আমরা যারা কম্পিউটারের প্রতি অতি আগ্রহী ব্যবহারকারী তারা সাধারণত নানান সফটওয়্যারের ব্যবহার করে থাকি, কিন্তু সব সময় সব সফটওয়্যারের ব্যবহার নিয়মিত ভাবে করি না বা দরকার ও হয় না। কিছু কিছু পোগ্রাম হয়ত বহু দিন পর পর ব্যবহারের আসতে পারে। আমাদের আই বি এম কম্পিউটারে বা উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারে খুব বেশী সফটওয়্যার ইন্সটল করলে কম্পিউটারের গতি মন্থর হয়ে পরে। তাই আমরা সব সময় চেষ্টা করি সফটওয়্যার যত কম ইন্সটল করা যায় ততই ভাল। আজ এই ইন্সটল এর ঝামেলা থেকে উত্তোরণের একটা পথ আমি আপনাদের সামনে উন্মোচন করব।
Universal Extractor নামের ছোট্র একটা সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার ব্যবহার কারর জন্য আপনার কম্পিউটারে win rar/win zip সফটওয়্যার থকতে হবে।
প্রথমে উপরে উল্লেখিত দুটি সফটওয়্যারের যে কোন একটি উন্সটল করে নিন। এর পর এই লিক থেকে Universal Extractor Download করে ইন্সটল করে নিন।
এরপর পোগ্রামটিকে ওপেন করলে নিচের ছবির মত একটি ডায়ালগ বক্স আসবে -
এই ডায়ালগ থেকে Archive/Installer to extract এর ডান পাশের বাটন এ ক্লিক করে যে সফটওয়্যারের পোর্টেবল র্ভাসন করতে চান এই সফটওয়্যারটিতক সিলেক্ট করুন।
এর পর এর পর্টেবল ভার্সন টি যেখানে রাখতে চান সেই ফোল্ডারটিকে সিলেক্ট করার জন্য Destination directory এর পাশের বাটন টি ক্লিক করে সিলেক্ট করে নিন । সর্বশেষে ওকে বাটনে ক্লিক করুন ব্যাস এবার বসে বসে মজা দেখুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পোগ্রাম টি ব্যবহারের জন্য রেডী।
এখানে আরো উল্লেখ্য যে Destination directory সব সময় খালি ফোল্ডারে সিলেক্ট করুন। পোর্টেবল সফটটি সব সময় apps নামক ফোল্ডারের ভিতরে থকবে এবং আপনাকে সেখান থেকে আপনার পোগ্রামের আইকন টি চিনে নিত হবে।
এতক্ষণ এই টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। যে কোন মতামত দেয়ার জন্য কমেন্টস করুন।
আমি নগর বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নগর বালক ভাই এইটি কি free and full version না trial?