হ্যালো, টেকপ্রমী গাইস! কেমন আছেন? আশা করি বিশ্বের টেক জগতের খবর আর টিপসের মাঝে আপনার নিত্য দিন বেশ চমৎকারই যাচ্ছে। আপনাদের মাঝে আমি আইটি সরদার বেশ আনন্দের সাথে ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হলাম। যদিও ছোট্ট টিপস তবুও আপনার প্রতিদিনের প্রযুক্তি জীবনকে হয়তো আরও একটু সহজ করে তুলবে আমার বিশ্বাস। তাহলে কথা না বাড়িয়ে আসুন দেখি কি সেই ছোট্ট প্রযুক্তি টিপস। 😛
আপনারা হয়তো জানেন গুগল ক্রমোতে বিল্ট ইন পাসওয়ার্ড ম্যানেজ করার একটি অসাধারণ টুলস আছে। যেখানে ক্রোমো ব্রাউজারে আপনি চাইলে ইউজারনেম এবং পাসওয়ার্ড খুব সহজে সেভ করে রাখতে পারেন। অবশ্য সে জন্য আপনাকে জি-মেইল দিয়ে আপনার ব্রাউজারটি লগইন করে নিতে হয়।
তারপর আপনি চাইলে যতোখুশি পাসওয়ার্ড এবং ইউজারনেম এখানে সেভ করতে পারেন এবং মজার বিষয় হলো আপনি যদি অন্য কোন পিসি বা নতুন করে উইন্ডোজ দিয়ে পুনঃরায় আপনার আগের সেভ করা ইউজারনেম বা পাসওয়ার্ড ফিরে পেতে চান, তাহলে আপনাকে শুধু কষ্ট করে আগে যে জি-মেইল দিয়ে লগইন করছিলেন ক্রমো ব্রাউজারটি সেটা দিয়ে লগইন করেলেই আপনি আপনার পিসিটি আগের অবস্থায় ফিরে পাবেন। যেটা অনেকে সিঙ্ক করা বলে জানেন। মজার বিষয় হলো বুকমার্ক গুলোও আপনি একই ভাবে ফিরে পাবেন।
যাইহোক অনেকে ভাবছেন এগুলো তো আমরা ব্যবহার করি তাহলে নতুন কি পাইলাম শেখার জন্য। হ্যাঁ! আসুন নতুন কিছু আছে কিনা দেখি?
আমরা এতো দিন যেটা পারতাম সেটা হলো শুধু ক্রোমো টু ক্রোমো সিঙ্ক করতে। কিন্তু গুগল এখন যে নতুন সেবা নিয়ে আসছে তাতে আপনি গুগল ক্রমো ছাড়াও মজিলা, সাফারি, এযপ্লোরার, উইন্ডোজ EDGE বা অন্য আরও অনেক ব্রাউজারেও ইচ্ছা করলে এই পাসওয়ার্ড সিঙ্ক করতে পারবেন এবং আপনি খুব সুন্দরভাবে সেগুলো ব্যবহার করতে পারবেন।
হ্যাঁ! এজন্য আপনাকে passwords.google.com ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে, আপনার বর্তমান ব্যবহার করা ব্রাউজার দিয়ে।
তারপর আপনার আগের সেই জিমেইল আইডি দিয়ে লগইন করুন। দেখবেন আপনার সেভ করা সকল পাসওয়ার্ড আপনার সামনে চলে এসেছে। পাশে যে চোখ আইকন টা দেখবেন সেখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। এমনকি আপনি ডিলিটও করতে পারবেন এখান থেকে। তবে এডিট করতে পারবেন। আসলে এডিট খুব ইম্পরট্যান্টও না জরুরী প্রয়োজনে। কি বলেন?
আরও একটা কোশ্চেন? আপনি বলতে পারেন আমি এতো সহজে আমার সব প্রয়োজনীয় পাসওয়ার্ড পেয়ে গেলাম। এখন কেউ যদি আমার জিমেইল পাসওয়ার্ড পেয়ে যায় তাহলে তো সকল পাসওয়ার্ড তার সামনে উন্মুক্ত হয়ে যাবে।
হ্যাঁ!
সেটার সমাধানও আছে। 😆
আপনি চাইলে ডাবল পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি জিমেইলে লগইন করলেও এই সিঙ্ক ডাটা বা পাসওয়ার্ড শো করার আগে আপনাকে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। যেটা গুগল কেন অন্য কেউ জানবে না। শুধু আপনি ছাড়া।
প্রথমে আপনি গুগল ক্রমোর সেটিং থেকে advanced sync setting এ যান। নিচের ছবি দেখুন-
তারপর আপনার নিজের মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিন। নিচের ছবি দেখুন-
ব্যস হয়ে গেলো! আপনার গুগল পাসওয়ার্ড এখন সম্পূর্ণ নিরাপদ। তাছাড়া এটা আপনি বিশ্বের যে কোন পিসি বা ব্রাউজার থেকে এখন এক্সেস করতে পারবেন। হাজার হাজার পাসওয়ার্ড এখন আর আপনাকে মনে রাখতে হবে না।
যাইহোক আজ এই পর্যন্ত। যারা আমাকে অনেকবার বিভিন্নভাবে নক করেন টিউনে আসার জন্য আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আশা করি আগের মতো না হলেও আমাকে পাবেন বিভিন্নভাবে,বিভিন্ন সময়- হয়তো কোন না কোন ভিন্ন উপলক্ষে।
সবশেষে আপনার নতুন বছর আরও সুন্দর হোক, সফল হোক, সত্যে পরিপূর্ণ হোক এই কামনায় আজ আমি এই পর্যন্ত। আমার পক্ষ থেকে সবাইকে বৈশাখী শুভেচ্ছা। আমার জন্যও দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে। 🙂
পাসওয়ার্ড এক্সেস করার আরও একটা টিউন আমি আগে করেছিলাম, সেটাও অনেক ফলপ্রসূ, দেখে নিতে পারেন, আমি নিজে ব্যবহার করছি-
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
Thanks….onak din pora