Clas of clans গেম এ জেম নিন ফ্রী, একেবারে লিগাল পদ্ধতিতে

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন, আমিও আছি। আজ অনেক দিন পর লিখছি। clash of clan  গেম নিয়ে অনেক আগে থেকেই লিখতে চাইছিলাম, কিন্তু লেখা হয় না সময়ের অভাবে। যাই হোক আজ সময় করে লিখতে বসলাম। শুরুতেই বলে রাখি আমি কোন অ্যাপ ও দেব না বা কোন ফেইকভাবে জেম পাবার পদ্ধতিও বলবো না, সম্পুর্ন লিগাল পদ্ধতি। এটা গেমেরই অংশ। শুধু আমি হেল্প করবো জানতে কিভাবে পাবেন, বাকিটা আপনাদের করনীয়।

সিওসি  গেমঃ

সিওসি গেমের নাম শোনেন নি এমন কম লোক ই আছেন। যাই হোক এটা বর্তমান সময়ের সবথেকে জনপ্রিও গেম আর সবথেকে বেশী খেলা হয়।

 

জেম কেন দরকার?

যারা এই গেম খেলে তারা খুব ভাল করেই জানেন যে বিল্ডার হল আসল শক্তি। বিল্ডার ছাড়া হাজার বছরেও ভাল ভিলেজ পাওয়া যাবে না। আর এই বিল্ডারের জন্য জেম দরকার।

 

কিভাবে জেম পাব?

জেম ফ্রী পাবার জন্য ২ টা লিগাল  উপায় আছে। এক, এসিভমেন্ট দুই, মাঠ সাফ করা। অনেকেই ভাবছেন এটা তো সবাই জানে। কিন্তু অনেকে আছে যানে না। আর অনেকেই জানে না কোন এসিভমেন্ট আগে পুরন করবে আর কোনটা পরে। তাই আজ আমার এই টিউন।

তাহলে শুরু করা যাক।

ভিলেজ সাফ করা

এই গেমে ভিলেজের মাঝে যে অবস্টাকল দেয়া হয় তা সাফ করলেই আপনারা নিয়মিত জেম পাবেন।এটারও নির্দিস্ট সিকুয়েন্স আছে। 6 0 4 5 1 3 2 0 0 5 1 0 3 4 0 0 5 0 1 0 এই সেকুয়েন্স এ জেম দেবে। এর মধ্যে জেম বক্স অনর্ভুক্ত নয়, এটা প্রতিবার ২৫ টা জাম দেয়।প্রতি ৮ ধন্টায় ১ টা অবস্টাকল দেয় মাঠে।  তো আসলে এভাবে সবাই প্রতিদিন গড়ে ৬ টা করে জেম পায়। এটা আনলিমিটেড পদ্ধতি।

এসিভমেন্ট পুরন করে জেমঃ

এটা লিমিটেড জেম। আমাদের টার্গেট যেহেতু বিল্ডার তাই আমাদের জানতে হবে কোন বিল্ডারে কত জেম লাগবে।  ১ম টা দেয়া থাকে ২য় টা ২৫০ জেম যা শুরুতে দেয়আ ৫০০ জেম থেকে নিতে হয়, মুলত টিউটেরিয়লেই নিতে হয়। ৩য় বিল্ডার নিতে লাগে ৫০০ জেম, ৪র্থ টাতে ১০০০ আর ৫ম টা ২০০০ জেম। তো আমরা যদি টার্গেট করে এটা পুরন করি তবে বিল্ডার নেয়া কোন কঠিন কাজ হবে না।

৩য় বিল্ডারের জন্য করনীয়ঃ

এটা   মুলত সহজ ধাপ, এসিভমেন্ট পুরন করে বিল্ডার নেবার পরও অনেক জেম থেকে যাবে। কিছু কিছু এসিভমেন্ট নিজে নিজেই পুরন হয় আর কিছু কিছু বড় এসিভমেন্ট আছে যা টার্গেট করে না করলে সারা জীবনেও শুরু হবে না।

যাই হোক এই ধাপে টার্গেট হল

compaign map এ ৫০ স্টার নেয়া- ৫+১০ জেম

donate 5000 clan castle capacity - 5+25 james

war hero: 10 star on clan war - 50 জেম

1250 trophies - 5+10+450=465 জেম

তবে উপরের ২ টা এসিভমেন্ট এর জন্য ক্লানের সদস্য হতে হবে, যদি কেউ এখনও কোন ক্লানে যুক্ত নেই তাদের জন্য আছে ব্যাবস্তা।

৪র্থ বিল্ডারের জন্য করনীয়ঃ

আগেই বলেছি কিছু এসিভমেন্ট আগেই পুরন হবে নিজে নিজেই। যেটা নিজে নিজে হবে না, টার্গেট করে করবেন তাই আমি বলবো।

donate 25000 in clan:- 250 জেম

150 star in clan war- 200 জেম

 

আগের থেকে থাকা জেম আর এই জেমগুলা দিয়ে ৪র্থ বিল্ডার হবে। কেউ আবার টিউমেন্টে আমায় যোগ বিয়োগ শিখাইয়েন না, এতে যে কিছুটা জেম কম হবে তা অবস্টাকল সাফ করে আর অন্য নিজে নিজে পুরন হওয়া এসিভমেন্ট এ আগেই পেয়ে যাবেন।

৫ম বিল্ডার ঃ

এটা পেতে সময় লাগবে তবে পাবেন নিশ্চিত।

join crystle league 2000 trophies - 250 জেম

join merster league:- 1000 জেম।

এর পর যেসব জেম পাবেন তা অন্য কাজে ইউস করুন।

আশা করি এটা পুরন করতে করতে বাকি জেমগুলা এমনিতেই পেয়ে যাবেন।

এই আসিভমেন্ট পুরনে যা করনিয়ঃ

এই সব এসিভমেন্ট এর জন্য কিছু এসিভমেন্ট এ আপনার ক্লান গুরুত্বপুর্ন। যেমন ২৫০০০ ডোনেট আর  ক্লানে ১০০০ স্টার পাওয়া।

এর জন্য এমন ক্লান দরকার যারা আপনাকে ডোনেট করতে দেবে, ২ টা এটাক ই দিতে দেবে, ফলে প্রতি ওয়ার এ ৬ টা স্টার আপনি পেতে পারেন। যারা এই রকম ক্লানে আগে থেকেই আছে আছে তাদের তো ভালই, আর যারা নেই তারা এই ক্লানে ঢুকতে পারেন- #2VGQCVYQ এই কোড লিখলেই পেয়ে যাবেন ক্লান।

কেন এই রকম ক্লান প্রয়োজন?

একটা ওয়ার এ যতজন প্লেয়ার থাকে ততটি এটাক দেয়া যায়। যেমন ১০ জনের ওয়ার এ ১০ এটাক। এখন ৫ জন ১০ টা এটাক দিলে বাকিরা বঞ্চিত। যারা বুঝবে না তারা অনেক দিন খেলার পর বুঝবে এই ক্লান ওয়ার এ স্টার মিস মানে কত বড় লস।

তো আজ এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

 

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো টিউন,,,।
তাহলে প্রতিদিন একটা করে গাছ কাটলেই ৬ টা জেমস দিবে,,?

খুব ভাল লাগল আপনার COC সম্পর্কে জ্ঞান দেখে । মনে হয় আপনি অনেক দিন থেকে খেলছেন । এই গাছ কাটা নিয়ে একটা ট্রিক মনে পড়ল । COC 11Th Update এর আগে Game Data এর Modify করে তাড়াতাড়ি জেম বক্স ও গাছ আনা যেত । তবে সময় সল্পতার জন্য মাত্র ১৭০০ মত জেম এই ভাবে নিই । মনে করছিলাম পরে নিব … এখন আর হচ্ছে না 🙂