ভূকম্পের সময় আমাদের করনীয় (VIDEO)

 

ভূকম্পের সময় আপনাদের করনীয়ঃ

Video

1.ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।

2.ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল,ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।

3.রান্না ঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।

4.বীম, কলাম বা পিলার ঘেষে আশ্রয় নিন।

5.ঘরের বাহিরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।

6.গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট, সিনেমা হলে থাকলে বের হবার জন্য দরজার সামনে ভিড় না করে দু হাত মাথায় দিয়ে বসে পড়ুন।

7.ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলা বালি শ্বাস নালিতে না ঢুকে।

8.একবার কম্পন হবার পর আবার ও কম্পন হতে পারে। তাই সুজোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।

9.উপর তলায় থাকলে কম্পন না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করে লাফ দিএ বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।

10.কম্পন বা ঝাকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন।

11.গাড়িতে থাকলে ওভার ব্রীজ, ফ্লাইভার, গাছ ও বৈদ্যুতিক খুটি থেকে দূরে গাড়ী থামান। ভুকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।

12.ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।

13.বিল্ডিং কোড মেনে ভবন নিরমান করুন।

আশা করি সবাই উপকৃত হবেন।। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 

 

Level 0

আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস