বিস্সমিল্লাহির রহমানির রাহিম
আস্সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ফটোশপে নজকারা টেক্সট ইফেক্ট তৈরী করা যায়। আশা করি টিউনের থাম্বনেইল দেখেই আপনাদের ভাল লেগে গেছে ডিজাইনটি। আর যদি কেউ আমার আগে এ ধরণে ইফেক্ট নিয়ে টিউন করে থাকে তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
আমরা অনেকেই ফটোশপে টেক্সট ডিজাইন করতে পছন্দ করি। কিন্তু আমরা জানি না যে কিভাবে বিভিন্ন ধরণের ইলামেন্ট ব্যবহার করে টেক্সটকে বিভিন্ন রূপ প্রদান করা যায়। তাদের জন্য আমার আজকের এই অসাধারণ টেক্সট ইফেক্টকটি। যেহেতু এটি একটি ভিডিও টিউটরিয়াল, সেহেতু বিস্তারিত তেমন কিছু বলার নাই। শুধু এটুকুই বলার আছে যে, এছা টিউন যাব্বি মিলেগা, উস্ক ছোর না মাত ভাইয়া। উস্কো পাকারকে রাখনা। হাঃ হাঃ হাঃ জাস্ট ফান। কিছু মনে করবেন না প্লিজ।
তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দিন আপনার পছন্দের টেক্সটকে ইফেক্ট প্রদান করা। আর হয়ে যান গ্রাফিক্স ডিজাইনার।
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=XO1lbLCkrJ4
গুগল প্লাসেঃ http://plus.google.com/+mvideosr24
ফেসবুকেঃ http://www.facebook.com/mvideosr24
টুইটারেঃ http://www.twitter.com/mvideosr24
আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন। টিউন কেমন লাগল অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। টিউন বুঝতে কোন সমস্যা হলে ক্ষমা করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটি ভাল লাগে তবে অবশ্যই সাব্সক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ
আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.youtube.com/mvideosr24
ভাই সবাই ভিডিও দিচ্ছে কারন ভাই?