ইউটিউব থেকে অডিও, ভিডিও ডাউনলোড ???

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউটিউব নিয়ে আজকের টিউন।

ইউটিউব সম্পর্কে কেনা জানে!! আপনার প্রিয় সব ভিডিও কোথাও খোঁজে না পেলেও ইউটিউবে খোঁজে পেতে পারেন। ভালো লাগলে সংরক্ষণও করে রাখতে পারেন। কিন্তু ডাউনলোড নিয়ে যত ঝামেলা। কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন এক এক ডিভাইসে এক এক রকম সফটওয়্যার এর প্রয়োজন হয়। কখনও বা ফ্রী এবং প্রো ভার্শনের ঝামেলায় স্পীড নিয়ে ঝামেলা হয়। যারা সফটওয়্যার এর ঝামেলায় পরতে চাননা বা যারা জানেননা কিভাবে সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় আশা করি তাদের জন্য এই টিউনটি কাজে আসবে।

ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড

প্রথম ধাপ:

  • যে ভিডিওটি(মোবাইল, স্মার্টফোন, কম্পিউটার থেকে) ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন। তারপর এড্রেসবার বা URL বক্সে গিয়ে www. বা http://m. এর পর youtube এর পূর্বে দুটি ss যুক্ত করুন(eg. http://www.ssyoutube.com/)।
ইউটিউবে প্রবেশ করুন
ইউটিউবে প্রবেশ করুন
URL নিচের ছবির মত পরিবর্তন করুন
URL নিচের ছবির মত পরিবর্তন করুন
Go/Continue চাপুন
Go/Continue চাপুন
  • দিত্বীয় ধাপঃ তারপর নিচের মত একটি উইন্ডো আসবে। যদি না আসে তাহলে এই পেজে থাকা নিচের মত ডাউন বাটনটি ক্লিক করুন। তারপর সেখান থেকে সরাসরি আপনার প্রয়োজনীয় ফরমেটের ভিডিওটি ডাউনলোড করে নিন।

আপনার পছন্দের ভিডিও ফরম্যাটটি নির্বাচন করুন

টিউনটি ভালো লাগলে আপনার মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকটিউনস এর সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।

Level 1

আমি রাকিবুল হাসান। Learner, Coding, Art, Bloging বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর করে লিখেছেন, যদিও অনেক পুরোনো পদ্ধতি!

    ধন্যবাদ আপনার মতামতের জন্য। যারা জানেনা তাদের কাজে আসবে☔

ধন্যবাদ

কিন্তু savefrom এর সমস্যা হল এটা জাভা স্ক্রিপ্ট বেজড এবং তাছাড়া সাধারন মোবাইল ব্রাউজার গুলিতে সাপোর্ট করেনা ।
তাছাড়া যারা ওয়াপ বা ওয়েব মাস্টার আছে তারাও ভিডিও এম্বেড করতে পারেনা । কারন এটা ফ্রন্ট এন্ড নয়।
এজন্য এটা সবচেয়ে বাজে লাগে ।
গত বছর 10youtube ইউস করেছিলাম এখন তাও বন্ধ।।
কিন্তু কিছুদিন আগে টেকটিউন্স এর এক বড় ভাই একটা সাইট দেয় যেটা এগুলো থেকে অনেক ভাল। বিরক্তিকর এড ও নেই।
ডাউনলোড নিয়মটাও সোজা শুধু ভিডিও আইডি দিলেই হল ।
সাইট টা হল Free Youtube video y.amraito.com

    এক্ষেত্রে আপনি Opera, UC, অথবা মোবাইলের সাথে থাকা ব্রাউজার ব্যাবহার করতে পারেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য।