সকলকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজ আমি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব।
কোন একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রাতিষ্ঠানিক দায়িত্ব সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যাস্ত থাকে। এ দায়িত্ব পালনে সে দেশের সশস্ত্র বাহিনী সর্বাত্বকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করে। আমাদের দেশের রয়েছে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী। আমাদের সাহসী ও দূর্বার সশস্ত্র বাহিনী আমাদের গর্ব। আমাদের সশস্ত্র বাহিনীর রয়েছে তিনটি বিভাগ। এ তিনটি বিভাগ হচ্ছে-
- ১.সেনা বাহিনী;
- ২.নৌ-বাহিনী এবং
- ৩.বিমান বাহিনী
এ তিনটি বাহিনীর সদর দপ্তরই ঢাকায় অবস্থিত। নিম্নে সশস্ত্র বাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি প্রদান করা হল”
- ১.বাংলাদেশে জাতীয় সংহতি দিবস পালন করা হয়-৭ নভেম্বর।
- ২.বাংলাদেশে প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়-২১ নভেম্বর।
- ৩.বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তর অবস্থিত-১৬০, কাকরাইল, ঢাকা-১০০০।
- ৪.বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে আসছে। -১৯৮৮ সাল।
- ৫.বাংলাদেশ প্রথম কাজ করে United Nation Iran-Iraq Military Observer Group (UNIMOG) মিশনে.
.
- ৬.বাংলাদেশে এ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছে-৪৫টি।
- ৭.বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্য রয়েছে-১২ দেশে ১৩টি মিশন।
- ৮. জাতিসংঘের মিশনে বাংলাদেশি নারীরা প্রথম অংশগ্রহণ করে- UNIAET (পূর্ব তিমূর)।
- ৯.শিখা অীনর্বাণ অবস্থিত-ঢাকা, সেনানিবাসে।
- ১০.সেনা কল্যাণ ভবন অবস্থিত-ঢাকা, মতিঝিল।
- ১১.বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ-ফিল্ড মার্শাল।
- ১২.বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদ-মার্শাল অব দ্য এয়ার ফোর্স।
- ১৩.বাংলাদেশ নৌ বাহিনীর সর্বোচ্চ পদ-এডমিরাল অব দ্য ফ্লিট।
- ১৪.সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌ-বাহিনীর পদ-এডমিরাল।
- ১৫.সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের বিমান বাহিনীর পদ-এয়ার মার্শাল।
- ১৬.বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের পদবী-জেনারেল।
- ১৭.বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবী-এয়ার মার্শাল।
- ১৮.বর্তমানে বাংলাদেশের নৌ-বাহিনীর প্রধানের পদবী ভাইস এডমিরাল।
- ১৯.’টাস্কফোর্স’ হলো সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল।
- ২০. ISSB হলো-সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড
- ২১. ISSB এর পূর্ণরূপ- Inter Service Selection Board .
- ২২. ব্ল্যাক আউট হলো-গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানো।
- ২৩. ’কো সাউথ-৯৮ হলো-বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।
- ২৪.বাংলাদেশ বিমান বাহিনীতে ’মিগ-২৯’ সংযোজিত হয়-২৩ মার্চ, ২০০০ সালে।
- ২৫. বাংলাদেশ ’মিগ-২৯’ যুদ্ধ বিমান ক্রয় করে রাশিয়া থেকে।
- ২৬.প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে বলে-বেলআউট।
আজ এই পর্যন্ত। আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ততক্ষন ভালো থাকবেন সুস্থ থাকবেন।