আসসালামু আলাইকুম।
আগেই বলি যারা এটা পারেন, তারা এখানে টিউমেন্ট করবেন না। কারণ আপনি পারেন বলে এই না যে সবাই পারে। আমিও পারতাম না। আজই সফল হইলেম। তাই শেয়ার করছি এই পদ্ধতি।
আপনি হয়তো দেখেছেন ফেসবুকে অনেকেই বিজ্ঞাপন দেয় এরকম-
হয়তো আপনারও এভাবে বিজ্ঞাপন দিতে ইচ্ছা হয়। কিন্তু সেটা তো ডলারের ব্যপার। তবে বিজ্ঞাপন না দিলেও আপনি কিন্তু লিংক এভাবে ফেসবুক পেজে টিউন করতে পারেন। এতে ভিউয়াররা লিংকে ক্লিক করতে উৎসাহিত হবে। তবে উল্লেখ্য যে, এটা বিজ্ঞাপনের কাজ করবে না। আর প্রোফাইলে বা গ্রুপে এভাবে লিংক শেয়ার করতে পারবেন না। শুধু পেজেই পারবেন। প্রোফাইলে এভাবে দেওয়ার জন্য পেজে টিউন করে শেয়ার করতে হবে।
প্রথমে আপনি আপনার কোন ফেসবুক পেজে যান এবং যে লিংক শেয়ার করবেন সেটা টিউনের স্থানে লিখুন এবং এন্টার দিন। কিছুক্ষণ পর ইন্টারফেস এরকম হয়ে যাবে-
এখন উপরের ছবিতে নির্দেশিত + বাটনে ক্লিক করে আরো ২-৩টি ছবি যোগ করে সিলেক্ট করুন। তারপর ইচ্ছা হলে ছবিগুলোর টাইটেল বদলিয়ে না হলে না বদলিয়ে টিউন করুন। ব্যাস! হয়ে গেলো!
আশা করি এটা আপনার ভালো লেগেছে। একবার চেষ্টা করে দেখুন। এই পদ্ধতিতে কিছুটা সহজে আপনার বন্ধুদের আপনার ব্লগের বা সাইটের বা লিংকের উপর আকর্ষিত করতে পারবেন। সত্যিকারের ফেসবুক বিজ্ঞাপন না হলেও সেটাই বা কম কি?
আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুনদের কাজে আসবে এটি