প্রিয় টিউনার,ভিজিটর ও টেকটিউনসের সবাইকে সালাম।এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোনে এবং bluestackes এর মাধ্যমে এটা নেশার মত খেলে থাকি। কারন বর্তমানে যেসব আধুনিক মোবাইল strategy গেম আছে CLASH OF CLANS তাদের মধ্যে সব চাইতে এক্সছাইটিং।এই গেম সম্পর্কে বলার কিছু নেই,কম বেশি সবাই জানে কিভাবে গেমটি খেলতে হই। আমার এই টিউনে আমি দেখাব কিভাবে সর্বচছ দক্ষতারসাথে ফারমিং(Loot)করা যাই। অনেকে আবার ভাবছেন ফারমিং আবার কি? আসলে যারা CLASH OF CLANS খেলেন তারা ভাল মতন এই বাক্যটির সাথে পরিচিত। যাইহক,আর কথা বাড়াবো না,চলুন মূল টিউন এ যাওয়া যাক।
আমরা জানি যে CLASH OF CLANS গেম এ আর্মি, ডিফেন্স,স্পেল, আরও অনেক কিছু আপগ্রেড করার জন্নে অন্যর ভিলেজে গিয়ে ফারমিং(Loot)করতে হই। কিন্তু সবাই জানে না যে, কত ট্রফিতে ভাল লুট পাওয়া যাই। আগে যত ট্রফি
বাড়ানো হত ততো বেশি হার্ড অপনেনটস পড়ত। ভালমত ফারমিং করা যেত না। কিন্তু বর্তমানে গেম আপগ্রেড হওয়ার কারনে ফারমিং করার যে মাধ্যম ছিলও তা পুরোই পরিবর্তন হয়ে গিয়েছে।
সেটা কি রকম? ঠিকাছে খোলাসা করছি। ধরুন,আপনি টাউনহল ৮ এ আছেন, আগে ফারমিং করার সময় অন্য ভিলেজ সার্চ করতে গেলে টাউনহল ৭,টাউনহল৮, টাউনহল ৯, এবং টাউনহল ১০, এই সব গুলোই আসতো। কিন্তু এখন আর তা আসবে
না। কারন আপনি টাউনহল ৮ হয়ে টাউনহল ১০ থেকে ভালমত ফারমিং করতে পারবেন না। সেই জন্যই সুপারছেল(Supercell)এই সমস্যা দুর করার জন্য ফারমিং করার সিস্টেম একটু পরিবর্তন করে দিয়েছে। 💡
এখন ফারমিং করতে গেলে আপনি যদি টাউনহল ৮ হন তাহলে টাউনহল ৮ ই আসবে, মাঝে মধ্যে টাউনহল ৯ আশবে,কিন্তু বেশির ভাগ সময় টাউনহল ৮ ই আসবে। তাই ফারমিং করতে এখন আর আগের মত সমস্যা হই নাহ,
কিন্তু প্রবলেম হচ্ছে কত ট্রফিতে আপনি ফারমিং করবেন?
এখন আমি আপনাদের বলবো কত ট্রফিতে ভাল লুট পাবেন। আপনি টাউনহল ৭,৮,৯,১০ হন নাহ কেন কোন প্রবলেম নেই। সরাসরি নেমে আসুন সিলভার ট্রফিতে। কোন হেজিট্যাট করবেন নাহ। সিলভার ট্রফির সিলভার III,সিলভার II,
সিলভার I এর মধ্যে খুঁজতে থাকুন আপনার সুইটস্পট,মানে কত থেকে কত ট্রফির মধ্যে আপনি ভাল লুট পাচ্ছেন। যেমন আমি টাউনহল ১০, সিলভার I এ ভাল লুট পাই।আপনিও ট্রাই করে দেখতে পারেন। 😎
এখন আমি আপনাদের কিছু টিপস এন্ড ট্রিক্স দিবো যেগুলোর মাধ্যমে আপনি CLASH OF CLANS আরও দক্ষতার সাথে,আরও মজা করে খেলতে পারবেন 8-)।
আর কোন প্রশ্ন থাকলে টিউমেনটে জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই।
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ক্লান এর নাম THE LION STATE..tag…#LV82JCJO.. ভিজিট করুন আমার ক্লান।