বিসমিল্লাহহির রাহমানির রাহিম।আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। গত টিউনে আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন সম্পর্কে একটু আধটু লিখেছিলাম।
আজ প্রথমদিনের টেস্ট সমূহ সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক।
’চেস্ট নাম্বার’ দেয়ার পর সবাইকে লাইন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে একটি বড় হলরুমে। এখানে হবে I.Q. পরীক্ষা। I.Q. পরীক্ষা হলো এ পর্যায়ের প্রথম পরীক্ষা।
পরীক্ষার্থীকে মনে রাখা প্রয়োজন হল রুমের অভ্যন্তরে প্রবেশের পূর্বেই Toilet সেরে হাত মুখ মুখে Fresh হয়ে নেয়া দরকার। কেননা, হেঁটে আসার শ্রান্তির অপনোদন হবে হাতে মুখে পানি দিলে। তদুপরি দীর্ঘক্ষণ জটিল I.Q. পরীক্ষা দেয়ার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে।
I.Q. পরীক্ষার পর বিরতি। এ সময় প্রার্থীদেরকে হালকা নাস্তা ও চা সরবরাহ করা হবে। এই Tea Break শেষ হলেই সকল প্রার্থীকে পুনরায় পুর্বোক্ত হলরুমে নিয়ে যাওয়া হবে।
এ পর্যায়ে সকল প্রার্থীকে এক তা কাগজ সরবরাহ করা হবে। তাকে নির্ধারিত (অনূর্ধ্ব ২৫ মি.) সময়ের মধ্যে Personal Memorable incident বা দেশের চলতি সমস্যার উপর একটি রচনা লিখতে দেয়া হবে। এ পরীক্ষার সাথে সাথেই প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা শেষে পূর্বের মতই লাইন করিয়ে Duty officer সকলকে নিয়ে দূরবর্তী ব্যারাকে পৌছাবেন। সেখানে প্রার্থীরা I.Q. পরীক্ষা ফলাফল দেয়ার পূর্ব মতই পর্যন্ত রুমে বসে অপেক্ষা করবে।
এরপর বাঁশী বেজে উঠবে। সকল প্রার্থীকে উঠে লাইন করে দাঁড়াতে হবে। তখনই I.Q. পরীক্ষার ফলাফল জানানো হবে। যারা I.Q. পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নি শুধু তাদের Chest Number ডাকা হয়। অর্থাৎ যাদের Number ডাকা হল তারা বাতিল হল। এ পদ্ধতিটিকে Screen Out করা/হওয়া বলে।
I.Q. পরীক্ষার ফলাফল ঘোষণা বা Screen Out কার্যক্রমের পর পরই সবাইকে দুপুরের খানা খেতে হয়।
খাওয়ার পর Screen Out প্রার্থীরা যাতায়াত ভাড়া নিয়ে ব্যারাক ত্যাগ করবে এবং বাকি প্রার্থীরা PPDT পরীক্ষা দিবে।
আমি মো হৃদয় হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।