আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়জনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।
কেমন হয় যদি নিজের নাম্বার না দিয়ে একটি Whatsapp একাউন্ট চালানো যায়? হ্যা তেমনি একটি ট্রিক নিয়ে হাজির হলাম আমি।
আপনি চাইলেই খুব সহজেই বেদেশি কোন নাম্বার দিয়ে Whatsapp চালাতে পারবেন।
এখন Whatsapp এ যেয়ে Normal যেভাবে Account খুলে সে ভাবে Account খুলুন।আর Number এর ঘরে লিখে রাখা নাম্বারটা দিন।
Notification খেয়াল করুন।দেখবেন Whatsapp Code আসবে, Code টা দিন।হয়ে গেলো নিজের Number ছাড়া Whatsapp।
বিঃ দ্র:- Notification এ Number না আসলে, Whatsapp এর দেয়া সময় টুকু অপেক্ষা করুন।টাইম শেষ হলে Home Button চেপে অথবা Minimize করে ওই App এ গেলেই Code পাবেন।
বুঝতে সমস্যা হলে জানান।ট্রিকটা প্রথম কে যেন সেয়ার করছে জানা নাই আমি শুধু নতুন করে লিখলাম আবার তাই ক্রেডিট দিতে পারলাম না।ভাল লাগলে অবশ্যই সেয়ার করে অন্যজন কে জানার সুজোগ করে দিবেন।
আপনার ফোনে OTG আছে কি না এখনি চেক করে নিন ছোট্ট এই অ্যাপ দিয়ে।আর সাথে OTG ব্রাউজ তো থাকছেই।
কম্পিউটারের জনপ্রিয় ক্লিনার CCleaner এর নিয়ে নিন এন্ড্রোয়েট ভার্সন।সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন।
SHAREit দিয়ে কি স্পিড পাচ্ছেন না?তাইলে নিয়ে নিন সমাধান।এবার ঝরের গতিতে ফাইল ট্রান্সফার হবে।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ হয় না