রাতে PC Shut down করার সময় দেখলেন Fully Charged. পরের দিন যখন চার্জার প্লাগ না লাগিয়েই ল্যাপটপ অন করতে গেলেন, তখন আপনার চোখ ছানাবড়া! অন হয় না ক্যান? 😯
চার্জার প্লাগ লাগিয়ে অন করতে গেলেন, অন হয়ে গেল। কাহিনী কি! কাল রাতে তো ১০০% চার্জ দেখে অফ করলাম। চার্জ কই গেল? 😥
Windows 10 দেয়ার পরে আমিও এই সমস্যায় পরেছিলাম। শখের জানালা ১০.০! তবে কি আবার ব্যাক করতে হবে প্রাচীন কোন জানালায়! 😳
যাইহোক, সমস্যা যেহেতু আছে; সমাধানও অবশ্যই আছে। নেট ঘাটাঘাটি করতে শুরু করলাম। অনেক এক্সপার্টের মতামত নিলাম। শেষমেশ সমাধান বের করে ফেললাম। আহ! 😆
কেন এই সমস্যা হয় তা আর না বলি। তবে কারো ল্যাপটপে যদি এই সমস্যা থাকে তবে নিচের পদ্ধতি অনুসরণ করলে আশা করি সমস্যার সমাধান হবে।
প্রথমে Control Panel > Hardware and Sound > Power Options এ যান। বামপাশে Choose what the power buttons do ক্লিক করুন।
তারপর নিচের ছবি অনুযায়ী পরিবর্তন করে নিন।
উপরের Change settings that are currently unavailable এ ক্লিক করুন।
তারপর নিচে Turn on fast startup (recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন(Uncheck করুন)।
Save changes ক্লিক করে বের হয়ে আসুন।
এবার This PC'র উপর Right Click করে Manage এ ক্লিক করুন। সেখানে বামপাশের Device Manager এ ক্লিক করুন এবং ডানপাশের System devices এ ক্লিক করুন।
অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে Intel(R) Management Engine Interface এর উপর ডাবল ক্লিক করুন।
নতুন একটা উইন্ডো খুলবে। Power Management এ ক্লিক করুন। নিচের Allow the computer to turn off this device to save power এর টিক চিহ্ন তুলে দিন (Uncheck করুন)। তারপর Ok ক্লিক করে বের হয়ে আসুন।
Finally Done!!! 🙂
আমি blacktiger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Thx brother