এটি যে, শুধুমাত্র টিউশনী করার বিকল্প উপায়, ঠিক তা নয়। এটিকে একটি ভালো পেশা হিসেবে নিয়েছে হাজারো মানুষ। এমনকি খুব ভালো চাকরি ছেড়েও অনেকে উঠে পরে লেগেছেন এই পেশায়। আউটসোর্সিং/ফ্রীল্যান্সিং হল সে পেশা।
আজকে আমার ব্যক্তিগত কিছু চিন্তা শেয়ার করব এই আউটসোর্সিং/ফ্রীল্যান্সিং নিয়ে। প্রথমে বলি এই ফ্রীল্যান্সিং ব্যপারটা আসলে কি
- "একজন ফ্রীল্যান্সার এমন একধরনের কর্মী যিনি কোন একজন নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোম্পানীর কাছে দীর্ঘদিন চুক্তিবদ্ধ থাকে না এবং সে স্বনির্ভর।সে তার একজন ক্ল্যায়েন্টের জন্য একটা জিনিস প্রস্তুত করে কিন্তু লম্বা সময় ধরে সেটার পরিচালনার কাজে থাকেনা"।
কিভাবে শুরু করতে হবে ফ্রীল্যান্সিং ?
-আমি দেখেছি, অনেকে ঢাল তলোয়ার ছাড়াই এই যুদ্ধে নামে। তাই ঢাল তলোয়ার ছাড়া পরাজয় নিশ্চিত। আমি শতকরা ৯০% লোক কে ঝরে যেতে দেখেছি। আর এর অন্যতম কারন ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধে নামা। আবার এমন লোকও দেখেছি- যাদের ঢাল তলোয়ার আছে কিন্তু তার পরেও তারা নামছেন না। কারণ একটাই- ভালো ভাবে শুরু করা। ফ্রীল্যান্সিং শুরু করার আগে নিজেকে প্রস্তুত করার সবথেকে বেশী জরুরী। আপনী এককভাবে কোন ফ্রীল্যান্সার এর কাছ থেকে ট্রেনিং নিতে পারেন। সেটা আপনার ভালো কাজে দিবে।
শিরোনামে বলেছি "টিউশনী করার বিকল্প " এর কথা। তাই এবার টিউশনী করার বিকল্প কিছু রাস্তা দেখিয়ে দিতে পারি-
গেস্ট ব্লগার হিসেবে ব্লগ টিউন করে টাকা উপার্জন
-অনলাইনে কিছু ছোট ছোট কাজ করার ব্যবস্থাও আছে। সেগুলো পেতে কোন বেগ পেতে হয় না। এই যেমন ধরুন মাইক্রোওয়ার্কার্স এর কাজ। এছাড়াও কিছু কিছু ওয়েবসাইটে আপনি গেস্ট ব্লগার হিসেবে ব্লগ টিউন করে টাকা উপার্জন করতে পারবেন।
এজন্য যা প্রয়োজনঃ
Video Tutorial করে টাকা উপার্জন
-এটিও বেশ সহজ সরল টাইপের একটি কাজ। কিছু কিছু ওয়েবসাইট অফার করে যে- অমুক বিষয়ের উপরে একটি টিউটোরিয়াল তৈরী কর। তবে সমস্যা হল আমাদের আঞ্চলিক ভাষা প্রিয় বাংলা। কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রে এই ভিডিও টিউটরিয়াল ইংরেজীতে করতে হয়। কিন্তু এই ওয়েবসাইটে নিজ ভাষা প্রিয় বাংলাতেও ভিডিও টিউটোরিয়াল তৈরীর জন্য অর্থ প্রদান করে।
এজন্য যা প্রয়োজনঃ
গেস্ট ব্লগার ও Video Tutorial তোরী করে উপার্জন করতে যা করতে হবে-
-Application form পূরণ করতে হবে।
- Application form রিভিউ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আজ এ পর্যন্তই। আপনার, এর পরেও বুঝতে অসুবিধা বা কোন প্রশ্ন থেকে থাকলে বিনা সংকোচে জানালে খুশি হব। আর যদি না থাকে তাতেও।
সকলের দিনটি শুভময় হোক।
আমার অন্যান্য টিউন সমূহঃ
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
sundor post