বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, জানি ভাল আছেন, আর ভাল থাকেন সেটা চাই, আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি। এবার চলুন আমরা মূল বিষয়ে যাই।
বিভিন্ন কারনে আমাদের পিসি স্লো হয়ে যাই, এবং এর জন্য আমরা কত না সফটওয়্যার ব্যবহার করে থাকি, হিস্টরি ক্লিন করার জন্য আলাদা সফটওয়্যার, র্যাম এর গতি বাড়ানোর জন্য আলাদা সফটওয়্যার, এরকম করে এক এক কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করে থাকি পিসি কে সচ্ছল রাখার জন্য।
ঠিক এরকমই একটি সফটওয়্যার নিয়ে আজ আপনাদের কাসে হাজির হলাম, যেটা এই পর্যন্ত পিসি সব সফটওয়্যার থেকে একটু ভিন্ন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সফটওয়্যার টির কাজ গুলা দেখি।
এপটির নাম এবং লিংক
এপটির নামঃ Genie Cleaner
এপটির কাজ এবং স্ক্রীনশট
এবার সফটওয়্যারটি ইন্সটল করুন, তারপর দেখবেন আপনার ডেস্কটপের উপরে এন্দ্রইড মোবাইলের মতো এরকম চালু হয়ে থাকবে।
১. যার উপরে আপনি মাউস নিলে মোবাইল এর মতো রকেট উরে যাবে।
২. আর যদি ওই গোলটার উপরে ক্লিক করেন তাহলে আপনার র্যাম ক্লিন হবে, এবং কত % হয়েছে সেটা ও দেখাবে।
৩. আর যদি আপনি ওই গোলাটার উপ্রে রাইট মাউস ক্লিক করে ওপেন ক্লিনারে কিল্ক করেন তাহলে নিচের ফটোর মতো ওপেন হবে। এবং এখানে ২ টা অফশন পাবেন, ১.Clean ২.Turbo Bosst।
৪. প্রথম অফশন ক্লিন থাকে, এবার আপনি যদি "Quick Scan" এ ক্লিক করেন তাহলে এরকম দেখতে পারবেন।
৫. এবার আপনার স্ক্যান হয়ে গেলে এরকম দেখাবে।
৬. এবার আপনি যদি "Clean Now" তে ক্লিক করেন তাহলে এরকম দেখতে পারবেন।
৭. ক্লিন হয়ে গেলে তারপর এরকম দেখাবে, ব্যাস এবার ওকে তে ক্লিক করুন।
৮. তারপর আবার সেই আগের জাইগাই চলে আসবে।
৯. এবার আপনি যদি "Turbo Boost" এ ক্লিক করে তাহলে এরকম আসবে।
১০. এবার এখানে আপনি "Quick Scan" ক্লিক করলে এরকম দেখাবে।
১১. স্ক্যান হয়ে গেলে তখন দেখতে পারবেন যে, আপনার কোন এপ কত এম বি র্যাম এর থেকে খেয়ে বসে আছে।
১২. তখন আপনি যেটা থেকে ক্লিন করতে চান, সেই এপটি তে টিক দিন।
১৩. এবার আপনি "Turbo Boost"এ ক্লিক করলে দেখবেন ওই এপ থেকে র্যাম এর জাগা আবার র্যামে ফিরে গেছে।
১৪. আর যদি আপনার জাঙ্ক ফাইল বেশী হয়ে গেলে অটোম্যাটিক আপনাকে দেখাবে ডেক্সটপ এর ডান পাশে।
ব্যাস কাজ শেষ, আসা করি সবাই কে ভাল করে বুঝাতে পেরেছি।
যাই হোক সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
আল্লাহ্ হাফেজ।
সফটওয়্যার এর জন্য একটিভ থাকুন।
১০০ টি টিউনের লিংক।
- আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন।
- এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই কি করে করবেন
- এবার মাথা নষ্ট করা, ক্যামেরায় জুম দিন একটি এন্ডরইড সফটওয়্যার দিয়ে
- একের ভিতর সব।
- যারা উইন্ডোজ ১০ bootable করতে পারছেন না, তারা ২ মিনিট একটু কষ্ট করে এদিকে আসুন।
- এবার কম্পিউটার চালু রেখে নিশ্চিন্তে যেখান খুশী সেখানে চলে যান, যদি মনে চাই হারায় যান, পিসি নিজের মতো করে ঘুমাই পরবে।
- এবার আপনার মোবাইলে কম্পিউটার এর মত ভিডিও দেখুন, সাথে নিজের ইচ্ছা মত মোবাইলে অন্য কাজ করুন।
- যারা না দেখে এবং খুব দ্রুত ইংলিশে টাইপ করতে পারেন না, তাদের জন্য আজকের টিউন।
- প্রাই হাজারের মত লিংক নিয়ে নিন।
- ফটো টিউমেন্ট নিয়ে নিন ২০১৫
- এন্ডরইড অ্যাসিস্ট্যান্ট ১.৫ মেগাবাই এর সম্পূর্ণ আপডেট ভার্সন, পুর মাথা নষ্ট করার মত ফিচার
- যারা ফেসবুক হ্যাকিং, এস কিউ এল হ্যাকিং, ডাটাবেজ হ্যাকিং শিখতে চান, তাঁরা এদিকে আসুন।
- এবার মোবাইলে ভুল করে কিছু ডিলিট হয়েগেলে আর আফসোস করা লাগবেনা।
- এবার আপনার পিসি থেক বিপদজনক সফটওয়্যার কে রেমুভ করে, আপনার পিসি কে খতিগ্রস্থ থেকে রক্ষা করুন
- আর এখানে অখানে ফানি স্টিকার না খুজে, নিয়েনিন সব স্টিকার মাত্র ছোট্ট একটি এপসে।
- আর কষ্ট করে সময় দেখার জন্য মোবাইল অন করা লাগবে না। এখন থেকে মোবাইলের ঘড়ি আপনাকে বলে দিবে এখন কত বাজে।
- !!মাই কম্পিউটার ব্রাউজার!! এখন থেকে আপনার মাই কম্পিউটার চালান, ইন্টারনেটের ব্রাউজারের মতো। [জানতাম বিশ্বাস করবেন না, তাই নিজেই ব্যবহার করে দেখুন]
- মোবাইলে আর কতদিন এক রকম ফন্ট দিয়ে টেক্সট লিখেবেন ? এবার একটু ভিন্ন স্টাইল ফন্ট দিয়ে টেক্সট লিখুন, মাত্র ৯০ কেবির একটি এপপ দিয়ে।
- আপনার মোবাইল দিয়ে কি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না ? নিয়ে নিন $৭ মূল্যের একটি এপপ ফ্রীতে, এবার থেকে ইচ্ছামত ডাউনলোড করুন যে কোন সিম দিয়ে ফুল স্পীডে।
- এন্ড্রয়েড ফোনের স্পীড ২ গুন বৃদ্ধি করুন। এবার আর ফোন হাঁটবেনা দৌড়াবে।।[GUARANTEE]
- এখন থেকে আর কল আসলে নেট বন্ধ হবেনা, গেম খেললে খেলা বন্ধ হবেনা। এমনকি কোন দরকারি কাজ করার সময় কল আসলে ও, কাজ বন্ধ হবে না। দারুন একটি উপকারি এপ। না নিলে আসলেই বিশাল মিস করবেন।
- নিয়ে নিন দারুন মজার একটি গেম, "পাখি উড়ে হাতি উড়ে না"।
- এখন থেকে কল রিসিভ করার জন্য আর আপনাকে মোবাইলে হাত দেয়া লাগবেনা, মোবাইল কানে নিলেই অটোমেটিক রিসিভ হয়ে যাবে। মাত্র ৩০০ কেবি এপ এর মাধ্যমে।।
- আজকের মেগা টিউন- এখন থেকে যেকোন গেম খুব সহজেই হ্যাঁক করুন, নেট কানেকশন লাগবে না রুট না থাকলেও সমস্যা নেই।(ফুল টিউটোরিয়াল সহ মিস করবেন না।)।
- আর ফটোশপ থেক একটা একটা করে ফটো রি-সাইজ করা লাগবে না। এখন থেকে আনেকগুলা ফটো এক সাথে আল্প সময়ে রি-সাইজ করুন ২২৩ কেবি সফটওয়্যার দিয়ে।
- সিরাম দরকারি একটি এন্ড্রইড এপ!!!!! এবার কেউ চুরি করে আপনার ফোনের প্যাঁটার্ন লক খুলতে গেলে ধরা পড়ে যাবে। বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন।।
- এবার নিয়ে নিন এন্ড্রইড ফোনের জন্য মাথা নষ্ট করা "মাথা নষ্ট গেম"। আরে ভাই গেমের নামিই মাথা নষ্ট।
- এবার খুব সহজেই যেকোনো টেক্সট কে নর্মাল থেকে ৩ডি ফটো বানিয়ে ফেলুন। দারুন একটি সফটওয়্যার (পিসির জন্য)
- ২০১৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য ১০০% কমন সাজেশন্স বই, ফ্রী নিয়ে নিন, সৃজনশীল সহ। (শুধুমাত্র সাধারন বিভাগদের জন্য)
- আর ওয়েব সাইট না, এখন থেকে ডাউনলোড করুন সরাসরি আপলোড সাইট থেকে। নিজের পসন্দ মতো যে কোন সফটওয়্যার।
- কম্পিউটার স্লো হয়ে গেলে মাউস দিয়ে গুতা গুতি করে অনেক রিফ্রেশ করেছেন, তাও ফাস্ট হয় না। এবার থেকে এক ক্লিক করে পুরো কম্পিউটার রিফ্রেশ করুন এবং পিসিকে আগের মতো ফাস্ট করে ফেলুন।।
- এখন থেকে সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দিয়ে একই সাথে সেলফি তুলুন। বিশ্বাস না হলে তুলেই দেখুন।
- এখন থেকে ছোট্ট একটি এপ এর মাদ্ধমে, জিপির ইচ্ছামত প্যাকেজ নিন এবং ইচ্ছা মত মেয়াদ বাড়িয়ে নিন।
- যারা এখনও SSC পরীক্ষার রুটিন পান নাই, তাড়াতাড়ি এখনি নিয়ে নিন।।
- ছোট্ট একটি টেক্সট ফাইলে নিয়ে নিন ১০০ এরও বেশী প্রয়োজনীয় Run কমান্ড, এবার নিজের কাজকে করে ফেলুন আরও সহজ, জলদি করুন।।
- আপনার মোবাইল কি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে ? আবার মাঝে মাঝে কি হ্যাঁং হয়ে যাচ্ছে ? তাহলে এই $২.১৭ দামের সেরা এপ টি আপনার জন্য।(ফ্রী)
- এবার নামিয়েনিন ললিপপ কলার। যারা ললিপপ ব্যবহার করেন না তারা এবার ললিপপ স্টাইলে কল করে ললিপপের স্বাদ নিন যেকোন ভার্সনে। মাত্র ৮০০ কেবি।
- পাওয়ার বাটন এর দিন শেষ, এবার থেকে আপনার মোবাইল পকেট থেকে বের করলে আলো জ্বলবে, আবার পকেটে রাখলে আলো অফ হয়ে যাবে অটোমেটিক।
- রিলিজ পেল নতুন এক ব্রাউজার। এখন থেকে নেট চালান রকেট এর গতি তে "সি এম" ব্রাউজার দিয়ে। যা আপনার "ইউ সি" "অপেরা" সকল ব্রাউজার কে হার মানিয়ে দিবে। বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন।
- আপনি কি বিবাহিত ? তাহলে এই টিউনটি আপনার জন্য। আবারও বলছি শুধু মাত্র বিবাহিত ভায়েদের জন্য।
- আপনি কি প্রেম করতে চাচ্ছেন ? কিন্তু পারছেন না ? তাহলে এই টিউনটি আপনার জন্য। (১০০% গ্যারান্টি)
- আর নয় এম বি খরচ করে বিদেশি মেসেঞ্জার, এখন থেকে ব্যবহার করুন আমদের দেশি মেসেঞ্জার। তাও আবার কোন এম বি ছাড়াই (ফ্রীতে)। আসুন নিজের দেশকে এগিয়ে নিয়ে যাই।
- আপনি কি ফ্রীলেন্সিং অথবা আউটসোর্সিং শুরু করতে চাচ্ছেন ? তাহলে এই টিউনটি শুধুমাত্র আপনার জন্য। ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফ্রিলেন্সিং জগতে সফল হন।।
- হ্যাকিং থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে সুরক্ষা রাখুন, এবার কোন ব্যাটার হ্যাঁকে কাজ হবেনা।
- এবার ফেসবুক চালান ১৩০% স্পীডে ইউসি "ব্রাউজার এইচ ডি" দিয়ে, এক্কেবারে অন্যরকম, পুরা মাথা নষ্ট।
- এবার আপনার মোবাইল দিয়ে ফ্রীতে এস এম এস করুন যে কোন দেশের যে কোন নাম্বারে, তাও আবার নাম্বার গোপন করে।
- মুসলিম ভায়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু মৃত্যুর কথা ভেবে জাহান্নামের বিবারন জানুন এবং তা থেকে মুক্তি কিভাবে পাবেন সেটার উপায় যেনে নিন।
- এবার নিয়ে এলাম ফাইটিং জগতের শ্রেষ্ঠ ফাইট গেম "ফাইটব্যাক" ফুল ভার্সন সাথে কয়েন আনলিমিটেড হ্যাক। না খেললে চরম মিস।
- আপনি কি আপনার গার্ল ফ্রেন্ড কে পরে কল দিতে অথবা মোবাইলে অন্য কোন কাজ কিছুক্ষন পরে করতে ভুলে যান ? নিয়ে নিন এর বিকল্প পথ আর কোন দিন কোন কাজ পরে করতে ভুলবেন না।
- এবার নিয়ে নিন প্লেয়ার এর বস, এখন থেকে অডিও এবং ভিডিও চলবে একই প্লেয়ারে, সাথে নিজের ইচ্ছা মতো ইকুলাইজার করে নেয়ার সুবিধা। বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন।
- আপনি কি কোন সুন্দরি মেয়ের প্রেমে পরেছেন ? এবং আপনি তাঁর মন জয় করতে চান ? তাহলে যেনে নিন সুন্দরী মেয়েদের মন জয় করার ১৪০ টি উপায়। চেষ্টা করে দেখতে পারেন।
- আপনি কি ভার্জিন মেয়ে বিবাহ করতে চাচ্ছেন ? তাহলে এই টিউন টি আপনার জন্য। যেনে নিন কিভাবে ভার্জিন মেয়ে চিনবেন।
- ছেলেদের জন্য মাথার চুল পড়ে জাওয়া বা চুল পাকা একটি অনেক বড় সমস্যা, এখন থেকে নিয়ে নিন এর সমাধান। যেন আর না পড়ে বা না পাকে।
- এবার মেয়েদের পালা শেষ, এখন থেকে ছেলেরা ত্বকের যত্ন নিবে। কিভে নিবে আসুন দেখে যান।
- এবার আপনার এন্ড্রইড মোবাইল এর মতো পিসিতে এক ক্লিক করে র্যাম প্রসেসর হিস্টরি সব এক সাথে ক্লিন করুন, এবং আগের মত ফাস্ট করে ফেলুন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে।
- এবার ১৫ দিন ২০ দিন ৩০ দিন ছারুন, আগে ভাল করে প্রয়োজনীয় ভোকাবুলারি শিখুন। তারপর ৩০ দিনে ইংরেজি শিখুন।।
- এবার আপনার উইন্ডোজ ১০ কে আরও ফাস্ট এবং ফ্রেশ রাখতে, নিয়ে নিন "উইন্ডোজ ১০ ম্যানেজার" ফুল ভার্সন (সিরিয়াল কী সহ)।
- এবার নিজেই যে কোন ভিডিও থেকে "থুম্বনাইল স্ক্রীনশট" তৈরি করুন ১ মিনিটের মধ্যে।
- এবার জেনে নিন প্রতিদিন "পেইডভারটস" থেকে ৫০০-১০০০ টাকা খুব সহজেই আয় করার টিপস। তাও আবার সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটেরিয়াল সহ।
- মাত্র ৬৬০ কেবি সফটওয়্যার ব্যবহার এর মাধ্যমে, পিসি থেকে আপনার চোখকে ক্ষতি হতে রক্ষা করুন।
- এবার আপনার মাউস এর স্টাইল পরিবর্তন করুন, আকর্ষণীয় আইকন দ্বারা একটি সফটওয়্যার এর মাধ্যমে।
- এখন থেকে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ফাইল ট্রান্সফার করুন, ইন্টারনেট ব্রাউজার এর মতো নতুন ট্যাব ওপেন করে।
- এবার আপনার দরকারি উইন্ডো টি সবার উপড়ে থাকবে, ছোট্ট একটি এপের মাধ্যমে। খুব দরকারি একটি সফটওয়্যার।
- এবার মোবাইল থেকেই স্ক্যান করুন সাথে পি ডি এফ বা টেক্সট বানান খুব সহজেই।
- টেরা কপির দিন শেষ, নিয়ে নিন দ্রুত গতিতে ফাইল কপি প্রসেস করার এক শক্তিশালী সফটওয়্যার। কথায় নয় কাজে বিশ্বাসী।
- এবার আনলিমিটেড ফ্রীতে কথা বলুন দেশে বিদেশে ১ টাকাও লাগবে না। (ভিডিও বা কোন এপ ডাউনলোড করে বা দেখে ক্রেডিট নেয়ার ঝামেলা ও নেই)
- আর মোবাইলে নয়, এখন থেকে ইউসি ব্রাউজার ব্যবহার করুন আপনার পিসিতে।
- এবার ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে আপনার পিসি এর মউস কীবোর্ড লক করে রাখুন, এখন থেকে কোন কাজ চলন্ত অবস্থাই রেখে গেলে আর কেউ ঝামেলা করতে পারবেনা।
- এবার আপনার এন্ড্রইড মোবাইল দিয়ে যেকোনো ভিডিও নিজের মতো করে এডিট করে একটি নতুন ভিডিও তৈরি করুন।
- এবার আপনার যেকোনো টেক্সট কে ভয়েসে রুপান্তর করে ফেলুন।
- এবার হাজির হলাম সিরাম একটি সফটওয়্যার নিয়ে, যা একের ভিতর সব। এখন থেকে কম্পিউটার, নেট ও গেমের স্পীড বাড়িয়ে নিন একটি সফটওয়্যার দিয়ে।
- এবার থেকে নোটপ্যাডের দিন শেষ, যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, নোটপ্যাডে সেভ করে রাখেন, তাঁরা আইডি পাসওয়ার্ড (KeePass)এ সংরক্ষন করে রাখুন আরও ভাল ভাবে।
- "fiverr" না, এবার মাসে মিনিমাম ১০,০০০ টাকা ইনকাম হবে "এডফাইভার" থেকে। তাও আবার ১০ মিনিট সময় নষ্ট করে।
- এবার যেকোনো উইন্ডোজে উইন্ডোজ ৮ এর মতো স্টার্ট মেনু ব্যবহার করুন "WinMetro" এর মাধ্যমে।
- এবার "Google" মামাকে বলুন Good Bye, আর নিয়েনিন বাংলাদেশের মুভি গান বিনোদন থেকে শুরু করে সবধরনের লিংক ভাণ্ডার লিস্ট সহ, মাত্র ছোট্ট একটি টেক্সট ফাইলে।
- আপনার কি কোন ট্রায়েল সফটওয়্যার আছে ? তাহলে এবার যেকোনো ট্রায়াল ভার্সন সফটওয়্যার কে আজীবনের মেয়াদ করে নিন। কোন প্রকার ঝামেলা ছাড়াই।
- নামিয়ে নিন পিসির জন্য দারুন একটি "Android Lollipop" এর "Skin Pack", আর সাজিয়ে ফেলুন পিসি কে android এর মতো।
- নিয়ে নিন উইন্ডোজ এর জন্য দারুন একটি প্লেয়ার (অডিও ভিডিও এবং যেকোনো ফর্মেট সাপোর্ট করে) যেটা আপনার উইন্ডোজ কে ভারি করবে না।
- আপনার পিসি দিয়ে এবার ফটো থেকে যেকোনো টেক্সট লেখা আলাদা করে নোটপ্যাডে বা ওয়ার্ডে সেভ করুন খুব সহজেই।
- এবার অডিও, ভিডিও, ডকুমেন্ট, পিডিএফ, ফটো, ফটোশপ ফাইল, প্রোগ্রাম ফাইল, ওয়েব ফাইল, মাইক্রোসফট অফিস সহ আরও ৮০+ ধরনের ফাইল দেখুন এবং কাজ করুন, মাত একটি সফটওয়্যারে।(বিশাল কাজের, ব্যবহার করেই দেখুন)।
- আগে যাদের গান শুনলে কাক আসতো, এখন থেকে তাদের গান শুনে ককিল আসবে। মানে গান করবেন আপনি আর সুর করবে মোবাইল।।
- নিয়ে নিন আমার দেখা এন্ড্রয়েড "Launcher" এর মধ্যে সেরা "Launcher" "Next Launcher 3D Shell Lite" (last version) সাথে apps গুলা Hide ও Lock করে রাখার সুবিধা, বাড়তি কোন সফটওয়্যার ছাড়াই।
- জেনে নিন ১০০ এরও বেশী কীবোর্ডের "ShortCut" Keys, (সব পিসির জন্য)।
- এখন থেকে পিসির "HardDisk" বা ফোনের "MemoryCard" বা "Pendrive" ফর্মেট বা ডিলিট হয়েগেলে আর মাথ নষ্ট করা লাগবে না। খুব সহজেই আগের জাগাই সব ফিরিয়ে আনুন একটি সফটওয়্যার এর দ্বারা। (crack file সহ)
- এখন থেকে স্ক্রীনশর্ট না হবে ভিডিও না হবে ফটো, তৈরি করুন ডিরেক্ট GIF এনিমেশন, একদম সোজা।
- এবার 'HardDisk' এর যেকোনো 'Drive' এর জাইগা বৃদ্ধি করুন অন্য 'Drive' থেকে স্পেস নিয়ে, কোনোরকম ফাইল সরানো বা ডিলিট না করেই!। (স্ক্রীনশট সহ)
- এখন থেকে টেকটিউনসে নতুন কোন টিউন হলে সাথে আপনার ডেস্কটপে দেখাবে। (দারুন মজার টিপস)
- $39.95 দামের Android PC Suite এর মাধ্যমে আপনার যেকোনো Android মোবাইল কে নিজের মতো করে কন্ট্রোল করুন, রুট করুন যা খুশী। (দারুন মজার একটি সফটওয়্যার crack ফাইল সহ)
- যারা "freelance" এবং "upwork" থেকে কাজ পেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। তাঁরা দয়া করে "IT-Bari" এর pdf বাংলা বইটি পড়ুন, টার্গেট ১৫ দিন, ইনশাল্লাহ কাজ পাবেন।
- এখনি "Windows XP/Vista/7/8/8.1/10" কে বানিয়ে ফেলুন "Apple Mac OS X" এর মতো।
- পবিত্র জুম্মা উপলক্ষে নিয়ে নিন পিসির জন্য কুরআন শিক্ষার সফটওয়্যার। এই সফটওয়্যার আনাকে শুধু দেখাবে না বরং সহিহ ভাবে মুখে উচ্চারন করাই দিবে।
- এবার ধর্মীয় বিষয়ে যে কোন প্রশ্নের উত্তর দিবে "Android App", এই এপটি সকল মুসলিম ভায়েদের কাছে থাকা জরুরী।
- গোপনে শুধু ভিডিও না এখন থেকে ফটোও তুলতে পারবেন।(দয়া করে অবৈধ কাজে ব্যবহার করবেন না।)
- 21/Jan/2016 রিলিজ পেলো ঢাকার "Dhaka Map and Walks" ব্যবহার করুন সম্পূর্ণ অফ লাইনে ইন্টারনেট ছাড়াই।(full version)
- আপনার স্মার্টফোনে শিশুদের জন্য আলাদা স্কিন বানিয়ে রাখুন। এবার থেকে আর শিশুরা ফোন ব্যবহার করলে কোন প্রবলেম হবে না।
- আপনার সিম এবং ফোনের জরুরী কোড গুলি জেনেনিন একটি অফলাইন এপের মাধ্যমে। সাথে থাকছে কিছু টিপস।
- ২৩/ডিসেঃ/২০১৫ তে রিলিজ পেয়েছে "WifiMapper" - এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার চারপাশে কথাই ফ্রী ওয়াইফাই আছে, সেটা জেনে Connect করতে পারবেন। (root লাগবেনা)
- এবার খুব সহজেই BBC-Janala এপের মাধ্যমে ইংলিশ Spoken শিখুন।
প্রিয় টিউনার,
আপনার টিউনটিতে অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক এর উপস্থিতি রয়েছে।
টেকটিউনস নীতিমালা ১.১৪ অনুযায়ী – রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না।
টেকটিউনসে কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস, ব্রাউজার এক্সটেনশন, ব্রাউজার এডঅন, সিএমএস থিম, সিএমএস প্লাগিন, স্ক্রিপট, ই-বুক, পিডিএফ বা অন্য যে কোন কিছু ডাউনলোডের জন্য নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক সর্বপ্রথম বিবেচনা করতে।
যদি কোন ফুল ভার্সন শেয়ার করার জন্য কোন ফাইল হোস্টিং বা ফাইল শেয়ারিং সাইটে হোস্ট করা হয় তবে তা অবশ্যই নন-অ্যাফিলিয়্যাট ও নন-রেফারাল ফাইল হোস্টিং সার্ভিস বা ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে হবে।
আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।