এবার ‘HardDisk’ এর যেকোনো ‘Drive’ এর জাইগা বৃদ্ধি করুন অন্য ‘Drive’ থেকে স্পেস নিয়ে, কোনোরকম ফাইল সরানো বা ডিলিট না করেই!। (স্ক্রীনশট সহ)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, সবাই কে শুভ রাত্রি জানিয়ে শুরু করছি আজকের টিউন, কেমন আছেন আপনারা ? যেরকমই থাকুন না কেন, দোয়া করি যেখানেই থাকেন ভাল থাকেন। আপনাদের দোয়া ও ভালবাসাই আমি ও ভাল আছি।

আমাদের অনেক সময় বেশীর ভাগ সময় "Local Disk (C:)" এর স্পেস বৃদ্ধি করার দরকার পরে যাই, অথবা অন্য কোন ড্রাইভে। তখন দেখা যাই ফাইল গুলা সরিয়ে পার্টিশন ভেঙ্গে আবার নতুন করে স্পেস বাড়ন লাগে। 

কিন্তু আজ আমি আপনাদের কে দেখা কোন ফাইল না সরিয়ে বা পার্টিশন না ভেঙ্গে যত টুকু স্পেস লাগবে ততটুকু স্পেস বাড়িয়ে নিতে পারবেন।

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা জাক। 

সবার আগে নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যারটি নামিয়ে নিনঃ 

DiskDirectorSuite.exe

ড

ডাউনলোড করার পর সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুনঃ

 

এবার উপরের ফটোর মতো আসলে "Increase Free Space" (লেখা লাল মার্ক করা) ওখানে ক্লিক করুন। 

 

এবার আপনি যে ড্রাইভের স্পেস বারাতে চান সেই ড্রাইভ টি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।

 

এবার আপনি যে ড্রাইভ থেকে খালি জাগা নিবেন সেই ড্রাইভ টি সিলেক্ট করে আবার নেক্সট বাটনে ক্লিক করুন।

 

এবার আপনার "পার্টিশন Analyzing" হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

এবার আপনার যত টুকু দরকার ততটুকু অ্যাড করে নেক্সট বাটনে ক্লিক করুন। 

 

এবার আপনি দেখতে পারবেন যে স্পেস বাড়ানোর পর কততুকু পরিমান হবে, সব ঠিক থাকলে ফিনিশ বাটনে ক্লিক করুন।

 

এবার লাল দাগ দেয়া জাইগাই ক্লিক করুন। 

 

এখন Proceed বাটনে ক্লিক করুন, তারপর অটোমেটিক বাকি কাজ শেষ হয়ে Restart নিবে, তারপর দেখুন আপনার পছন্দ করা ড্রাইভের স্পেস বেরে গেছে। 

 

যদি ফটোতে না বুঝতে পারেন তাহলে নিচের ভিডিও টা দেখতে পারেনঃ 

(Source:আকিল আশরাফুল)

আরও নতুন নতুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

 

নিচে বিশাল টিউনের ভাণ্ডার দিয়ে দিলাম, আজাইরা দেখে কোন লাভ নেই, আর মনে চাইলে দেখেনঃ 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস