এখন থেকে “Skype” এর কল রেকর্ড করুন ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ভাই ও বোনেরা আপনার সবাই ক্যামন আছেন ? আশা করি আল্লাহ্‌ আপনাদের কে ভাল রেখেছেন। ভয় পেয়েন না আমি কোন ভাষণ দিতে আসি নাই, বরং আজ আমি আপনাদের কে সেখাব কি করে আপনি "Skype" কথা বলার সময়, কথা Record করবেন।

(এই টিউনটি শুধুমাত্র যারা জানেনা তাদের জন্য।)

 

চলুন তাহলে আর দেরি না করে দেখা যাকঃ 

 

প্রথমে নিচের লিংকে ক্লিক করে, সফটওয়্যারটি নামিয়ে নিনঃ

iFree_Skype_Recorder.zip

ড

এবার সফটওয়্যারটি আনজীপ করে ইন্সটল করে ওপেন করুনঃ

 

এবার Skype করে উপড়ে Tools ক্লিক করে Options তে ক্লিক করুন। 

 

এবার Advanced তে ক্লিক করে Manage other তে ক্লিক করুন।

 

এবার সফটওয়্যার টি সিলেক্ট করে Change বাটনে ক্লিক করুন।

তারপর Allow তে টিক দিয়ে ওকে দিন। ব্যাস কাজ শেষ। 

 

সবাই ভাল থাকবেন, আল্লাহ্‌ হাফেজ।

 

এরকম আরও সফটওয়্যার পেতে এই নিচের লিংকটিতে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

আপনাদের পেইন দেয়ার জন্য নিচে বিশাল লিংকে ভাণ্ডার দিয়ে দিলাম, কষ্ট হলে থাক দেখা লাগবে নাঃ 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে । চালিয়ে যান ।

দেকি কাজ করে কি না।
কাজ করলে তো ভালোই

ইমান হাসান ভাই আমি আপনার একজন ভক্ত বলতে পারেন। দয়া করে জানাবেন কিভাবে ডেক্সটপ পিসিতে কোন প্রকার ওয়াই ফাই ডিভাইস ছাড়া সফটওয়্যার এর মাধ্যমে ওয়াইফাই চালু করা যায়। দয়া করে জানালে উপকৃত হব।

    ভাই নজরুল! আমার মতো পহিন্নির ভক্ত হয়ে তুমি করিও না ভুল। 😀

    ভাই আমি ও এটা খুজতেছি, কিছু সফটওয়্যার পেয়েছিলাম কিন্তু ফাউল, কাজ হয়না। তবে পেলে টেকটিউনে অবশ্যই দিব।
    আর যদি পারেন আপনার মেইলটা দিয়ে রাখেন, আমি পেলে আগে আপনাকে জানিয়ে দিব।
    ধন্যবাদ

আমার মেইল হচ্ছে [email protected]. ভাই আমি কিন্তু adfiver.com আপনার রেফারাল লিংকেই একউন্ট করছি। বাট রেন্ট রেফারাল আপডেট নিয়ে একটু সমস্যা হচ্ছে দয়া করে যদি জানান। আমার স্কাইপি nazrul112

    ওটা কোন প্রবলেম নয়, ২৪ ঘণ্টার মধ্যে চালু হয়ে যাবে।

আর ভাই দয়া করে জানাবেন ভাল স্ক্রিন রেকর্ডার কোনটা ফর পিসি ।