আমরা অনেকেই জিপির মডেম এবং সংযোগ ইউজ করি। আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব। গ্রামীন ফোন আমাদের দেশের অন্যতম রক্তচোশা কোম্পানী।বিভিন্য ফালতু অফার এর মাধ্যমে আমাদের রক্ত জল করা পয়সা তারা শুশে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যাই হোক তারা আমাদের মহান ইন্টারনেট সেবা প্রদান করে থাকেন,সেই সাথে তারা আমাদের একটি সুদৃশ্য মডেম কিনতে বাধ্য করেন। যাই হোক মডেম না হয় কিনলাম, কিন্তু ব্যলান্স এবং ব্যন্ডউইথ চেক করতে আমাদের ঘাম ছুটে যায়। সিম মোবাইলে ভরে তারপর চেক করতে হয়। কার্ডের মাধ্যমে রিচার্জ করা যায় না ইত্যাদি ইত্যাদি সমস্যা।,কিন্তু তাদের এই সুদৃশ্য মডেমটিতে কিন্তু সব আধুনিক ফিচার আছে নিউ জেনারেশন মডেম বলা হলেও আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় রাখা হয়েছে,রাখা হয়েছে মানে কি, জিপি করে রেখেছে। জিপির স্বভাব আর কি! এত কম মুল্যে তারা আধুনিক ফিচার সমৃদ্ধ মডেম আমাদের দেবে না। কিছুদিন আগে এক ভাইয়ার কাছে পেলাম একটা জটিল প্লাগইনস যার দ্বারা মডেম এর ব্যলেন্স এবং ব্যন্ডউইথ জানার অপশন আনলক হয়। তাছাড়া আপনি কার্ডের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। তাই কথা না বলে চলুন ঝটপট ডাউনলোড করে ফেলি ছোট্ট প্লাগইনসটি।
১. প্লাগইনসটি ইন্সটল করার পর দেখবেন মডেমে USSD নামে নতুন একটি অপশন যোগ হয়েছে। ক্লিক করুন।
২. ব্যস চেক করুন আপনার ব্যলেন্স এবং ব্যন্ডউইথ, আর রিচার্জ করুন কার্ডের মাধ্যমে।
ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আকাশ ভাই কাজের টিউন আপনাকে আনেক ধন্যবাদ।