আপনার কম্পিউটার এ করুন auto refresh

কেমন আছেন? শারীরিক অসুস্থতা +একাডেমী নিয়ে  ব্যাস্ততার কারনে আমি অনেক দিন অনুপুস্থিত ছিলাম।তাই আমি আপনাদের নিকট আন্তরিকভাবে দুঃখিত।

আজ আমি আপনাদের কে শিখাবো কম্পিউটার কে কিভাবে auto refresh করা যায়।

নিচের প্রোগ্রাম টি একটি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr5.reg নামে ।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update]
"UpdateMode"=dword:00000000

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
"NoNetCrawling"=dword:00000000

এবার সেভ করা প্রোগ্রাম টি ডাবল ক্লিক করুন। yes+ok চাপুন। কম্পিউটার restart দিন ১ বার

ব্যাস, এরপর আর আপনাকে কষ্ট করে কম্পিউটার refresh করতে হবে না।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ বাধন ভাই শেয়ার করার জন্য……

দুক্ষিত রুমেল ভাই 🙂 🙂 🙂

ভাই আটো রিফরেশ হলে বুঝবো কিভাবে ?

    কম্পিউটার নিজে করে নিবে । slow না হলে বুঝবেন যে আপনার কম্পিউটার একা একাই refresh করে নিচ্ছে।ধন্যবাদ।

পারলে sr5.reg টি তৈরি করে ডাউনলোডের ব্যবস্থা করে দিন।
উপকৃত হব…..

আমারো প্রশ্ন,
অটো রিপ্রেশ হলে বুঝব কিভাবে,
আমি যদি কোন ব্রাউজার ইউজ করি তবে কি ব্রাউজারও অটো রিফ্রেস হবে কিনা নাকি শুধু কম্পিউটারই অটো রেফ্রেস হবে,
কারন ব্রাউজার অটো রিফ্রেস হলেতো সমস্যা হয়ে যাবে আমি কোন একটি কিছু দেখছি আর এই মুহুর্তে রিফ্রেস হয়ে গেল আবার নতুন করে শুরু করতে হবে তা হলে এবং বিষয়টাও হবে বিরক্তি কর।
ধন্যবাদ রোমেল ভাই।

    slow না হলে বুঝবেন যে আপনার কম্পিউটার একা একাই refresh করে নিচ্ছে।আর এটি কম্পিউটার refresh করবে আপনার ব্রাউজার নয়।তাই কোন সমস্যা হবে না আশা করি।

বিষয়টি আমার কাছে অপরিস্কার।Refresh কখন হবে বুঝবো কেমনে।Reply দেইয়েন কিন্তু watting-এ থাকলাম…!

আমার অপারেটিং সিসটেম সর্বদা রিফ্রেস থাকে। এইসবের দরকার নাই আমার। বলেনতো দেখী আমি কোন অপারেটিং সিসটেম চালাই?

সত্যি করে বলবেন কি এই জানালা এক্সপি এর Refresh দরকার হয় কেন?
আমার ধারনা রিফ্রেশ কখনও কাজে লাগে না।
এটা মানুষের একটা বদঅভ্যাস। জানালা যারা ইউজ করেন তারাই এই অভ্যাসের শিকার বেশি হন।

    Level 0

    হায় হায়রে মাসপি ভাই, আপনি অপারেটিং সিস্টেমকে শেষ মহুর্তে জানালা বানিয়ে দিলেন!

    refresh করে নিলে কম্পিউটার এ এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার অথবা এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভ এ যেতে সময় কম লাগে।

Level 0

onek onek sundor akta tune.
Represh niea er age o tune hoise. But konta basi karjokari buje utte parsi na? Tobe apnar ta khub sundor.

যারা Refresh পাগলা তাদের দিন ফুরাল। ধন্যবাদ রোমেল ভাই।

লিনাক্স হয়ে যাবে তো!!!!!!!!!!!