প্রত্যেকের জন্য একটি চরম সতর্ক বার্তা !!! যেভাবে হোক সব্বাইকে শেয়ার করে জানিয়ে দিন, আর এক্ষুনি বন্ধ করুন, বায়োমেট্রিক্স নামক চরম ফাঁদ, বয়ে আনতে পারে আপনার পরিবারে চরম কান্নার ঢেউ…!!

দেখুন আমরা কত বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি, লেখা গুলো একটু কষ্ট করে পড়ুন, তাহলেই বুঝতে পারবেন
খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে!

ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি?
ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে

অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছে আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে....

ইহা কি সম্ভব?
.
অসম্ভবের কিছু নাই, আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটি তুলে দিচ্ছেন বিদেশী চোরদের কাছে, এই লিলিপুটদের কাছ থেকে হ্যাকিং করা কোন ব্যাপার?

কিন্তু ম্যাডাম তারানা হালিম যে বললো আঙ্গুলের ছাপ সেভ রাখা হচ্ছেনা?

সিম কোম্পানি গুলোর ভেরিফিকেইশন করার জন্য হলেও সার্ভারে জমা রাখতে হয়, ধরুন সিকিউরিটি লেয়ার তৈরি করা কর্পোরেট ডাটাবেইজের আড়ালে সব লুকিয়ে রাখলে, তখন যদি ম্যালওয়ার বা রুটকিটের সাহায্যে সকল ডাটাবেজ ডাউনলোড করে রাখে, সেটার খবর গভর্নমেন্ট কিভাবে নিবে?

তাতে সমস্যা কি??

সমস্যা না বুঝলে মুড়ি খান, এয়ারটেল যদি তাদের গোয়েন্দা সংস্থা "র" এর কাছে সব তথ্য দিয়ে দেয়, গ্রামীণফোন যদি সিআইএর কাছে আপনার আঙ্গুলের ছাপ বিক্রি করে, কাল যদি ভারতে কোন হামলা হয়, কিংবা ইংল্যান্ডে আত্মঘাতী আঘাত করে কেউ, দোষটা আপনার ঘাড়ে পড়লে মোটেও আশ্চর্য হওয়ার কিছু নেই

আর যদি বিদেশে নিয়মিত যাওয়া আসা থাকে, তাইলে
(কবি এখানে নিরব)

অথবা কেউ আপনার হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সিম/ফোন চুরি করে নিয়ে গিয়ে কোনো হত্যাকান্ড ঘটালে...বাসায় এসে আপনাকেই চ্যাংদোলা করে নিয়ে যাবে


মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ। এ তথ্য নিজস্ব ও রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র শুধু এটা প্রটেক্ট করতে পারে বা স্টোর করতে পারে। ওই ডেটাবেজ থেকে যদি কেউ পেয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ক্রাইম।
.
আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। রিস্কটা হলো অন্য একটা অজানা লোক আপনাকে ইমপার্সনেট করতে পারে সে প্রিটেন্ড করতে পারে যে আপনি অমুক বা আপনি তমুক।
.
কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া বিদেশী চোর সিম কোম্পানি গুলো নিশ্চই আপনার আমার দুলাভাই লাগেনা????
(কবি আবার নিরব)
.
হ্যাঁ, তারানা হালিম বলেছে আঙুলের ছাপের অপব্যবহার করলে ফোন কোম্পানির ৩০০ কোটি টাকা জরিমানা  LOL। যেই সিম কোম্পানি হাজার কোটি টাকা কর ফাঁকি দেয় তারা দিবে জরিমানা pacman emoticon

প্রশ্ন করতে পারেন তাইলে কি করবো? সিম তো বন্ধ করে দিবে

কাঁক যেমন ভাতের কাঁঙ্গাল, তেমনি মোবাইল কোম্পানি গ্রাহকের কাঁঙ্গাল।

৬ কোটি সিম বন্ধ করার মত কলিজা মোবাইল কোম্পানি গুলোর আছে???

এ বিষয়ে কারো দ্বিমত থাকলে আমার সাথে তর্কে আসতে পারেন... My FB ID

Level 0

আমি রেজাউল ইসলাম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 190 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Tuner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক বলছেন

ভাই, কপি মারছেন ভালো কথা। কিন্তু, আসল লেখা টা যার তার তো প্রাপ্য আহে তাই না। অন্তত তার ক্রেডিট দিতে পারতেন। বায়োমেট্রিক এর এই আন্দোলন থামানোর আগে আপনাদের মতো ধান্দাবাজ কপিপেস্ট কারীদের থামানো উচিত। আপনি আরো ভয়ংকর। কাল না জানি আমার লেখা কপি করে পোস্ট কএন। টামেন্ট ডিলেট না করে পারলে যথাযথ উত্তর দিবেন।

    সত্যি ভাই এই হচ্ছ্যে বাঙালির দোষ কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাড়াবার আগে নিজেদের মিলে মিসে এক হতে হয়। কিন্তু আমাওরা বঙালিরা যদ্ধু করতে গিয়ে নিজেদের মধ্যেই আগে কুপাকুপি শুরু করে দিয়।
    @শেখ রাশেদুজ্জামান ভাই ও ঠিক একই কাজ করছেন।
    এখানে পোস্টটি কপি বা নিজের লেখা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কিন্তু নিজের পিছনে যে আছোলা ঢুকছে সেটা একবার ও ভাবছেন না,
    আর এ ভাই যখন যখন কোনো জনমত গড়ে ওয়ঠে তখন সবাই সবাই কে কপি করেই গড়ে ওঠে কারন একি শুরে গান না গাইলে সে গান আর গান থাকে না,
    তাই আপনাকে একটা কথা জিগেস করছি ভাবি যে এই পোস্টি কপি পেস্ট এর বিষয় টা বেসি গুরুত্বপুর্ন নাকি পোস্টের মুল বক্তব্যটি বেসি গুরুত্ব পুর্ন??

      ভাই, আপনি বেশীই বুঝেন। আমি কপি পেস্ট করাটাকে দোষের বলি নি। এটা প্রয়োজনে হতেই পারে। কিন্তু লেখাটা কার, সেটা উল্লেখ করা ভদ্রতা। আর এই সিদ্ধান্ত সরকারের। আপনি চাইলেও এর বাইরে যেতে পারবেন না। আছোলা না, ডজন বাশ ও সরকার দিতে পারে। কিন্তু সাধারন জনগন তাই মানে। আজাইরা।

    সত্যি ভাই এই হচ্ছ্যে বাঙালির দোষ কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাড়াবার আগে নিজেদের মিলে মিসে এক হতে হয়। কিন্তু আমাওরা বঙালিরা যদ্ধু করতে গিয়ে নিজেদের মধ্যেই আগে কুপাকুপি শুরু করে দিয়।
    @শেখ রাশেদুজ্জামান ভাই ও ঠিক একই কাজ করছেন।
    এখানে পোস্টটি কপি বা নিজের লেখা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কিন্তু নিজের পিছনে যে আছোলা ঢুকছে সেটা একবার ও ভাবছেন না,
    আর এ ভাই যখন যখন কোনো জনমত গড়ে ওয়ঠে তখন সবাই সবাই কে কপি করেই গড়ে ওঠে কারন একি শুরে গান না গাইলে সে গান আর গান থাকে না,
    তাই আপনাকে একটা কথা জিগেস করছি ভাবি যে এই পোস্টি কপি পেস্ট এর বিষয় টা বেসি গুরুত্বপুর্ন নাকি পোস্টের মুল বক্তব্যটি বেসি গুরুত্ব পুর্ন??

