এবার আপনার সাইট এর জন্য নিয়ে নিন com,net,org,info,us domain একদম ফ্রি

হাই ফ্রেন্ডস,কেমন আছো তোমরা?আজ তোমাদের জানাবো কিভাবে মাত্র ৩/৪ ঘন্টায় একটি প্রিমিয়াম .com/ .net/.org/.biz/.us ডোমেইন পেতে পারো। আরো থাকছে,কিভাবে এই ফ্রি ডোমেইন ব্যবসায়ের মাধ্যমে আজীবন আয় করতে পারো।এজন্য কেবল নিচের সহজ ধাপগুলো ফলো করতে হবে।তাহলে শুরু হোকঃ ফ্রি ডোমেইন যেভাবে পাবেঃ সাধারণতঃ একটি ডোমেইন কিনতে প্রায় ১হাজার টাকা লাগে। তাও আবার প্রতিবছর সমপরিমাণ টাকা দিয়ে রিনিউ করতে হয়।কিন্তু ফ্রিডোমেইন ফ্যাক্টরী সাইটটি ফ্রিতে প্রিমিয়াম ডোমেইন দিয়ে থাকে। এজন্য দরকার হয় ৫০ পয়েন্ট।সাইনআপ করলে দেয় ১০ পয়েন্ট। বাকি ৪০পয়েন্ট রেফারেলের মাধ্যমে সংগ্রহ করতে হয়।তোমার রেফারেল লিংক দিয়ে কেউ সাইনআপ করলে তুমি পাবে ২ পয়েন্ট।অর্থাত্ একটি ডোমেইন পেতে তোমাকে ২০টা রেফারেল কালেক্ট করতে হবে। আমরা দেখতে চলেছি, কিভাবে কাউকে রেফার করা ছাড়াই ৪০ পয়েন্ট পাওয়া যাবে। ১ম ধাপঃ প্রথমে Click here গিয়ে ডোমেইন বক্সে তোমার কাঙ্খিত ডোমেইনটি লেখো। নিচের ড্রপডাউন মেনু থেকে .com/.net/.org/. biz/.us সিলেক্ট করো। এবার মেইল,নাম ও পাসওয়ার্ড দিয়ে Submit এ ক্লিক করো।যদি domain টি available হয় তবে ভালো। না হলে চেন্জ করো। এবার ইমেইল কনফার্ম করে ফেলো। ২য় ধাপঃ এবার ওখানে লগইন করো। একটা রেফারেল লিংক পাবে।ওটা লিখে রাখো। ৩য় ধাপঃ এবার ব্রাউজারে দুটো ট্যাব ওপেন করো। একটাতে তোমার রেফারেল লিংক ও অপরটাতেhttp://www.10minutemail.comএ প্রবেশ করো। এ ঢুকলে একটা মেইল আইডি পাবে। ওটা কপি করো।ওটার মেয়াদ ১০ মিনিট। ৪র্থ ধাপঃ এবার ঐ কপি করা মেইলটা দিয়ে ফ্রিডোমেইনফ্যা ক্টরিতে ইচ্ছেমত ডোমেইন দিয়ে সাইনআপ করে ফেলো।এবার পূর্বের ১০মিনিটমেইল ট্যাবটা রিলোড করো। একটা মেইল পাবে। ওটা ওপেন করো। একটা লিংক পাবে। ওটাতে ঢুকলে কনফার্ম হয়ে যাবে। আর তোমার প্রথম ফ্রিডোমেইন আইডিতে পাবে ২ পয়েন্ট। ৫ম ধাপঃ এবার এভাবে ২০টি আইডি কনফার্ম করলেই তুমি পাবে একটি প্রত্যাশিত প্রিমিয়াম ডোমেইন। আজীবন আয়ের উপায়ঃ তুমি তো জেনে গেলে কিভাবে একটা মাত্র ৩/৪ ঘন্টায় একটা ফ্রি ডোমেইন পাওয়া যাবে।এবার বিজ্ঞাপন দাও এভাবে-"মাত্র ১০০ টাকায় নিন .com ডোমেইন "(ইচ্ছে করলে রেট বাড়াতে পারো)। দেখবে প্রচুর রিকুয়েস্ট পাচ্ছো। মাত্র ৩/৪ ঘন্টা কাজে যদি এতগুলো টাকা পাওয়া যায়,মন্দ কী?আর হ্যাঁ,ডোমেইনটা কিন্তু লাইফটাইম!! তাহলে বিদায়।

Zuma Deluxe Pc Game Free Download Full Version পিসি ইউজারদের জন্য

Level 0

আমি Tips & Tricks Share। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি নিজেই তো নিজের রেফারেল লিঙ্ক দিয়েছেন।

শালা,মামুন তোর জন্মের ঠিক নাই!

যেনে বুঝে টিউন করা উচিৎ

ভুয়া ওয়েবসাইট, শুধু শুধু সময় নষ্ট করবেন না। প্রিমিয়াম ডোমেইনের স্বাদ কিনে উপভোগ করুন।

dhur vai domain 15-20din por bondho kore debe R bolbe premier account korte…
bina takay ajkal pani pawa jai na.. domain kono din-e somvob na.. ami nije porikkhito..
R eisob ajebaje tutorial sarben na

TT te AD deyar jayga naaaaa……………..

Vi prove tune gula korben . Ja tea akta sothik nirdesona pete pari