটি ইন্সটল করার পর দেখবেন মডেমে USSD নামে নতুন একটি অপশন যোগ হয়েছে। ক্লিক করুন।

২. ব্যস চেক করুন আপনার ব্যলেন্স এবং ব্যন্ডউইথ, আর রিচার্জ করুন কার্ডের মাধ্যমে।

ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আকাশ ভাই কাজের টিউন আপনাকে আনেক ধন্যবাদ।

    ধন্যবাদ রাসেল ভাই

bai apnar ta darun hoisa 🙂 ami mobile dia pc ta net chalai 🙂 ami o gp
anyway, apnar thaka kiso janta chai tai ami apna ka akta mail korsi,,,,,reply dila khob khosi hobo plz 🙂

    ধন্যবাদ তানভীর ভাই,আপনার মেইলের উত্তর দেয়া হয়েছে।

    Level 0

    akash vai,thanks for your great tunes.carry on.
    vai,can u help me????????
    i need gp modems software.can u give this?
    please send me gp modems software in this email>>
    [email protected]

    thanks in advance

Level 0

অনেক, অনে্‌ক, অনে্‌ক, সুন্দর টিউন করলেন ভাইয়া ।
সবারই কম বেশি কাজে লাগবে ।
ধন্যবাদ এরকম আরো উপহার চাই, কিন্তু ।

    আপনাকেও অনেক ধন্যবাদ zashid ভাই

    Level 0

    WINDOWS 7 এর আইকন গুলা কি MACK অথবা VISTAR মত রুপ দেওয়া যায় ?
    মানে উপরে অথবা নীচে ।
    যদি জানেন,
    তবে একটু বলবেন কি Pliz.

    দুঃখিত ভাইয়া, আমি এক্সপি ইউজ করি, এবং প্রসেসটি আমার জানা নাই।

চমতকার এক্টী টীওন

    ধন্যবাদ প্রান্তর ভাই।

ধন্যবাদ আকাশ………………

ভাই GP র কথা আর কি বলবো……বাংগালীর রক্তশুন্যতার কারন এই সব প্রতিষ্ঠান।ভারতে পশ্চিম বংগে KFC ব্যবসা করার অনুমিত পেয়েছে ওদের ওখানে প্রতিবন্দি মানুষের চাকরি দেয়ার বিনিময়ে……………………..বুঝেন ঠেলা!!!

    ধন্যবাদ নিপুন ভাই আপনার মুল্যবান মন্তব্যের জন্য।

আমি এ ধরনের কিছু খুজছিলাম। তার জন্য ধন্যবাদ।
আপনার টিউনটি সাজানো খারপ হয়নি। টিউনের শুরুর বানীটা কিন্তু দারুন হয়েছে।

    অনেক ধন্যবাদ সোহাগ ভাই।

আকাশ ভাই এর মাধ্যমে কি এ্যাকটিভ করা যায়, গেলে কিভাবে আর এর আগের মডেলের কি সফট টা আছে , থাকলে লিংক দিবেন। পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ

    দুঃখিত রাশেদ ভাই, আমি আপনার প্রশ্ন পুরোটা বুঝতে পারিনাই। এই প্লাগইনসটির মাধ্যমে আপনি মডেমে USSD নামে একটি অপশন চালু হয় যা আগে ডিএকটিভ করা ছিল। এই USSD এর মাধ্যমে আপনি, আপনার ব্যলেন্স এবং ব্যন্ডউইথ চেক করতে পারবেন। ধন্যবাদ

Level 2

পোষ্ট পেইড এর ব্যাপারে কিছু বলবেন কি?

    দুঃখিত ভাই, আমি পোস্টপেইডের ব্যাপারে কিছু বলতে পারছি না। পরে জানলে অবশ্যই শেয়ার করবো।

কি আর কমু, অসাধারন হইসে, এইটাই তো খুজতেসিলাম।

    ধন্যবাদ শাওন ভাই

বাহ ভালই তো! এবার মোবাইল এ সিম ঢুকান লাগবেনা। ( আর কত বাঁশ খাব ভাই)

    এবার আমাদের বাঁশ দেবার পালা। 🙂

Level 0

ভাই আকাশ এটা কি শুধু জিপি মডেমের জন্য নাকি অন্য মডেমেও হবে।

    ট্রাই করে দেখতে পারেন।

vai,can u help me
i need gp modems software.can u give this?
please send me gp modems software in this email>>

[email protected]

    ইমেইল এ তো .exe ফাইল পাঠানো যায় না। আমি দেখি কি করতে পারি,ফাইল শেয়ারিং সাইটে আপ্লোড করে দিতে হবে। অপেক্ষা করেন

গুড জব , ক্যারি অন ডিয়ার

    ধন্যবাদ ডেসপারেট ইভিনিং ভাই।

আকাশ আমি ভাই ইনেস্টল করলাম কিন্তু অপশন টা তো আসলো না। কেন বলো তো?

    আসার তো কথা, প্লাগইন্স ইন্সটল করার সময় জিপি মডেম আইকন, সিস্টেম ট্রে থেকে সম্পুর্ন ক্লোজ করে নিয়েছিলেন তো? আপনার জিপির মডেম কি পুরান টা না নতুন নিউ জেনারেশন? আমি যে প্লাগইন্স দিয়েছি তা নতুন পুরান দুটোতেই কাজ করার কথা। পুরানটার জন্য অবশ্য একটা প্লাগইন্স আছে,আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখেন কাজ হয় কিনা…

    http://www.mirrorcreator.com/files/XRJMYPWJ/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip_links

    Model: Huawei EG162G
    ডাউনলোড করতে পরছিনা।
    Download Link দিন।

      Link ক্লিক করলে Download হয়া শুরুহয় এমন Link দিলে ভালো হয়।

আমার কাজ হচ্ছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ সুলতানা আপু।

Level 0

thnx a lot bro….its very helpful………..

ভাই অনেক চেস্টা করেউ ডউনলোড করতে পারলাম না। ডউনলোড লিঙ্ক টা কি ঠিক আসে। আমার ইমেইল [email protected]. এই সফট টা আমার খুব ্দরকার। আর আপনাদের কারো কাছে কি অটো ইয়াহু আইডি তৈরি করার কোন সফটওয়ার আসে। থাকলে আমকে ইমেইল এ জানান প্লিজ। আমি আপনার নিকট ক্রিতজ্ঞ থাকব।
ধন্যবাদ

ভাই প্রাগ ইন টা ডাোনেলাড করেত পারলাম না িকভােব করেবা জানােবন
খুব দরকার

মডেম দিয়া কি কল করা জাই

Level 0

ভাই , অনেক অনেক ধন্যবাদ!!!!

vaia ami bartho,software ta install e hosse na onekkkkkkk chesta koreo kisu korte parlam na amr modem er model holo-MZ31 (chaina),ata purono model ki korbo r aktu spacific vabe jodi bolten tobe onek upokar hoto,amr [email protected]

Level 0

windows 8 developer preview তে গ্রামীন মডেম ব্যবহার করতে পারছি না। তাই আপনাদের সাহ্যয্য দরকার

Level 0

ভাই
GP 3g মডেম ZTE mf190 তে কিভাবে কল করা, Balance Check করার অপশন কিভাবে enable korbo??
জানালে উপকার হত।

Download link এ সমস্যা আছে… আপনি নিজে মিডিয়াফায়ার এ ফাইলটি আগে আপলোড করুন তারপর লিঙ্ক আপডেট করুন। যদি সেটা করতে না পারেন দয়া করে পোস্ট টি ডিলেট করে দেন। @ শুভ্র আকাশ