নেটের ভাইরাস বা ম্যালওয়্যার থেকে মুক্ত থাকুন সহজে

ব্নধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন সবাই। আজ কে আমি আপনাদের পরিচয় করে দেব এমন একটি এড অনসের সাথে যা ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই নেটের ভাইরাল সাইটগুলোকে আগে থেকেই চিহ্নিত করতে পারবেন বা নেটের ভাইরাস বা ম্যালওয়্যার থেকে মুক্ত থাকতে পারবেন। এর মাধ্যমে কোনো ভাইরাল সাইট ভিজিট করতে গেলেই এই এড অনটি আপনাকে জানিয়ে দেবে যে, এই সাইটটি আপনার জন্য বিপজ্জনক কিনা। কি নাম সেই এড অনটির ? বন্ধুরা, এড অনটির নাম WOT বা  Web Of  Trust

এখন ভাবছে  কোথায় পাবেন এই এড অন- চিন্তার কারন নেই আমি আছি তো-

ভিজিট করুন এই এড্রেসে  WEB OF TRUST

নিচের মত পাবেন-

এবার ADD TO FAIREFOX এ ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন।

Download শেষ হয়ে গেলে এবার ইন্সটল করুন বাস এবার আপনার ব্রাউজার টি কে একবার রিস্টাট করে নিন।

ঠিকমত ইন্সটল করার পরে নিচের মত পাবেন ব্রাউজারের উপরের অংশে।

কোনো পেজ খোলা থাকা অবস্থায় যদি এই রিংটার রঙ সবুজ তার অর্থ হল সাইটটা নিরাপদ। যদি রিং এর রঙ লাল হয়

তবে বুঝতে হবে সাইটটাতে ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে। সেক্ষেত্রে আপনি নিচের মত ওয়ার্নিং বা সতর্কবানী পাবেন।

তবে আপনি যদি জেনেশুনে বিষ পান করতে চান তবে এই নোটিশটিকে ignore করতে পারেন।

বন্ধুরা আজ এ পর্যন্তই। হ্যপি ব্রাউজিং।

সবাই ভালো থাকবেন ধ্যনবাদ

Level 1

আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক আগে থেকে ব্যাবহার করছি ।টিউন করার জন্য ধন্যবাদ ।