    এই কথার মাধ্যমে বুঝলাম, আপনি নিজেকে খুব বড় লেখক বা মন্ত্রী মনে করেন। এই পোস্টের লেখকের নাম বলে দিন, আমি এডিট করে তার ক্রেডিট দিচ্ছি। নিজের স্বার্থের জন্য নয়, সকলকে সতর্কতার জন্য শেয়ার করেছি। ভালো না লাগলে চোখে একটু সুপার গ্লু লাগিয়ে রাখতে পারেন ভাই, এই লেখাটি আপনার মত পকেট ছেড়া পন্ডিতের জন্য নয়, আপনার মত ফালতু, বাজে মাইন্ডের মানুষের কারনেই বাংলাদেশে এত দুর্গন্ধ যুক্ত আবর্জনা। আমি আপনাকে একটা ফ্রী উপদেশ দিব। সেটা হলো – আগে তলদেশ সামলা

    Level 0

    like

hello vhi apne think. bolesen

https://www.facebook.com/BloggerNillshalu/posts/1692285761036506

মিঃ রেজা, নিজেকে বড় পন্ডিত মনে করি না। আপনি পোস্টটি নীল সালু ভাইয়ার টাইমলাইন থেকে কপি করেছেন। আর কথা বলায় আপনি আমাকে যথেচ্ছা অপমানের চেষ্টা করেছেন। যাই হোক, পোস্টের লিংক দিয়ে দিলাম। এবার কি বলবেন? আপনিই নীলসালু? নিজেকে মন্ত্রী ভাবার কোনো প্রশ্ন আসে না। আমি নিজে কে একজন সৎ এবং সুনাগরিক মনে করি। আপনা তো পুরাই ভেজাইল্যা। আমরা বাজে মাইন্ডের মানুষ হলে আপনি কি এবার ভাবুন রেজা ভাইয়া?

কথা বলে না, চোরের মায়ের বড় গলা। আপনার তাই হয়েছে। নিজে চুরি করেছেন আর অন্যকে তলদেশ সামলাতে বলছে। তো ইডিট করে ক্রেডিট টা দিন। আর সাহস থাকলে কমেন্ট টা ডিলেট করবেন না। সবাই দেখুক, কে আবর্জনা আর কে গন্ধ ছড়ায়।

মিঃ রিপন শাহজি , মিঃ ওয়ালীউল্লাহ – অহেতুক অন্যকে খাটো করার চেষ্টা করবেন না। না জেনেই খুব সাধারনত কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করে না।

আমি আবারো বলছি, আমি লেখা কপি করাটা খারাপ বলিনি। খারাপ বলেছি – অন্যের লেখা কপি করেছেন, অন্তত তার ক্রেডিট টা দিয়েন। সবাই বিচার করুক।

    @শেখ ভাই আপনি আমার কথা হয়ত এখনো বুঝতে পারেন নি তাই আবার বলছি,
    এখানে কপি করেছে পোস্টী আর ক্রেডিট ও দেয় নি আমি মানছি, কিন্তু এটা করে সে কোনো অপরাধ বা খারাপ কাজ কিছুই করেননি কারন ওপরাধ আপনার আপনি তো ওই পোস্টি ২৩ তারিখে পড়ে ছিলেন তাই না?? তাহলে এই পোস্টটা আপনাকে সেয়ার করা উচিত ছিলোচ, কিন্তু আপনি করেননি কারন নীল ভাইএর পোস্টি আপনার মোটেও ভালো লাগেনি হয়তো, রেজাউল ভাই এর ভালো লেগছে এবং তার মনে ঠেকেছে যে না শুধু ফেসবুকের বন্ধুদের না টেকটিউন্সের মত মঙচে এটা পারকাশ করাউচিত, কারন সেখানেও তো লাখ লাখ বাংলাদেশি আছে তারাও তো এটা সম্পর্কে জানতে পারবে, তাই রেজাউল ভাই চুরি করুক আর জাইবা করুক কিন্তুউ তিনি তো এই অঙিকার টা সবার সামনে তুলে ধরেছেন আপনি তো ধরেননি, কিন্তু যে একজন করল সেই আপনার বড়ো কষ্ট হতে লাগল যে এখানে তার ক্রেডিট দেওইয়া হয়নি কেন।কপি পেস্ট আমি ও সহ্য করিনা, আমার ও গা জ্বালা করে যখন দেখি আমার পোস্ট কপি হচ্ছে। কিন্তু যখন দেশের নিয়ে এমন পোস্ট লিখতাম তাহলে হাজার কপি করলেও আমার কোনো দায় আসতো না, নীল ভাই এই পোস্ট টা লিখেছিলেন বাংলাদেশের জনগন কে একটি বিপদ থেকে সাবধান করতে???, বাংলাদেহের নাগরিকদের জাগ্রত করতে???, না কি তার ক্রেডিট অর্জন করতে @শেখ রাশেদুজ্জামান ভাই???

    আমি তো এটা নীলসালু থেকে পাই নি? তাহলে কি হবে মিচ রাচেদুজ্জামান? আমি তো আমার এক ফেসবুক বন্ধুর ওয়ালে পেয়েছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি পোষ্ট টা পাওয়ার পর টিভিতে বিজ্ঞাপন দিবো? এই পোস্টের আসল লেখক কে অতি শিঘ্রই যোগাযোগ করুন। ??

নীলসালু ভাইয়ার পোস্টটির একটি স্ক্রিনশট মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম । লিংকে পেতে সমস্যা হলে দেখে নিন। http://www.mediafire.com/view/4hx15sln0x5itpn/nil.png

এখানে আপনার মত ভিত মানুষগুলোর জন্যি আজ বাংলাদেশের এই অবস্থা, পোস্টি করা হল সবাই কে একহয়ে এর বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য, আর আপনি তার আগে থেকেই বলা শুরু করে দিয়েছেন “আছোলা না, ডজন বাশ ও সরকার দিতে পারে। কিন্তু সাধারন জনগন তাই মানে। ”
ভাই সবায় আপনার মত যদি হয় তাহলে বাংলাদেশের জারা কথায় কথায় বলে যে এক একটা বাঙালি এক একটা বাঘের বাচ্চা, এবং সবায় জানেও বটে যে বাঙালি সত্যিই বাঘের বাচ্চা, সুধু আপনিই একজন বিড়াল ছানার মত কথা বলছেন “আছোলা না, ডজন বাশ ও সরকার দিতে পারে। কিন্তু সাধারন জনগন তাই মানে।”

    আমি ভীত, ভালো কথা। আপনি কি এখনো সিম রেজিষ্ট্রেশন করেন নি? নিজের কাজ ঠিকি সারছেন। কারন, সরকারী নীতি মানতে আপনিও বাধ্য। তো কতো বড় বাঘের বাচ্চা আপনি যে তারানা আপার তাইরে নাইরে কথার অবাধ্য হবেন?

আর লজ্জা করে না ভাই আপনার??? এই কথা বলতে যে
“আমি একজন সৎ মানুষ, একজন ভদ্র মানুষ” ?????
এখানে দেশের সরকার এত বড় একটা কান্ড করছে এওত বড় একটা অন্যয় করছে কয় সেখানে তো আপনি আপনার সততা দেখাননি, কিন্তু যেই একজন মানুষ একটি পোস্ট কপি করল তার বিরোধিতা করতে সেই আপনার সততা উথলে পড়ছে????
আর এই লোকটা সরকারের থেকেও বিপদ জনক হয়ে গেল আপনার কাছে???
ভাই বলে রাখি যে এওটা কিন্তু কনো সৎ মানুষের চরিত্রে থাকে না, যারা সরকারে গোলামি করে তারাই এ ধরনের কথা বলে “”আছোলা না, ডজন বাশ ও সরকার দিতে পারে। কিন্তু সাধারন জনগন তাই মানে।””

    আশ্চর্য, লজ্জা পাবার কি আছে এখানে? এতো বড় একটা কান্ডতে আপনিও ও তো সায় দিচ্ছেন। ব্রাশা ফায়ারের ভয়ে রাস্তায় নামছেন না? নামুন, আন্দোলন করুন, অনশন করুন।

Level New

আমার নিবণ্দন করা হয়ে গেছে এখন আমি কি করি। সলুসন পিলিজ.

    আপনার বিজ্ঞ ভাইয়ারা নিজেরাও নিবন্ধন করে বসে আছেন। তাই তারা আর কি সলুশ্যন দিবেন! যান, সরকার কে বলুন, আমার আগের আঙ্গুলের ছাপ ফিরায়া দে!

      না জেনে কথা বলার অভ্যাস টা নিশ্চয়ই বাবা মা শেখায়েছেন আপনাকে?
      আপনি শুধরানোর আগে আপনার বাবা মা কে শুধরাতে বলুন।

Level 0

ভাই, আপনারা কথা চালাচালি বন্ধ করুন এবং বলুন যারা রেজিস্তেশন করসে এখন তারা কি করবে । *** *** রেজিস্তেশন বানান টা অভ্র দিয়ে লেখতে পারলাম না ***********

    আপাতত নিজেকে ঝামেলা মুক্ত মনে করুন। সামনে মবাইল ফোন রেজিষ্ট্রেশন এর জন্য কাগজপত্র ঠিক করে রাখুন।

      “আপাতত নিজেকে ঝামেলা মুক্ত মনে করুন” এই কথা টা না বলে বলতে পারতেন “দ্রুত বায়োমেট্রিক্স ভেরিফায় করুন”
      আপনাকে দেশের মানুষ না ভেবে একটা জানোয়ার ভাবতে দারুন লাগছে।

আসলে মানলাম সে কপি করচে কিন্ত এই সময়ে তার কপি করা উত্তম। মুলত জিনি লেখক আর কপি কারক উভয়ের এক উদ্দেশ্য।তাই জনগনের সস্পদ জাতে নষ্ট না হয় তাই করতে হবে।

    আমি তার কপি করাটাকে দোষের বলি নি আজিজ ভাইয়া। আমার এর আগের কমেন্ট গুলও দেখতে পারেন। আমি শুধু বলেছি ইডিট করে যার লেখা থেকে কপি করেছেন তার নামটা বা লিংকটা মেনশন করে দিতে। তা থেকে কি যে শুরু করছে এরা।

      শেখ ভাই আমি তোমাদের মতো লোক নয় যে রাস্তায় গিয়ে ভুক হারতাল করব, পড়ালেখা জানি আইন কানুনও প্রায় জানি তায় আমাদের দেশে এমন কোনো কিছু হলে তার ব্যন্ড বাজিয়ে ছেড়ে দিতাম, যত দিন বাংলা দেশে আপনাদের মত পিছু টান নেওয়া লোকজন থাকবে ততো দিন বাংলাদেশে কোনো কেও সঠিক অধিকার পাবেনা, কারন ৭১ তোমরা স্বাধিন তো হয়েছিলে কিন্তু বিদেশিদের কাছ থকে স্বাধিন হয়ে দেশের কিছু কুলোকেদের ফাদে পড়ে আবার পরাধিন হয়ে গেছে, তাই বাংলা দেশে সাধারন মানুষের ক্ষমতা বলে কিছু নেই, এবং সে জন্যই যখন কোনো অন্যয়ের বিরুদ্ধে রুখে দাড়াতে বলা হয় তখন আপনার মতো ভাই রা ভয় পেয়ে পছিয়ে যায়, দোষ টা আপনার ও নেয়,
      কিন্তু আমি ভিন দেশের লোক হয়ে ও তোমাদের দেশের অন্যইর বিরুদ্ধে আওজ তুলেছি, আরি তুমি তোমার নিজের দেশের লোক হয়েও আওজ তোলা তো দুরের কথা, ও ব্যপারে কোনো কথাও বললে না? ছি!!
      ও সব বাদ দিয়ে তোমার কাছে এই কপি করেছে কিন্তু নাম দেয়নি এটার বিরুদ্ধে ভালোয় আওজ তুলছো কারন তুমি জানো যে এখানে নিজেদের মদ্ধ্যে তো ঝামেলা করলে কেও আমায় বারি ঝামেলা করতে আসবে না, কিন্তু যদি দেশের হয়ে কিছু বলি আর যদি বায় চান্স আমার নাম কেও পেয়ে যায়…………।
      কাপুরুষ কোথাকার…… লজ্জা করেনা?????????? যে পাতে খাও সেই পাতে থুতু ফেলো??
      ছোটো বেলাই সেই পাচঁ লাঠি ভাঙ্গার গল্প শুনোনি??
      একটা লাঠি থাকলে যে কেও তাকে ভাঙতে পারে কিন্তু একই লাটি যদি পাচঁটা একসাথে কেও ভাঙতে আসলে একটু ঠেলা আছে,
      সেই রকম ই শুধু একা আওজ করলে যে কেও তা চাপা দিতে পার৩,
      কিন্তু তুমি আর পাচজন মিলে আওজ তোলো তো দেখি কার কত জোর আছে যে তোমাদের আওজ চাপাদিতে পারে???
      তোমাদের দেশে জনগন বেশি নাকি নেতারা বেশি??
      আসা করি আমার কথা গুলো তোমার মোনের গভিরে পৌছেছে, আর যদি তাও না হয় ঠিক আছে বাচে থাকো চোরের মতো জিবন নিয়ে আর করতে থাক দেশের বদলে কপি পেস্ট বন্ধ করার পিছনে।

