আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড-ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার

ধন্যবাদ আপনাকে, আমার আজকের এই টিউনটি আপনারই জন্য। আমাদের কম্পিউটারে কাজের নানান ধরনের উপকরণ থাকে যা  সবার সাথে শেয়ার না করতে চাওটাই স্বাভাবিক। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফেক ফোল্ডারের মত সফট ব্যবহার করে ফোল্ডার লক করে থাকি  কিন্তু ফেক ফোল্ডার সাধারণত একটি বিশেষ কোড ব্যবহার করে ফোল্ডারে ডেস্টিনেশন ফরওর্য়াড করে দেয় এবং ওপেন করলেই তা কন্ট্রোল ফ্যানেলে চলে য়ায়। এই  বিশেষ কোড টি ফোল্ডারের নামের শেষে জুড়ে দেয় আপনি যদি এই কোড টি রিমুভ করেন তাহলেই আপনার ফোল্ডারটি আন লক হয়ে ডাবে।

আর আপনি ফেক ফোল্ডার সফট ছাড়াই যদি এই কোড টি কোন ফোল্ডারের নামের শেষে যুক্ত করে দেন তাহলে তা লকড হয়ে যাবে। এবার বলুন আপনি কি আর ফেক ফোল্ডার ব্যবহার করবেন?

আপনি যে কোন, যে কোন ফোল্ডারের নামের শেষে সহজেই শুধু .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} কোড টি পেস্ট করে দিন, খেয়াল রাখবেন সাথে কিন্তু একটি  "."  আছে ঐ টি সহ দিবেন।

যাই হোক এবার মুল প্রসংগে ফিরে আসি, আমি যে সফট টি ফোল্ডার লক করার জন্য ব্যবহার করি সেটি শুধু ফোল্ডার লক ই করে না সাথে সাথে ফোল্ডারকে সর্ম্পূণ রূপে হাইড করে দেয়। এতে আপনি কারও কাছ থেকে কিছু হাইড করলে সে সেটা টের ও পাবে না। এ কাজ টি করার জন্য আপনাকে ইউনির্ভাসাল সিলড নামক একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে।

পছন্দের সফটওয়্যারটি আমি মিডয়া ফয়ার এবং ৪সেয়ার এ আপলোড করে দিব যাতে সবার ডাউনলোড করতে সুবিধা হয়।

মিডিয়া ফায়ার লিংক

৪শেয়ার লিংক

এবার কাজের কথায় আসি ,  পছন্দের সফটওয়্যারটির সাথে আমি এর ক্রাকটি ও দিয়ে দিলাম।  সফটওয়্যারটির ইন্সটল করার সময় আপনার কাছে পাসওর্য়াড চাইবে, আপনি আপনার মনের মত পাসওর্য়াডটি দিন ইন্সটল শেষে রির্স্টট চাইবে , রির্স্টাটের পর ক্রাক ফাইলটি কপি করুন, এবার র্স্টাট মেনু থেকে বা ডেক্সটপ থেকে সফটওয়্যারটির আইকনের উপর রাইট ক্লিক করে ফাইন্ড র্টাগেট এ ক্লিক করুন। এবার সফটটি যেখানে ইন্সটল হয়েছে সে ফোল্ডরটি ওপেন হবে এখানে আপনি আগে থেকে কপি করা ক্রাকটি পেস্ট করে দিন, ব্যাস হয়ে গেল ফুল ভার্সন।

এবার রান করুন, রান করলে নিচের স্ক্রিনের মত দেখাবে। আপনার কাছে পাসওর্য়াড চাইবে। পাসওর্য়াড দিন ।

পাসওর্য়াড দেওয়ার পর নিচের স্ক্রিনের মত পোগ্রামটি রান হবে।

এখন আপনি প্রোটেকশন বাটনে ক্লিক করে কোন ফোল্ডার, ফাইল এমন কি ডাইভ কে ও আপনি যুক্ত করতে পারেণ।

এর পর আপনি ড্রাইভ, ফোল্ডার, ফাইল এড করার পর ডান পাশের লক বাটনে ক্লি করলেই লক হয়ে যাবে, এখান থেকে আপনি লক , আনলক করতে পারবেন।

এই পোগ্রামটি সর্টকাট কি ব্যবহার এর সুবিধা ও রয়েছে, আপনি চাইলে এক ক্লিকেই সব লক এবং আনলক করতে পারবেন তবে পাসওর্য়াড ছাড়া না।

যে কাজের সর্টকাট কি ব্যবহার করতে চান সেখানে মাউস রেখে কি বোর্ডের কি প্রেস করলেই কি একটিভ হয়ে যাবে।

ধন্যবাদ এতক্ষনধরে টিউনটি পড়ার জন্য, আপনার সমান্যতম কাজে আসলেই আমার এই টিউনটি সার্থক হবে। যে কোন ধরনের কমেন্টস স্বাদরে গ্রহন করব, আর অবশ্যই অবশ্যই অনেক বেশী কমেন্টস আশা করি।

ধন্যবাদ আপনাকে।

Level 0

আমি নগর বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের টিউন।ধন্যবাদ

খুবই ভাল লাগল। ধন্যবাদ।

    আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টস করার জন্য।

ধন্যবাদ……..

অনেক সুন্দর টিউন হইছে নগর বালক ভাই,
সফটা ডাউনলোড করে নিলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল ও কাজের টিউনটির জন্য।

মোটামুটি কাজের জিনিস ধন্যবাদ।

In win 7 its not working . Plz help me….

ONEK DHONNOBAD EKTI KAJER TIPS DEOYAR JONNO
vai apni fake folder er shomporke likhesen je oi bishesh code ti remove korle i folder ti unlock hoye jabe kintu kivabe ami ekti folder theke oi
code ti remove korbo???? kindly janan…………….

কাজের একখান জিনিস। এক কেজি থ্যাংকু।

fake folder jodi locked hoe pore (password kaz na kore ) tahole ki vabe ta open kora jaie ?