এক সপ্তাহে ১০০০ ডলার উপার্জন করার নিয়ম

অবাক হওয়ার কিছুই নেই। একসপ্তাহে ১০০০ ডলার তেমন কিছুই না। আমাদের কাছে হয়তো অনেক কিছু। কিন্তু বাহিরের ভালো ভালো দেশগুলোতে ১ হাজার ডলার অতি অল্প টাকা। আজকে আপনাদের সাথে সেই ব্যপারেই টুকটাক কথা বলব। একদম শুরুর কথা থেকে পুরো ব্যাপারটা শেয়ার করব।

সময়টা মেবি ২০০৮ বা ৯ এর দিকের। আমি তখন ওডেস্ক এ অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করি। তারপর ২০১০ এর দিকে নিজের কনফিডেন্সকে দার করানোর পর মোড় নেই Web Application Development এ। এরপর এখন সময় ২০১৬।

সেই প্রথম দিকের ঘটনাঃ ফ্রীল্যান্সিং এ আমি নতুন। নিউজিল্যান্ডের এক ক্লাইন্টের সাথে কাজ করে মজা পেতে থাকি। আওয়ারলি রেট খুব বেশী ছিল না। কিন্তু কাজটি করে বেশ মজাই পাচ্ছিলাম। সেই সাথে নিউজিল্যান্ড নিয়ে অনলাইনে গবেষণা শুরু করলাম। মোটামুটি পরিচিত একটি দেশ বলে মনে হতে শুরু করলো। তাদের দেশের মানুষ গুলোও দেখি বেশ সৎ। এককথায়- ভালো মানুষ।

Web Application Development এ মোড় নেয়ার পর থেকে দীর্ঘ বছর আমি অনলাইন মার্কেটিং এর ধারে কাছে নেই বা ছিলাম না। এমনকি মার্কেটিং রিলেটেড প্রজেক্ট এর অফার এলেও মন সায় দিত না। কেননা, আমি বিশ্বাস করি- প্রফেশনাল বলতে যে কোন একটি বিষয় নিয়ে এগিয়ে যাওয়া। আর Web Application Development এই আমাকে টানে।

হঠাৎ বহু বছর পর আমার সেই নিউজিল্যান্ডের ক্লাইন্ট আমাকে একটি অনলাইন প্রমোশন বা অনলাইন মার্কেটিং রিলেটেড কাজের জন্য অফার করে। হঠাৎ ফিরে গেলাম অতীতে। সেই সময়টি আমার ভয়ংকর টাইপের সময় ছিল। কিন্তু তিনিই আমাকে একটু প্রশান্তির ব্যবস্হা করে দিয়েছিলেন। অনেকটা- জাহান্নামে থাকা অবস্হায় এক গ্লাস ঠান্ডা পানি দেয়ার মতই। তার প্রতি আমি চির কৃ্তজ্ঞ। আর সেই কৃ্তজ্ঞতা বোধ থেকেই তার সাথে কোন কথা ছাড়াই deal করি।

প্রথম যখন ওয়েব সাইটটি নিয়ে কাজ করছিলাম, তখন ফাতরা টাইপের ওয়েব সাইট মনে হয়েছিল। তাই আয়োজন করে কারো সাথে শেয়ার করি নি সেই ওয়েবসাইটটির কথা (কাছের কারো সাথে)। কিন্তু এখন দেখছি ভিন্ন ভাবে। কেননা এটি ফাতরা টাইপের ওয়েবসাইট নয়। এটা বুঝতে একটু সময় লেগেছে এই যা।

কাজের উৎস হওয়া উচিত ভালো লাগা থেকেঃ

কাজের উৎস হওয়া উচিত ভালো লাগা থেকে। আর সেই ওয়েবসাইট টিতে ভালো লাগার মত কোন বিষয় আবিষ্কার করতে পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করেই মনে হয় কিছু ছোট ছোট বিষয় পেলাম, যা কিনা ভালো লাগার একটি কারন হতে পারে। নিচে সেগুলো শেয়ার করার চেষ্টা চালাচ্ছিঃ

