আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানি যে ভাইরাস নামক দুষ্ট পোগ্রাম আমাদের কত ভোগান্তিতে ফেলে। শুধু মাত্র এন্টিভাইরাস বা টোটাল প্রটেকসনই যথেষ্ট না। একটি কম্পিউটারকে সম্পূর্নরূপে কার্যকর রাখতে হলে দরকার কিছু নিয়ম মাফিক ব্যাবহার, ঘাবরাবেন না যেন এই নিয়ম কোন জটিল প্রক্রিয়া না। খুবই সহজ। যাইহোক মুল কথায় ফিরে আসি, ভাইরাস (আমরা এক কথায় যা বুঝি) আমাদের কম্পিউটারে একা একা প্রবেশ করতে পারে না, ভাইরাসের প্রবেশের জন্য ফ্লাস ড্রাইভ বা সিডি/ডিভিডি এর মাধ্যমে আমাদের কম্পিউটারে প্রবেশ করে। ভাইরাসকে কম্পিটারে প্রবেশ করানোর জন্য একটি অটোরান কাজ করে। এই অটোরান কম্পিটারকে ইন্সট্রাকশন দেয় যেন কম্পিটার ভাইরাস বাহি পোগ্রামকে রান করে। ভাইরাস অনেক ধরণের হয় আমি এ ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করব না। এখন আমারা যদি এই সব ধরনের অটোরানকে বন্ধ করে দেই তা হলে আমাদের কম্পিটারে ৫০% ভাইরাস প্রবেশের আশংকা কমে যায়। আর বাকি ৫০% কাজ আমাদেরকে করতে হবে। ফ্লাস ড্রাইভ বা সিডি/ডিভিডি থেকে অপরিচিত কোন পোগ্রামকে রান করব না এবং আপডেটেড এন্টিভাইরাস ব্যাবহার করব। এখানে এন্টি ভাইরাস সম্পর্কিত নতুন কোন পোস্ট করলাম না কারন আমার স্নেহের খান মোহাম্মদ আল-আমিন ইসেট নড-৩২ এবং নড-৬৪ নিয়ে পোস্ট করেছেন আপনারা ঐ পোস্ট টি দেখে নিতে পারেন।
কম্পিউটারের অটোরান বন্ধ করার জন্য যা যা রতে হবেঃ
প্রথমে নিচের লিখা টুকু কপি করে নিন
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\IniFileMapping\Autorun.inf]
@="@SYS:DoesNotExist"
তারপর আপনার কম্পিউটারের নোটপ্যাডটি ওপেন করে নিন, এরপর নোট প্যাড এ পেস্ট করে দিন।
পেস্ট করার পর ফাইল এ ক্লিক করে সেভ এস অপসন টি নির্বাচন করুন, এরপর সেভ ডায়ালগ বক্স থেকে সেভ এস টাইপ অপসন টি ক্লিক করে অল ফাইল নির্বাচন করেন এবং সর্ব শেষে ফাইল নেম এ যা ইচ্ছা লিখে শেষে .reg লিখে সেভ করুন। ব্যাস এবার এই ফাইলটিতে ডাবল ক্লিক করে marge করে নিন।
কষ্ট করে এত ক্ষণ আমার এই ক্ষুদ্র প্রয়াসটি পড়ার জন্য ধন্যবাদ, যে কোন ধরণের মন্তব্য সাদরে গ্রহন করব।
আমি নগর বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@ নগর বালক এতে সব অটোপ্লে বন্ধ হবে। কিন্তু আবার চালাব কিভাবে?
ক্যাস্পারস্কি ইউস করেন যারাঃ
ক্যাস্পারস্কি ২০১০>স্ক্যান> vulnerability স্ক্যান করে যাবতিয় অটোপ্লে, ওয়েবসাইট সংক্রান্ত নিরাপত্তা ত্রুটি জানতে ও সলভ করতে পারেন……….
ক্যাস্পারস্কি ২০১১>টুলস> vulnerability স্ক্যান করে যাবতিয় অটোপ্লে, ওয়েবসাইট সংক্রান্ত নিরাপত্তা ত্রুটি জানতে ও সলভ করতে পারেন………