ডিফেন্স গাইড [পর্ব-০৬] :: আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন

ডিফেন্স গাইড

সবাই কে সালাম ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। বেশ কিছুদিন হয়ে গেল লিখতে সময় পাই নাই। আজ একটু বসলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। একটু ধৈয্য ধরে মনোযোগ দিয়ে পড়ুন আশা করি আপনাদের ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাক

Duty Officer  এর স্বাগত সম্ভাষণঃ

ISSB এর জন্যে উপস্থিত হওয়ার নির্দেশনা সম্বলিত চিঠিতে সন্ধ্যায় ব্যারাকে/নির্ধারিত স্থানে পৌছাতে বলা হলে তার পরের দিন সকালে বা ’কল আপ’ চিঠিতে সকালে নির্ধারিত স্থান/ব্যারাকে পৌছাতে বলা হলে তার কিছুক্ষণ পর নির্ধারিত সময়ে একজন  Duty Officer  সকল প্রার্থীকে লাইনে দাঁড় করাবেন।

Duty Officer  লাইন দাঁড়ানো প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলবেন। মনোযোগ দিয়ে তা শোনা দরকার। মূলত পরবর্তী টেস্ট সমূহে কি কি করতে হবে, কেমন আচরণ করতে হবে ইত্যাদি বিষয়ে তিনি কথা বলবেন।

Temporary Chest Number

এরপর Duty Officer  প্রত্যেক প্রার্থীকে একটি করে ’চেস্ট নাম্বার’ দেবেন। এটি কাপড়ে লেখা একটি সংখ্যা। এটি এমনভাবে গলায় ঝুলাতে হবে যেন সামানে এবং পেছন থেকে এই নম্বর দেখা যায়। এটিকে Temporary Chest Number বলে। এখন থেকে প্রত্যেক প্রতিযোগী তার Chest Number  দিয়ে পরিচিত হবে।

আমার এই ক্ষুদ্র তথ্য যদি আপনাদের কোনো উপকারে আসে তবেই আমার লেখার স্বার্থকতা। আমি চেষ্টা করছি আপনাদের পরিপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য। জানি শত চেষ্টার পর ও অনেক ভুল ত্রুটি থেকে যায়। আপনাদের কোথাও ভুল মনে হলে আমাকে টিউমেন্ট করে জানাবেন আমি সংশোধন করে নিবো। আজ এই পর্যন্ত আগামী টিউন পড়ার আমন্ত্রন রইল।

Level 0

আমি মো হৃদয় হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস