কম্পিউটারে একটানা দীর্ঘ সময় কাজ করলে একসময় কম্পিউটার বেশ স্লো হয়ে যায়। ফলে আমরা যা করি তা হচ্ছে- কম্পিউটারটি রি-স্টার্ট দেয়া। ফলে কম্পিউটার আবার পুরদ্দোমে কাজ শুরু করে। কিন্তু পুরোপুরি কি আগের অবস্থায় ফিরে যায়? কম্পিউটারের কিছু টেম্প ফাইল স্থায়ী ভাবে আপনার কম্পিউটারে বাসা বাঁধে যা Manually Delete করা ছাড়া উপায় নেই। অযথা রি-স্টার্ট না দিয়ে নিচের পদ্ধতিটি টি অনুসরণ করতে পারেন এবং ফিরিয়ে আনতে পারেন আপনার কম্পিউটারের হারানো শক্তি
-
My Computer এ মাউস এর রাইট বাটন চেপে Manage সিলেক্ট করুণ, System Tools>Event Viewer>Application সিলেক্ট করুন দেখবেন অনেকগুলো Warning দেখাবে, মেনুবার থেকে Action>Clear All Events সিলেক্ট করে No তে ক্লিক করুন। Yes ক্লিক করলে সে নোট পেড এ সেভ করতে চাইবে। একই উপায়ে নীচ থেকে Security ও System সিলেক্ট করে ক্লিয়ার করে নিন।
সব উইন্ডো বন্ধ করে এবার Refresh করুন আর পরিবর্তনটা লক্ষ করুন।
ও আরেকটি কথা- temp ফাইল গুলো যেন মুছতে ভূলবেন না। temp file গুলো সহযে এবং একত্রে মুছার জন্য Run এ লিখুন %temp% এবং এন্টার করুন। সবগুলি টেম্প ফাইল একত্রে পেয়ে যাবেন এবং পাঠিয়ে দিন যমের বাড়ীতে। এবং যখনই স্লো মনে হবে এভাবে Clear করুন এবং দেখুন আপনার কম্পিউটার কত সতেজ হয়ে গেছে।
আমি forkan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দিন যায় কথা থাকে
There is no all clear in manu bar action Please helps us. How can get all clear at action menu bar.
this process can be done by a software named c-cleaner…..this software can be downloaded at free from filehippo.com….thank u
Prefetch কি ডিলিট করা উচিত ?
dllcache ডিলিট করাও পুরা safe না।
এই 2টা folder এর কাজ কি তা আগে দেখা উচিত।