এটি এখন একটি ভূয়া অ্যাপ। প্যমেন্ট দেয় না। টিটি কর্তৃপক্ষ এটা ডিলিট করে দিন।
কেমন আছেন টেকটিউন বাসী...? আশা করি ভালো আছেন। টিউনের শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন কি নিয়ে আজকের টিউন...। আজকাল সবাই প্রায় অনলাইনে আয়ের দিকে ঝুকে পড়েছে। যে যেভাবে পারছে সেভাবে আয় করার চেষ্টা করছে। কেউ পারছে কেউ পারছে না। কেন পারছে না...? এটা ভালো করে জানার আগেই গালাগাল দিচ্ছে, বিরক্ত হয়ে ছেড়ে দিচ্ছে চেষ্টা। আয় করতে না পারার মূল কারণই হচ্ছে টেনিক। সেটা ফ্রীল্যান্সিং ই করুন না কেন আর পিটিসি সাইটে যান না কেন। টেকনিক্যালি না এগুলো বিফল তো হবেনই। প্রায়ই আমরা বিভিন্ন লোভনীয় টিউন দেখি। মূলত রেফার নেওয়া বা ট্রাফিক নেওয়াই এইসিব টুয়নের মূল উদ্দেশ্য থাকে। কিন্তু কোনটাতেই পূর্নাঙ্গ গাইডলাইন দেওয়%3য়া থেকে না, থাকে না কোনো টেকনিক।কেউ জেনে জানাতে চায় না আর কেউ তো নিজেই জানে না। এই চেইনটিউনটিতে আমি চেষ্টা করব কয়েকটা মেথড নিয়ে আসার যাতে করে একটাতে যদি আমরা ভালো আয় নাও করতে পারি অন্যটাতে যাতে ভাল্লোভাবে করতে পারি। জানা অজানা টেকনিক নিয়ে হাজির হব এই চেইনটিউনে।
প্রথম পর্বটা আমি সবার কথা মাথায় রেখেই লিখেছি। সবাই সবাই মানে সবাই। যারা পিসি দিয়ে নেট ব্যবহার করেন তাদের জন্য, যাদের পিসি নেই তাদের জন্য এমনকি যারা অনলাই আয় সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্যও।
যাই হোক আজকের টিউনটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। আহা অ্যান্ড্রয়েড অ্যাপ এর নাম শুনে দৌড়ানোর কিছু নাই পুরো টিউনটা পড়ুন তারপর যা করার করবেন। আগেই বলেছি এখানে ব্যাতিক্রমী টিপস আর ট্রিক থাকবে তাই বলা তো যায় না কোনটা কখন কাজে লেগে যায়...। যাই হক টিপ্সে যাওয়ার আগে সফটওয়ার টা সম্পর্কে আর তার ব্যবহার সম্পর্কে জানা যাক।
অ্যাপটার নাম হচ্ছে Azearning. আপনার গুগল প্লে থেকে ডাউনলোড করুন ইনস্টল করে ফেলুন। এখন আপনাকে সাইনআপ করতে হবে। ইমেইল আইডি তো নিশ্চয়ই আছে...? হে হে হে আবার জিগায় এটা ভাবছেন তো...। আগেই বলেছি এই টিউন টা সবার জন্য। অ্যাপটি সম্বন্ধে আগে থেকে জানা থাকলে নিচের দিকে টেকনিক অংশটিতে চলে যান। আর যারা জানেন না তারা পুরোটাই পড়ুন।
অ্যাপটিতে সাইন আপ করলেই পাবেন ২ডলার। আর রেফারেল কোড দিয়ে দিলে পাবেন আরো এক ডলার অর্থাৎ সাইন আপেই পাচ্ছেন ৩ ডলার। সমস্যা হলো এই রেফারেল কোডটা আপনি একবারই বসানোর সুযোগ পাবেন। সুযোগটা হলো সাই আপের সময়। ঐসময় না দিলে পরে আর দিতে পারবেন না। অর্থাৎ ১ ডলার নষ্ট।না আমার এতে লাভ নেই কারণ এই অ্যাপের নিয়ম অনুসারে প্রথম দুইজন রেফারেলের জন্য পাবো ১ ডলার যা মাই ইতিমধ্যে পেয়ে গেছি 😆 😛 । ঢুকার পর সাইনাপ করুন। সাইন আপ করার পরপরই নিচের দিকে ডানপাশে Me তে গেলে ডলার দেখতে পারবেন।
প্রথমে আপনার ইউজার নেইম দিনঃ
পরে আপনার ইমেইল দিনঃ
পরে পাসওয়ার্ড দিনঃ
আমার আরো কয়েকটা টিউনঃ
বায়োমেট্রিক তার সাথে রাজনীতি… কি হবে ভেবে দেখেছেন…? রাজনীতি করেন আর না করেন এটা জানা এবং জানানো কি আপনার কর্তব্য নয়…?
Project Breakthrough.. 14 দিনে লাখপতি…? টাঁকা ঢালার আগে এটা দেখুন…
আসছে ভার্চুয়াল P**N ডিভাইস… কি আজব কাণ্ডকারখানা…
আমি প্রযুক্তি প্রিয় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টাকা কিভাবে দেয়