450MB Virtual Ram সকল রুটেড ডিভাইসের জন্য (No Need To Damage Sdcard) [High Performanced Ram][Gaming]

প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে।আশা করি সকলের ভালো লাগবে।

450MB Virtual Ram সকল রুটেড ডিভাইসের জন্য (No Need To Damage Sdcard) [High Performanced Ram][Gaming]
সতর্কতাঃ

১)এটা করটে রুট থাকা লাগবে আর ফোনে CWM Recovery থাকা লাগবে।

২)সতর্কতার সাথে করবেন।

৩)আপনার ফোনের ব্রিক হবার ভয় একদম নেই কেননা আমরা সিস্টেমে কাজ করছি না।


৪) অবশ্যই স্টক রম ব্যাকআপ রাখবেন। (সাবধানের মার নেই)

৫)যাদের আমার কথা শুনে মাথা ঘুরছে তারা দূরে থাকুন। যারা এডভান্স না বা কোনো জিনিস সম্পর্কে একটুকুও ধারনা নেই তারা গুগল থেকে শিখতে চেষ্টা করুন।

৬) মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই খুব সহজ কাজ।

একটু কথাঃ

যারা Ram Expander ইউস করেন তারা সাবধান হয়ে যান। আপনি চাইলে Ram Manager এ Swap ইউস করতে পারবেন। তবে Swap টা যেন Cache এ হয়।

আসল কথাঃ

আমি যে ৪৫০ এমবি+ এর কথা বলছি এটা মোটেও কোনো এপস এর মাধ্যমে করা যাবে না।

এটা একটা স্ক্রিপ্ট।

যার প্রোভাইডার delta-roh & Harbir

আমি শুধু স্ক্রিপটটা মোড করেছি আর পারটিশন চেন্জ করেছি।

বাদ দেন ঐসব কথা।

এই Flashable Zip File
টা ডাউনলোড দেন।

এক্সট্রাক্ট করার দরকার নাই।

এবার ডাইরেক্টলি CWM রিকভারিতে যান।

এরপর
Install Zip from sdcard
এ গিয়ে ডাউনলোডকৃত ফাইলটি সিলেক্ট করুন।


Install Now
এ যান দেখবেন ইনস্টল শুরু হইছে।

Complete হলে Go Back এ এসে
Reboot System Now

এ ক্লিক করুন।

ফোন ওপেন হতে ১ মিনিট বেশি লাগবে, নাও লাগতে পারে।আমার লেগেছিল।

ব্যস হয়ে গেল ভার্চুয়াল র্যাম।এবার কতটুকু Virtual Ram হলো তা দেখতে DiskInfo Pro তে একদম নিচে দেখুন।

এবার জানি এর কাজ কি??

১) ফোনের আসল র্যাম এর উপর চাপ কমিয়ে দেয়।

২)ফোন স্মুথ করে।

৩) গেইম খেলতে বড় উপযোগী। বিশ্বাস না হলে দেখতে পারেন।

৪)ফোন Ram ফুল হলে ভার্চুয়াল র্যাম ইউস করবে।

৫) ফোনের Sdcard এর সাথে সম্পর্কিত নয়।

সমস্যাঃ

** প্রথমবার ফোন রিবুট দেওয়ার পর দেখবেন সামান্য স্লো হয়ে গেছে। – আবার রিবুট দিন।

** লেখেছি ৪৫০ এমবি কিন্তু কারও ৩০০এমবি আবার কারও ৫০০ এমবি Swap হয়েছে, এর কারন? – কারন আপনার রম এ বেশি জায়গা ছিল না। আপনার রম ২জিবি হলে এই সম্যা হবে অর্থাৎ ৩০০এমবি।

আবার রম যদি ৪জিবি বা বেশি হয় তবে 500 এমবি Swap নিশ্চিত।

** যাদের ফোন এক মিনিট পরেও খুলছে না। তাদের করার আর কি??

সব দোষ ফোন কম্পানির, এত প্রোটেকশন!! যাই হোক ব্রিক বুঝতেই পারছেন।

তাই CWM রিকভারি তেকে Backup & Restore > Advanced Restore > Restore System দিবেন তাহলে কোনো ডাটা হারানো ছারাই ফোন আগের অবস্থায় ফিরে যাবে।

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

it worked for me. GT S5282. Swap 468 MB. Thanks again. 🙂

কাজ হইছে ৩১৪ এমবি, ধন্যবাদ

Vai amar tai CWM support kore na.
Manually setting ta bolben plzzzz..

tnx নাজমুল ভাইয়া কাজ করেছে,,,, It’s really work,,,,,

cwm recovery নাই, cwm recovery কি বানানো সম্ভব?

Trickbd থেকে আমার প্রায় সবগুলো পোস্ট এভাবে কপি করা কি ঠিক হইছে?? আবার নিচে লেখেও দিছেন ” কেমন লাগল আমার পোস্ট”!! যার স্ক্রিপ্ট তার নাম পোস্টের কোথাও নেই, লিংক ও চেন্জ কইরালাইছেন।

vai jodi twrp recovery thake , tahole ki hobe ?