দোকানে চাল কিনতে গেলে দোকানী কিছু সেম্পল দেয়। গুগল বুকসকে বই এর দুনিয়া ভাবা হলেও কার্যত তা সেই সেম্পলে মতই। অনেকেই রিসার্চের কাজে বই নামাতে গিয়ে শুধুমাত্র বইর প্রিভিও দেখেন । যেমন সফি’স ভাার্ডেন (বিশ্বের বেস্ট সেলার বুক) বইটি গুগল সর্বোচ্চ কয়েকটি অধ্যায় পড়ার সুযোগ দেবে। বাকীটার জন্য ডলার চাবে। এক্ষেত্রে অনেকেই বই নামানোর বিকল্প সাইট হিসেবে টরেন্টের কথা ভাবেন। কিন্তু টরেন্ট বইর প্লাটফরম নয় মোটেই। সফ্টওয়ার, মুভির ওরিয়েন্টশনে গড়ে উঠা টরেন্ট সাইটগুলোতে বই বলতে পাওয়া যায় আইইএলটিএস জাতীয় বেসিক প্রফেশনাল কিছু বই। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা না থাকলে কার্যত পুরো বই দেখার কোন সুযোগ নেই।
সবচেয়ে জনপ্রিয় সাইট ধরা হয়- http://gen.lib.rus.ec কে।
এ সাইটে গিয়ে বই এর নাম ধরে বা লেখকের নাম ধরে ক্যাটালগ সার্চ করা যাবে।
আবার বইর নাম হুবহু হলে বই খুজতে সুবিধা হয়। সেক্ষেত্রে গুগল থেকে বই নাম সার্চ
করে কপি করুন। বইর ডাউনলোড পেজটিতে যাওয়ার পর অনেকগুলো লিঙক দেবে। কোন লিংক কাজ না করলে বিকল্প লিংকগুলো দেখা যেতে পারে।কোন লিংক কাজ না করলে বিকল্প লিংকগুলো দেখা যেতে পারে।কোন লিংক কাজ না করলে বিকল্প লিংকগুলো দেখা যেতে পারে।কোন লিংক কাজ না করলে বিকল্প লিংকগুলো দেখা যেতে পারে।কোন লিংক কাজ না করলে বিকল্প লিংকগুলো দেখা যেতে পারে।কোন লিংক কাজ না করলে বিকল্প লিংকগুলো দেখা যেতে পারে।
বিস্তারিত ৪ মিনিটের এ্ভই ডিওতে
https://www.youtube.com/watch?v=l1jXoTW2pjw
আমি রানা সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন হয়েছে। এবার গুগল বই ডাউনলোড করা সময়ের ব্যাপার মাত্র।
যারা বাংলা বই ডাউনলোড করতে চান তারা দেখুন http://www.bnebookspdf.blogspot.com