বিসমিল্লাহির রহমানির রাহিম,
আসালামু আলাইকুম........উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নানা কারণে ইন্টারনেট ব্রাউজার রিইন্সটল করতে হয়,যার ফলে ওয়েবসাইট দেখার সফটঅয়্যারে থাকা (ব্রাউজার) আগের বুকমার্ক, হিস্টোরিসহ সব প্রোগ্রাম মুছে যায়। ফেব বুকমার্ক নামের সফটঅয়্যারের সাহায্যে ইন্টারনেট ইক্সপ্লোর্, ফায়ারফক্স, অপেরা মিনি, গুগল ক্রোম ও সাফারি ইত্যদি ব্রাউজারের বুকমার্ক, হিস্টোরিসহ সব প্রোগ্রাম সংরক্ষণ করা যায়। ৪.৮৮ মেগাবইটের এ সফটঅয়্যারটি এখান থেকে নামিয়ে নিন।
এখন সফটঅয়্যারটি চালু করে
web browser ট্যাব থেকে যে ব্রাউজারের সেটিংস সংরক্ষণ করতে চান সেটি নির্বচিত করুন।
এবার Backup location-এ গিয়ে দেখিয়ে দিন সেটিংসগুলো কোথায় সংরক্ষণ হবে। এরপর Next/finish-এ ক্লিক করলেই নির্ধারিত স্হানে সংরক্ষণ হয়ে থাকাবে।
আমি উদাস মাজহারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কাজী মু,মাজহারুল ইসলাম। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির উপর ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে এখন BSc ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করতেছি পাশাপাশি একটি বেসরকারি প্রিতিস্ঠানে চাকরি করতেছি।
কাজের টিউন । ধন্যবাদ ।