Nero কিংবা Software ছাড়াই রাইট করুন আপনার ডিভিডি

 

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকটিউনস পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরূ করছি আজকের এবং আমার প্রথম টিউটরিয়াল।আমি এই টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি, তাই টেকটিউনমস এর সকল টিউনারদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যেহেতু আমি প্রথম লিখিছি তাই ভয় হচ্ছে সঠিক ভাবে লিখতে পারব কি না। তারপর ও শুরূ করছি আজকের টিউটরিয়অল, যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই টিউটরিয়াল টি যদি আগে কোন টিউনার ভাই করে থাকেন তাহলে তাদের কাছে শুরূতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আর কথা না বাড়িয়ে শুরূ করছি মূল টিউটরিয়াল। আজকের টিউটরিয়াল এ আমি দেখাব কীভাবে Nero বা অন্য কোন সফ্টওয়ার ব্যবহার না করে আমাদের প্রয়োজনীয় কোন ডাটা আমরা ডিভিডি তে সংরক্ষণ করে রাখব। এজন্য আমাদের শুধু একটি খালি ডিভিডি লাগবে।

এ্রখন প্রথমে আপনি আপনার কম্পিউটারের ডিভিডি রাইটারে খালি ডিভিডিটি ডুকান তারপর নিচের চিত্রের মত আসবে

তারপর Burn files to disk এ Click করুন।

তারপর নিচের চিত্রেরমত আসবে। এখানে আপনি আপনার Disk title দিয়ে Next দিন।

তারপর নিচের চিত্রর মত আসবে। ফরমেট হওয়ার জন্য অপেক্ষা করূন।

ফরমেট শেষ হলে নিচেরমত আসবে

এভার আপনি আপনার প্রয়োজনীয় ডাটাগুলো কপি করে ডিভিডি তে পেস্ট করুন। অথবা আপনার ফোল্ডার টি তে রাইট ক্লিক করে থেকে আপনার ডিভিডি টি দেখিয়ে দিন। ফাইলগুলো কপি শেষ হবার পর আপনার ডিভিডিটি বের করে নিন। এই পদ্ধতিতে আপনি আপনার ডিভিডি থেকে ডাটাগুলো ডিলেট বা ফরমেট করে পুনরায় নতুন ডাটা রাখতে পারবেন মানে আপনি ডিভিডিটি বারবার ব্যবহার করতে পারবেন।

এতক্ষণ থেকে যা লিখলাম তাতে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আবার ও ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মত এখানেই শেষ করছি আমার লিখাটি।

এতক্ষণ আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

আমার ফেইসবুক আইডি  Saidul Islam Majed

Level 0

আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস