IDM Tricks- Address কাজ না করলেও Resume ডাউনলোড করুন।

অনেকেই হয় তো এই ট্রিক্স জানেন বা জানেন না। যারা জানেন না তাদের জন্য একটু শেয়ার করা।আমাদের IDM Resume Option কাজে লাগে শুধূমাত্র সেসব ফাইলের জন্য যেগুলো কোন Direct Link থেকে নামানো হচ্ছে বা এমন কোন লিংক থেকে যে লিংকটার কোন পরিবর্তন হচ্ছে না। কিন্তু YouTube, media fire, rapid share  ইত্যাদি ফাইল শেয়ারিং সাইটগুলো Resume support  করলেও কিচুক্ষন পরপর এদের লিঙ্ক পরিবর্তন হয়ে যায়। ফলে ডাউনলোড বন্ধ হলে আবার শুরু থেকে ডাউনলো করতে হয়।

এখন চিন্তা করুন আপনি যদি 100 MB বা তা বেশি এর একটা ফাইল ডাউলোড করতেছেন। 90% হয়ার পরে আমাদের ভাগ্যের মহিমায় কারেন্ট চলে গেলো। পরে যখন কারেন্ট আসলো তখন ফাইল টি Resume ডাউনলোড করে Resume করলেন কিন্তু ঐ লিঙ্কটি আর কাজ করে না। তখন কি করবেন?

এ থেকে সমস্যা থেকে মুক্তি দিতে IDM এর লেটেস্ট ভার্শনে  একটা Option রয়েছে Refresh Download Address নামে। এটি দিয়ে আমনার ডেড হয়ে যাওয়া লিঙ্ক টি পালটিয়ে নিতে পারেন।

এখন যে ফাইলের লিঙ্ক টি ডেড হয়ে গেছে তার মধ্যে Right Click করে Refresh Download Address এ ক্লিক করুন। আমি একটি ভিডিওর উদাহরন দিচ্ছিঃ

তাহলে নিছের মত আপনার ব্রাউজার ওপেন হবে। এবং যখন আপনার Download this file / Down this Video  আসবে তখন ঐ কাহানে ক্লিক করুন।

তাহলে আপনার ফাইলের জন্য একটি নতুন Address Assign হবে।

এবার আপনার ফাইল Resume করে দেখুন আগের ডাউনলোড হওয়ার ষেশ থেকে আবার ডাউনলোড হচ্ছে।

সবাইকে প্রযুক্তির ব্লগ টেকটুইটস এ স্বাগতমঃ http://techtweets.com.bd/

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

ধন্যবাদ জাকির ভাই। ট্রিকসটা ভালই।

আইডিএম এর লেটেস্ট ভার্শনের সাইলেন্ট ইনস্টলার যাদের দরকার তারা নিচের টিউনটি হতে পেতে পারেন——–
IDM_6.03_BETA7 ভার্শনের Silent_Installer দিয়ে মুহুর্তের মধ্যে আইডিএম ঝামেলা ছাড়া চোখের পলকে ইনস্টল করুন।
https://www.techtunes.io/download/tune-id/40360/
(ফুল ভার্শন)

    আপনাকে ও ধন্যবাদ লিঙ্কটা শেয়ার করার জন্য

ধন্যবাদ।

সুন্দর ট্রিক্সটি দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু Ziddu তে কি কাজ করবে???? জানালে খুশি হব।

    আমি ট্রাই করি নি, আপনি ট্রাই করে দেখতে পারেন।

ধারুন একটা ট্রিক্স শেয়ার করলেন,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

আেনক ধন্যবাদ েশয়ার করার জন্য।

এই জিনিসটা করলে কাজ করে !

Level 0

Nice Tune. আমি আমার Techtunes Profile এ ছবি add করতে পারছি না। কেউ একটু help করুন please

সত্যিই জটিল একটা ট্রিক্স। ধন্যবাদ জাকির ভাই।
DAP এর জন্য এই ধরনের কিছু আছে নাকি।

    আপনাকে ও ধন্যবাদ …

    থাকতেও পারে , আমি জানি না

Level 0

Refresh Download address তো IDM এর ৫.১৯ ভারসন এ আছে……।।

কিন্তু এটাতে অনেক সময় লাগে>>>>>

    কোথায় সময় লাগে? নতুন লিঙ্ক এর জন্য নতুন করে একটু ডাউনলোড পেজে যেতে হয় এই তো…

আমি mediafire এর akta download ৯৫%(idm 6.03 beta) হয়ার পর বিদ্দুত চলে যাই…পরে resume kore ,refresh download দিলেও কাজ হই না।নতুন করে download করতে বলে…।সেখানে download link change……ফলে আমার ১৬৮ mb নতুন করে download করে লেগেসে…।

Level 0

মনে হয় কাজ করবে।

অনেক কাজের একটা ট্রিকস………………

Level 2

aj kaje laglo Thanks

Level 0

apnake dhonnobad dear kono vasai amar jana nai, apnader Allah uchila korce bolei amra eto kisu sikhte parci, ALLAH apnake dirghojibi korun………………………

কিছু কিছু site resume suport করেনা। যেমন: 4share

কিছু কিছু site resume suport করেনা। যেমন: 4share,

Level 0

ভাই বর্তমােন ফ্রি নেট প্রক্সি সাইট দিয়া , কিন্তু ডাউনলো লিন্ক রিজাম সাপোর্ট করেনা , চার মিনিট পরপর ডিস্কানেট হইয়া যায় . এবেপারে
একটু সাহায্য করেন.

Level 0

BHAI AMAR TO SOMSHA HOYCHE NEW DOWNLOAD NICHE