এখন থেকে মোবাইলের মতো রকেট উড়ায়ে পিসি ফাস্ট করুন। সাথে অটোমেটিক ক্লিনার এর সুবিধা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, জানি ভাল আছেন, আর ভাল থাকেন সেটা চাই, আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি। এবার চলুন আমরা মূল বিষয়ে যাই।

বিভিন্ন কারনে আমাদের পিসি স্লো হয়ে যাই, এবং এর জন্য আমরা কত না সফটওয়্যার ব্যবহার করে থাকি, হিস্টরি ক্লিন করার জন্য আলাদা সফটওয়্যার, র‍্যাম এর গতি বাড়ানোর জন্য আলাদা সফটওয়্যার, এরকম করে এক এক কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করে থাকি পিসি কে সচ্ছল রাখার জন্য।

ঠিক এরকমই একটি সফটওয়্যার নিয়ে আজ আপনাদের কাসে হাজির হলাম, যেটা এই পর্যন্ত পিসি  সব সফটওয়্যার থেকে একটু ভিন্ন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে  সফটওয়্যার টির কাজ গুলা দেখি। 

এপটির নাম এবং লিংক 

এপটির নামঃ   Genie Cleaner

এপটির লিংকঃ  GenieCleaner_Setup.exe

 

এপটির কাজ এবং স্ক্রীনশট

এবার সফটওয়্যারটি ইন্সটল করুন, তারপর দেখবেন আপনার ডেস্কটপের উপরে এন্দ্রইড মোবাইলের মতো এরকম চালু হয়ে থাকবে।

১. যার উপরে আপনি মাউস নিলে মোবাইল এর মতো রকেট উরে যাবে।

২. আর যদি ওই গোলটার উপরে ক্লিক করেন তাহলে আপনার র‍্যাম ক্লিন হবে, এবং কত % হয়েছে সেটা ও দেখাবে।

৩. আর যদি আপনি ওই গোলাটার উপ্রে রাইট মাউস ক্লিক করে ওপেন ক্লিনারে কিল্ক করেন তাহলে নিচের ফটোর মতো ওপেন হবে। এবং এখানে ২ টা অফশন পাবেন, ১.Clean ২.Turbo Bosst।

৪. প্রথম অফশন ক্লিন থাকে, এবার আপনি যদি "Quick Scan" এ ক্লিক করেন তাহলে এরকম দেখতে পারবেন।

৫. এবার আপনার স্ক্যান হয়ে গেলে এরকম দেখাবে।

৬. এবার আপনি যদি "Clean Now" তে ক্লিক করেন তাহলে এরকম দেখতে পারবেন।

৭. ক্লিন হয়ে গেলে তারপর এরকম দেখাবে, ব্যাস এবার ওকে তে ক্লিক করুন।

৮. তারপর আবার সেই আগের জাইগাই চলে আসবে।

৯. এবার আপনি যদি "Turbo Boost" এ ক্লিক করে তাহলে এরকম আসবে।

১০. এবার এখানে আপনি "Quick Scan" ক্লিক করলে এরকম দেখাবে।

১১. স্ক্যান হয়ে গেলে তখন দেখতে পারবেন যে, আপনার কোন এপ কত এম বি র‍্যাম এর থেকে খেয়ে বসে আছে।

১২. তখন আপনি যেটা থেকে ক্লিন করতে চান, সেই এপটি তে টিক দিন।

১৩. এবার আপনি "Turbo Boost"এ ক্লিক করলে দেখবেন ওই এপ থেকে র‍্যাম এর জাগা আবার র‍্যামে ফিরে গেছে।

১৪. আর যদি আপনার জাঙ্ক ফাইল বেশী হয়ে গেলে অটোম্যাটিক আপনাকে দেখাবে ডেক্সটপ এর ডান পাশে। 

ব্যাস কাজ শেষ, আসা করি সবাই কে ভাল করে বুঝাতে পেরেছি।

যাই হোক সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।

আল্লাহ্‌ হাফেজ। 

 

সফটওয়্যার এর জন্য একটিভ থাকুন। 

লাইফ ইজ টেকনোলজি

 

১০০ টি টিউনের লিংক।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটিতে অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক এর উপস্থিতি রয়েছে।

টেকটিউনস নীতিমালা ১.১৪ অনুযায়ী – রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না।

টেকটিউনসে কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস, ব্রাউজার এক্সটেনশন, ব্রাউজার এডঅন, সিএমএস থিম, সিএমএস প্লাগিন, স্ক্রিপট, ই-বুক, পিডিএফ বা অন্য যে কোন কিছু ডাউনলোডের জন্য নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক সর্বপ্রথম বিবেচনা করতে।

যদি কোন ফুল ভার্সন শেয়ার করার জন্য কোন ফাইল হোস্টিং বা ফাইল শেয়ারিং সাইটে হোস্ট করা হয় তবে তা অবশ্যই নন-অ্যাফিলিয়্যাট ও নন-রেফারাল ফাইল হোস্টিং সার্ভিস বা ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে হবে।

আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

প্রিয় টিউনার,

আপনি টিউনের শেষে নিজের টিউনের লিংক অপ্রয়োজনীয় ভাবে দিচ্ছেন যা টিউনে দেওয়া যাবে না। আপনি ২০০ শব্দের সঠিক ভাবে টিউন করুন।

আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

তবে টিউজিটর (টেকটিউনস ভিজিটর) ড্রাইভাট এর উদ্দেশ্যে সৌজন্য লিংক বড় টেক্সটে, ফন্ট বড় করে, H2,H3, H4 ইত্যাদি হেডিং হিসেবে কোন অবস্থাতেই দেওয়া যাবে না। উপরের উদাহরণে ঠিক যেভাবে ব্লককোট করে দেওয়া হয়েছে ঠিক সেভাবে দিন।

আপনি সময় নিয়ে মানসম্মত টিউন করুন। আপনার টিউন ভালো ও মানসম্মত হলে টিউডার ও টিউজিটররা আপনার সাইট এমনিতেই ভিজিট করবে। সৌজন্য লিংক বড় ফন্ট বা হেডিং করে অযাচিত আকৃষ্ট করার প্রয়োজন হবে না এবং তা টেকটিউনস নীতিমালা রিরোধী।

আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।