  • ইউটিউব ভিডিওঃ আমার ফোনের গান/ভিডিও এর প্লেলিষ্ট আমার আর ভালো লাগেনা। কেননা, আপডেট কোন গান/ভিডিও ফোনের মেমোরি কার্ডে কষ্ট করে ঢুকাতে ইচ্ছে করে না। কারন, এটি এখন- ইউটিউবের দখলে। কিন্তু প্রতিবার পছন্দের ভিডিও গুলো সার্চ করে বের করতে হয়, আর নয়তো- হিস্টরী থেকে বের করে শুনতে হয়। আমার মনে হয় আপনার ক্ষেত্রেও এমনটি হয়।
    --> এই ওয়েবসাইট টিতে  গিয়ে আপনি আপনার পছন্দের গান বা ভিডিও গুলোকে সাজিয়ে নিতে পারেন বা তৈরী করে নিতে পারেন প্লেলিষ্ট। একটু ধৈর্য্য ধরুণ। উপার্জনের ব্যপারটিতে পরে আসছি।
  • ভিডিও মার্কেটিংঃ যার মার্কেটিং নিয়ে কাজ করেন, তাদের নানা রকম ভিডিও এর মাধ্যমে প্রডাক্টস বা সার্ভিস প্রমোট করতে হয়। এমনকি যারা গুগল এ্যডসেন্স ও ইউটিউব ভিডিও নিয়ে কাজ করেন, তাদের জন্যও বেশ উপকারী।
    --> এই ওয়েবসাইট টিতে (ডানে সাইনাপ বাটন দেয়া আছে) আপনার ইউটিবের ভিডিওটির ভিজিটর বাড়াতে সাহায্য করতে পারে।
  • চ্যাটিং এর মাধ্যমে কমিউনিকেশনঃ অনলাইনে কমিউনিকেশন এর মাধ্যমটি বেশ সুপরিচিত এবং জনপ্রিয়। ভালো ভালো দেশের মানুষের সাথে কমিউনিকেশন করে নানা রকম কাজ পাওয়া যায়, যা কিনা মার্কেটপ্লেসের কাজের থেকেও বেশ মজার। ইন্সট্যান্ট পেমেন্ট।ডিরেক্ট কমিউনিকেশন ইত্যাদি... এছাড়াও আরো অনেক কিছুই সম্ভব এই কমিউনিকেশন এর মাধ্যমে।
    --> এই ওয়েবসাইট টিতে (ডানে সাইনাপ বাটন দেয়া আছে) এর বন্দবস্ত আছে।
  • ইমেইল মার্কেটিংঃ নানা রমকম কাজের জন্য ইমেইল মার্কেটিং এর প্রয়োজনীয়তা অপার। এর জন্য কালেক্ট করতে হয় ইমেইল এড্রেস। যত ইমেইল এড্রেস কালেক্ট করতে পারবেন ও সার্ভিস বা অফার সেন্ড করতে পারবেন- সফলতা ততোই উর্ধমুখি।
    --> এই ওয়েবসাইট টিতে (ডানে সাইনাপ বাটন দেয়া আছে) এর বন্দবস্ত আছে। আপনি যাদেরকে ইনভাইট করবেন সাইনআপের জন্য- আপনি তাদের সকলের ইমেইল এড্রেস পেয়ে যাবেন (যদি তারা সাইনআপ করেন)।
  • বিলবোর্ড এ বিজ্ঞাপনঃ আপনি আপনার পয়েন্ট দিয়ে  বিলবোর্ড এ বিজ্ঞাপন দিতে পারবেন যা, এডভার্টাইজমেন্ট এর জন্য বেশ উপকারী।

এক সপ্তাহে ১০০০ ডলার উপার্জন করার নিয়ম

উপরে উল্লেখিত বিষয় গুলো করলেই পাবেন পয়েন্ট। প্রত্যেক সপ্তাহে এই পয়েন্ট গুলোকে অর্জন করতে পারাকেই বলা হচ্ছে গেমস হিসেবে। আপনার প্রোফাইলের ডান সাইডে দেখবেন MY WORLD RANK নামক একটি লেখা। আপনার WORLD RANK #১ থেকে #৩ তে নিয়ে আসুন। আর নিয়ে আসতে পারলেই ১০০০ ডলার পাবেন। কাজটি তেমন কঠিন কিছুই নয়। আমি আমার ক্লাইন্টের একটি প্রফাইলে মাত্র কয়েকদিন কাজ করেছি। আর এখন তার WORLD RANK # 19. সত্যি এটি খুব একটি কঠিন কাজ নয়। অন্তত এক সপ্তাহের জন্য ট্রাই চালাতে পারেন।

Point পাবেন যে ভাবেঃ এখানে প্রত্যেকটি পদে পদে পয়েন্ট উপার্জন করার ব্যবস্থা আছে। এর মধ্যে কিছু হলঃ

  • আপনার ফ্রেন্ড দের ইনভাইট করে সাইনআপ করালে ১০ পয়েন্ট করে (চলতে থাকবে)
  • আপনার ফ্রেন্ড তার নতুন একাউন্ট একটিভ করলেই পাবেন ১০ পয়েন্ট করে
  • আপনার রেফারেন্স এর ফ্রেন্ডরা ইনভাইট করলে ৭ পয়েন্ট করে (চলতে থাকবে)
  • আপনার বিলবোর্ড এ ক্লিক পরলে ১০ পয়েন্ট করে (চলতে থাকবে)
  • প্রত্যেক ১০ বার personal views হলে ৫০ পয়েন্ট করে (চলতে থাকবে)
  • কেউ আপনাকে ফলো করলে এমনকি আপনার ভিডিওগুলো ভিউ হলেও পাবেন পয়েন্ট

এসব চলবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। নিচে আরো কিছু তথ্য শেয়ার করলাম (ছবির মাধ্যমে) আপনাদের জন্য

১-

২-

৩-

৪-

৫-

উপার্জন করা কি খুবই সহজ

অবশ্যই না। উপার্জন করা খুবই সহজ কথা নয়। এজন্য পরিশ্রম করতেই হবে। আর ১০০০ ডলার পেতে হলে আপনাকেও একটু পরিশ্রম করতেই হবে। তাহলে শুরু করে দিন আপনার কাজ। আর কোন সাহায্যের প্রয়োজন হলে আমি তো আছিই। আমি আপনাকে সাহায্য করতে সর্বদাই প্রস্তুূত।

উপার্জন করার জন্য আরো কিছু ওয়েবসাইট- এখানে আছে

Level 3

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনারদের জন্য দারুন সুযোগ, মিস করা একদম ঠিক হবে না
বিস্তারিত: https://www.techtunes.io/tech-talk/tune-id/439233