      খুব সাধু সাজলেন, এ রকম স্বভাব অনেক ভন্ড/ লুচ্চা পীরের মাঝে দেখা যায়। কিছু করেও স্বীকার না করা। হা হা হা।। আপনার প্রথম কমেন্ট হুবাহু তুলে দিলাম। বোল্ড করা টেক্সট দেখুন সবাই ” ভাই, কপি মারছেন ভালো কথা। কিন্তু, আসল লেখা টা যার তার তো প্রাপ্য আহে তাই না। অন্তত তার ক্রেডিট দিতে পারতেন। বায়োমেট্রিক এর এই আন্দোলন থামানোর আগে আপনাদের মতো ধান্দাবাজ কপিপেস্ট কারীদের থামানো উচিত। আপনি আরো ভয়ংকর। কাল না জানি আমার লেখা কপি করে পোস্ট কএন। টামেন্ট ডিলেট না করে পারলে যথাযথ উত্তর দিবেন।”

এখানে কমেন্ট কারী সকলেই যে শুধু সরকারকে হেয় করার জন্য এসব লিখছে তা সু স্পষ্ট, যখন প্রায় অধিকাংস সিম রেজিঃ হয়ে গেছে সেখানে মানুষের মনে আজাইরা প্যাচ লাগানোর পায়তারা, আপনেরা কি ছাগু বংসের কেউ?

যারা রেজিশট্রেশন করছে তারা নিজেদের। ভুল নিজেরাই করেছে জেনেই তো করেছে তা না হলে নিজের এক মাএ security যেটা কিনা একান্ত সম্পদ সেটা দিয়ে দিচ্ছে।।।।।। ।।।।।। ।।।।

ভাই, আমিও আপনার সাথে একমত। এইরকম কিছু একটা ভেবেই হয়তো এখনো বায়ুমেট্রিক 😛 করি নাই ।
কিন্তু কথা হলো অলরেডি প্রায় ৬০% বায়ুমেট্রিক করে ফেলেছে। এইমাসে হয়তো আরও ৩০% সীম এই পদ্ধতিতে সীম রেজিস্ট্রেশন করে ফেলবে। বাকি রইলো আমাদের মতো ১০% 😛 আমার মনে হয়না আমাদের মতো লোকেদের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্তে যেতে সরকার দ্ধিধাবোদ করবে। তাই, আজ হোক বা কাল হোক সবাইকে সীম বায়ুমেট্রিক করতেই হবে 🙁 🙁 🙁

    এই ৭০ ভাগ মানুষের ভেতর ৩৫ জন না বুঝে করে আর ৩৫ জন আড়ি করে করে। আর এই ৩৫ জন মানুষের জন্যই আমাদের এই হাল। বাকি ৩০ জনের ভেত ২০ জন আমাদের পক্ষে, কিন্তু ধৈরয্য ধারন করতে পারে না, অনেকটা ভীতু। আর এই দশ জন হলো বীর।
    পৃথিবীর প্রত্যেকটা কাজেই এমন হয়। মানুষের মাঝে একতা নাই। নিজের বাস নিজেই টানে। আমি এখনও বায়োমেট্রিক্স রেজিস্ট্রেশন করি নাই। এবং সকলকে এর কুফল বোঝায়।